নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরে আদম

রুয়েটিয়ান,ভাল সবকিছুর সাথে থাকতে চাই সবসময়।

নূরে আদম › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী স্নিগ্ধতা

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

ঈদ বা পহেলা বৈশাখে সব নারীকেই জ্বালাময়ী সুন্দরী লাগে, চড়া মেকআপের কথা বলছিনা, এইসব উৎসবের দিনগুলিতে নারীদের ভেতর থেকে অদ্ভুত এক খুশির আলোকরশ্মি বের হয়, এই খুশিটাই তাদের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ ।বাড়ির পাশের যে মেয়েটির দিকে সচেতনভাবে দৃষ্টি ফেলিনি কোনোদিন তাকেও মুগ্ধ হয়ে দেখি ।অচেনা অদেখা অজানা কোনও রমণীর জন্যেও এসব দিনগুলিতে বুকের বামপাশে কেমন একটা চিনচিন করে, ক্ষুধা মন্দা শুরু হয়, বঙ্গদেশের সব রমণীকেই একইসাথে ভালোবাসতে ইচ্ছে করে ।এ ঠিক প্রেম গোছের কিছু নয়, বলেও সেভাবে বোঝানো মুশকিল, পোলাপাইন হুট করে লুল ভেবে বসতে পারে!



আমি সে কারণে আমার প্রথম যৌবন থেকে আজ অবধি বিশেষ দিবস টিবসে বের হইনা, ঘর বাড়ি চৌকি দেই, ঘরকন্যার কাজ করি ।আমার হার্ট সবল নয়, ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আমি মুগ্ধ হয়ে বেশিক্ষণ উপভোগ করতে পারিনা, ধরতে ইচ্ছে করে, পেতে ইচ্ছে করে, আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।



মনকে শান্তনা দিয়ে ঘরবন্দি বা নজরবন্দি করে রাখি ,বলি- সব সৌন্দর্য আমার জন্য নয় ।বৈশাখ আসলে আমার জন্য নয়, আমিও আসলে বৈশাখের জন্য নই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

তরুন বলেছেন: ;)

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩

নূরে আদম বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.