নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরে আদম

রুয়েটিয়ান,ভাল সবকিছুর সাথে থাকতে চাই সবসময়।

নূরে আদম › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যবঞ্চিত নেদারল্যান্ডস

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৩০

নেদারল্যান্ডসকে যদি আপনারা লাকি বলেন হলে আমি বলবো এইটুকু লাক তারা ডিজার্ভ করে।১৯৭৮ সালে ব্যাপক দুর্নীতিগ্রস্ত ওয়ার্ল্ড কাপে স্বাগতিক আর্জেন্টিনার কাছে হারে তারা ফাইনালে।১৯৭৪ সালে ফাইনাল হারে আরেক স্বাগতিক পশ্চিম জার্মানীর কাছে।অথচ ক্রুইফ,খুলিতেরদল টুর্নামেন্টজুড়েই ছিল সেরা দল।২০১০ সালে বাতিকগ্রস্ত রেফারি হাওয়ার্ড ওয়েবের ১৭ টি কার্ডের খাড়ায় পড়ে ফাইনালে হারতে হয় তাদের।২০১৪ সালের বিশ্বকাপেই দেখুন পরপর তিনটি ম্যাচ ডাচদের খেলতে হল পোর্টালেজার প্রচন্ড গরমে।গত চার দশকে ব্রাজিল আর জার্মানী বাদে এই দলটিই সেরা ছিল।বিশ্ব বিজয়িদের সাথে সাথে থাকে।বিজয়ীদের অনেক ভক্ত,অনেক ফ্যান ফলোয়ার।আমার বরং ভাগ্যবঞ্চিত এই ডাচ দলটাকেই ভাল লাগে।ঐ নেড়ামাথার খলনায়ক রবেনকেই সেরা খেলোয়াড় মনে হয়,কিছুই না জেতা ফন পার্সিকে ডাচ রাজপুত্র মনে হয়।আমার ঐ কমলা রঙধারীদের ভাল লাগে যারা শুধু কোনো শিরোপা পায়নি কিন্তু অনেক শিরোপাধারীদের চেয়ে ফুটবলকে ঢের বেশী দিয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:৩০

সচেতনহ্যাপী বলেছেন: জটাধারী গুলিতের কথা মনে পরে গেল।

২| ০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৪:২১

রিফাত হোসেন বলেছেন: Lol
east or west , argentina is da best !

Shokti ar ovinoy dia khala hoy na!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.