নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

ঝিনাইদহ জেলার কালীগন্জে ৭বছরের শিশু সজিবের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনলো পুলিশ। ঘুষখোর, মাতাল, লম্পট, দুর্নিতীবাজ লোকদের হাতে আইন/হ্মমতা চলে গেলে মানুষ তাদের কাছ থেকে কি আশা করবে?? এই সব পুলিশ দেশ ও সমাজের জন্য কলঙ্ক ও অভিশাপ।  

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১


এবার ঝিনাইদহ জেলার কালীগন্জে ৭বছরের শিশু সজিবের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনলো পুলিশ।


ভাবতে অবাক লাগে এরা কি যোগ্যতা বলে পুলিশ হয়েছে। ৭বছরের একটা পিচ্চি বালক; তার তো ধর্ষন শব্দের অর্থই জানার কথা না...... আর তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা....
কত বড় মাতাল পুলিশ হলে এমন কাজ করতে পারে একবার ভাবুন তো.....।

কিছুদিন আগে আরো অবাক হয়েছিলাম, "সব কিছু জানার পরও চট্রগ্রামে এক মেয়ের ধর্ষনের অভিযোগ তার আপন ভাইয়ের বিরুদ্ধে করেছিলো এই পুলিশ এবং ছেলেটিকে কারেন্ট শর্ট দিয়ে সাদা কাগজে টিপ সই পর্যন্ত দিতে বাধ্য করে এই পুলিশ।

এছাড়া ছেলের সামনে মাকে বিবস্ত্র করার প্রতিবাদ মিছিলে টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিন জন প্রানও দিয়েছিলো।
সব মিলিয়ে পুলিশের জন্য ধর্ষকদের পহ্ম থেকে বড় রকমের একটা বাহবা তো দিতেই পারি।

ঘুষখোর, মাতাল, লম্পট, দুর্নিতীবাজ লোকদের হাতে আইন/হ্মমতা চলে গেলে মানুষ তাদের কাছ থেকে কি আশা করবে?? 
সত্যকে মিথ্যা বানানো যে কত সহজ তা এই পুলিশ বাহিনীর করে দেখাতে এক সেকেন্ডও টাইম লাগে না। এই সব পুলিশ দেশ ও সমাজের জন্য কলঙ্ক ও অভিশাপ। এরা এমন এমন ঘটনার জন্ম দেই যা ভাবতে গেলে মাথার তার ছিড়ে যাই।
.....
এই পুলিশদের ঠিক কি বলা উচিৎ তার ভাষাও আমার জানা নেই। হয়ত এই পুলিশ গুলো তাদের মা বোনকে কিংবা ৭বছরের শিশুদের ধর্ষন করে অভ্যস্থ ছিল আর তাই হয়ত একজন ভাইকে কিংবা ৭বছরের একটা বাচ্চাকে এমন জঘন্য অপবাদ দিতে তাদের বিবেকে একটুও নাড়া দেই না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:

ঝিনাইদহ, সাতক্ষিরা? দুস্ট মানুষ বেশী ঐদিকে

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

ক্যাকটাস বলেছেন: চাঁদগাজী ভাই, দুষ্ট লোক এখন সারা দেশজুড়ে। যুদ্ধরত জাতির সমালোচক এর বাসা কি কালীগন্জ এ?

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯

যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: না

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

তদন্তকারী বলেছেন: খবরের লিংক থাকলে দেন।

ধরুন, ‘খ’ আপনাকে কিছু বলল ‘গ’ এর নামে। উদাহরণত, 'খ' বলল যে, 'গ' এর এইডস আছে। এমতাবস্থায় আপনি কি করবেন? (নিজের মত প্রদান করবেন, পাশাপাশি উত্তর প্রদানের সময় নিচের দফাসমূহ উল্লেখ করুন।)
অ) ‘খ’ এর কথা ধরে ‘গ’ কে তামাশা করা শুরু করবেন। ‘খ’ এর কথা মেনে ‘গ’ এর ব্যাপারে অপরদের নিকট প্রচার করবেন।
আ) ‘খ’ কে প্রমান করতে বলবেন। 'খ' ব্যর্থ হলে ‘খ’ থেকে দূরে থাকবেন এজন্য যে সে কোন তথ্য প্রমান ব্যতীত আরেকজনের সম্মান নষ্ট করতে চেয়েছে এবং আপনার নামেও করতে পারে। কিংবা ‘খ’ এর বন্ধুত্ব চালিয়ে যাবেন এ আশায় যে ‘খ’ আপনার সাথে এরকম কিছু করবে না।
ই) ‘গ’ এর সাথে তথ্যের সত্যতা নির্নয়ের জন্য এ বিষয়ে আলোচনা করতে যাবেন। ‘গ’ সামনে প্রসঙ্গটি তুলবেন এবং 'গ' কোন উত্তর না দিলে সেটির কি অর্থ বের করবেনঃ
(ইঅ) ‘গ’ স্বীকার করছে।
(ইআ) ‘গ’ এ বিষয়ে আলোচনায় আগ্রহী নন। (ইঙ্গিতঃ কে আপনাকে ‘গ’ এর ব্যাপারে কি বলেছে, এজন্য ‘গ’ কেন আপনার সাথে সে বিষয়ে আলোচনা করতে যাবে?)
ঈ) 'খ' এবং 'গ' এর প্রতি আপনার ভবিষ্যত আচরন কেমন হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.