নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরে আদম

রুয়েটিয়ান,ভাল সবকিছুর সাথে থাকতে চাই সবসময়।

নূরে আদম › বিস্তারিত পোস্টঃ

বয়স

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

বয়স বাড়লে অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়, চোখের জল কুমে আসে, ছোটখাট ঘটনায় অভিমান হয়, অকারণে মন খারাপ হয়, এটা সেটা খেতে ইচ্ছে করে, কথা বলার প্রবণতা বৃদ্ধি পায়, কেউ শুনছেনা জেনেও কথা বলে যেতে হয়! খুব ইচ্ছে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে, বলতে ইচ্ছে করে এই জগত সংসারে আমিও ছিলাম, সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডরে বাঁধা ঝুলনা...



বয়স বাড়লে বাঁচতে ইচ্ছে করে, হাঁটতে ইচ্ছে করে, সাতরাতে ইচ্ছে করে, দৌড়াতে ইচ্ছে করে, অচেনা কোনও গন্তব্য টানতে থাকে! বয়স বাড়লে ঘুম কমতে থাকে, আল্লাদ বাড়তে থাকে, ফেলে আসা নষ্ট হওয়া যৌবনের সুখ স্মৃতি জাবর কাটতে ভালোলাগে, পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়...



বয়স বাড়লে চোখের জ্যোতি কমে, মনের জ্যোতি বাড়ে, মনচোখ দিয়ে দেখা যায় ছেড়ে আসা আঙ্গুল, ফেলে আসা প্রেম, ভুলে যাওয়া গান, প্রায় ভুলতে বসা কষ্ট পুনরায় ফিরে আসে দল বেঁধে! কতো কি মনে পড়ে যায়, তুমি কি কেবলি ছবি শুধু পটে আঁকা...



বয়স বাড়লে ভাঙ্গামনটা 'বোঝা' হয়ে যায়, সকলের ঋনটা শোধ করে দিতে হয়, হঠাৎ একদিন ছবি হয়ে যেতে হয়, তুমি নির্মল কর মঙ্গলও পরে মলিনও মর্ম মুছায়ে...



আমার বয়স বাড়ছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.