নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা মত পাশের হার হ্রাস বৃদ্ধি করে ছাত্র-ছাত্রীদের আজ পঙ্গু করে দেওয়া হচ্ছে। ইচ্ছে করে লোক দেখানোর জন্য রেসাল্ট খারাপ করা হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

বিগত ৮বছরের মধ্যে এবার H.S.C তে সবচেয়ে খারাপ ফলাফল।
H.S.C FACT ‪#‎যশোর_বোর্ডে_পাশ‬: ৪৬%!!!!!!!
অথচ সেখানে এসএসসি তে পাশ হয় কমপক্ষে ৮৫+% । মাত্র ২ বছরের ব্যবধানে পাসের হার অর্ধেক এ নেমে আসে কিভাবে বুঝিনা। এর জন্য দায় কি রাজনিতী নাকি শিহ্মামন্ত্রী??

বড় কন্ঠে তো শিহ্মা মন্ত্রী বলে দিলো যে, "জামায়াত বিএনপির জন্য রেসাল্ট ভালো হয়নি। রেসাল্ট নাকি যতটুকু ভালো হইছে তার অবদান সবটুক শেখ হাসিনার।"
হরতালের সময় কি পরীহ্মার্থীরা সব রাস্তায় নেমে আন্দোলন করছিলো যে রেসাল্ট খারাপের জন্য রাজনিতীকে দায়ী করা হচ্ছে??
আর হাসিনার অবদান! হাসিনা কি পোলাপানের পড়া মুখস্থ করে দিত নাকি??

আউল ফাউল কথা বাদ দিয়ে স্বীকার করতে দোষ কি যে, "এবার পরীহ্মার আগে গত বছরের মতন প্রশ্ন সাপলাই দেওয়া হয়নি"।

এবার ইচ্ছে করে লোক দেখানোর জন্য রেসাল্ট খারাপ করা হয়েছে।
গত বছর সব A+এর বন্যায় ভেসে ভেসে যখন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীহ্মা দিতে গিয়ে পাশ মার্কও তুলতে ব্যার্থ হলো তখন শিহ্মামন্ত্রী পড়ে গিয়েছিল কঠোর সমালোচনার মুখে।
পাহাড় সমান অভিযোগ ছিলো যে, "গরু-ছাগলরাও A+ পেয়ে যাচ্ছে কিভাবে??"
আর এইসব সমালোচনা থেকে বাচতে গিয়ে শিহ্মামন্ত্রী পরিকল্পিতভাবে এবার ছাত্র-ছাত্রীদেরকে এত বড় বড় বাশ উপহার দিলো।

যারা ফেল করেছো তাদের উদ্দ্যশে বলবো: "don't care the result" বর্তমান শিহ্মা ব্যাবস্থা হয়ে গেছে লুডু খেলার মতন। হয় কপাল না হয় চুরি করতে হবে, নকল করতে হবে। ইচ্ছা মত পাশের হার হ্রাস বৃদ্ধি করে ছাত্র-ছাত্রীদের আজ পঙ্গু করে দেওয়া হচ্ছে। ফেল করা পরীহ্মার্থীরা এখন আত্নহত্যা করার কথা ভাববে না তো কি পার্টি দেওয়ার কথা ভাববে??

ফেল করা ভাই বোনদের বলছি, আর যাই করো সবাই কেউ যেনো এই শয়তানী/লোক দেখানো শিহ্মাব্যবস্থার জন্য আত্নহত্যা না করো। এইরকম শিহ্মাব্যবস্থা কখনই তোমাদের সুন্দর জীবনের একমাত্র সার্টিফিকেট হতে পারে না, so বিকল্প কিছু অর্জনের চেষ্টা করো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্তমান শিহ্মা ব্যাবস্থা হয়ে গেছে লুডু খেলার মতন। হয় কপাল না হয় চুরি করতে হবে, নকল করতে হবে। ইচ্ছা মত পাশের হার হ্রাস বৃদ্ধি করে ছাত্র-ছাত্রীদের আজ পঙ্গু করে দেওয়া হচ্ছে।

সত্য কথা!

আত্মহত্যা করেন ইয়াসমিন সুলতানা পুতুল (১৯) এর আত্মহত্যার দায় শিক্ষামন্ত্রীর এই অভিযোগ নিয়ে কোন আইনজীবি আছে কোর্টে মামলা সু করবে!!!

হিরক রাজার দেশকে পেছনে ফেলে দিয়েছে জলমান অনির্বাচিত স্বৈরাচারেরা!!! শেইম!

২| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

হতভাগা রাজু বলেছেন: ঢাবির ভিসি নাকি শিক্ষামন্ত্রিকে পরোক্ষ অপমান করেছিল যার পরিণতি এই বিপর্যয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.