নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

ভূয়া ছবিটি দেখে যারা বিভ্রান্তি হয়েছেন তারা সতর্ক হউন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২


গনজাগরন মন্চের নায়ক ইমরান এইচ সরকার এই ছবিটা এডিট করে প্রচার করছে যে সৌদি সরকার নাকি মিনা দূর্ঘটনাই নিহতদের লাশ এইভাবে মধ্যযুগের মতন করে সরিয়ে নিচ্ছে, অপমান করা হচ্ছে লাশের।

ছবিটা দেখেই বুঝছিলাম এটা কোন মানুষের কাজ হতে পারে না, এত নিম্ন পর্যায়ে মানুষ কিভাবে যাই যে মৃত লাশের এত বড় অপমান।

খোজ নিলাম গুগলে কোথাও পেলাম না ছবিটা। শুধু এই একটি ছবিই ইমরান সরকারের পেজে পাওয়া গেছে। এই ঘটনা যদি সত্য হত তবে সবার আগে BBC টেলিভিশনে এসব নিয়ে হৈ চৈ শুরু হত কিন্তু কোন টেলিভিশনের খবরেও এই ছবির কোন ছায়া দেখলাম না।

আর ছবিটা যদি সত্য হত তবে এই রকম আরো অনেক ছবি বিভিন্ন এংগেল থেকে আমরা আরো অনেকগুলো দেখতে পেতাম।

যাই হোক অবশেষে জানতে পারলাম ছবিটা Photoshop দিয়ে এডিট করা। মুলত ময়লা পরিষ্কারের একটি ড্রেজার এটা।
একজন কুখ্যাত মানুষের কাজ হলো শুধু অপপ্রচার করা, বিভ্রন্তি সৃষ্টি করা আর এটা ইমরান এইচ সরকার আবারো করে দেখালো।

হতে পারে সৌদি সরকার নিরপত্তা দিতে পারেনি এর জন্য ধিক্কার বা প্রতিবাদ আমরা জানাতেই পারি কিন্তু এভাবে ছবি এডিট করে মানুষকে বিভ্রান্তি করা কতটা মানুষের কাজ হতে পারে একটু ভাবুন তো।

ভন্ডর দলেরা এসব নকল ছবি দ্বারা সমাজকে বোঝাতে চাচ্ছে যে, "আপনারা হজ্বের বিরোধিতা করুন।" -এছাড়া আর কিছুই না।
এ সব ভন্ডদের যারা বিশ্বাস করবে ও এদের খপ্পরে যারা পড়বে তারা এদের দ্বারা কত ভাবে পরাজিত হবেন তা একটু চিন্তা করলেই যে কেউ বুঝতে পারবেন।

সৌদিতে ব্যাপক প্রান হানিতে আমরা শোকাহত কিন্তু তাই বলে কি আমরা হজ্বের বিরোধিতা করবো? কখনোই না।

আমরা হজ্ব করতে যাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু কোন দূর্ঘটনা বা নিরাপত্তাজনিত কারনে যদি আমারা নামাজ, রোজা, হজ্ব বন্ধ করে দি, আল্লাহর পথ থেকে সরে আসি তবে আমাদেরকে মুসলমান খাতা থেকে নামটা কেটে দেওয়াই উত্তম!!!

এই ভূয়া ছবিটি দেখে যারা বিভ্রান্তি হয়েছেন তারা পরবর্তিতে সতর্ক থাকবেন এই সব ভন্ডদের কার্যক্রম থেকে। -ধন্যবাদ সবাইকে

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

ইমরান আশফাক বলেছেন: আমার ও সন্দেহ হয়েছিলো প্রথমে, আপনার পোস্ট দেখে নিশ্চিত হলাম। এদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া উচিত।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

সাইফুল১৩৪০৫ বলেছেন: Nice post for public awareness.

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

মোস্তাক_আহম্মদ বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য। বর্তমান জামারাহ্‌র ছবি এটা নয়। ৫৭ ধারায় তার নামে মামলা হবেনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.