নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Peace comes from within. Do not seek it without.” ― Gautama Buddha

আলোর_পথিক

এখন সময় এসেছে না বলা কথা গুলো বলে বধীর মানুষের বধীরতা ঘোঁচানো, এখন সময় এসেছে আলোর বাঁধ ভাঙ্গার। যে আলোয় অন্ধকারগামী মানুষ চলতে শিখবে। আমি ভীতু, আমার গলার স্বরও নরম। আমি বলতে সাহস করবনা বললেও কেউ শুনতে পাবেনা। যাদের সাহস আছে, যাদের গলা উঁচু আছে তাদেরকে সমবেত স্বরে বলতে হবে। আলোর বাঁধ ভেঙ্গে দাও! অন্ধকারকে হটাও!

আলোর_পথিক › বিস্তারিত পোস্টঃ

--মৃত্যুর স্বপ্নই কেবল আমাকে বাঁচিয়ে রাখে--

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

এদেশের পঁচা রাজনীতি আমাকে এতটাই ব্যথিত করে যে, আমি কখনও ভোটের মাঠে যায়না। কারণ আমি চাইনা যে আমার প্রত্যক্ষ সমর্থনে এমন একজন মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত হোক যিনি এদেশের অতি সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করবেন। আবার আমি ঐ প্রকৃতির ভাল মানুষও নই যে আমাকে কেউ কষ্ট দিলে আমি তাকে ভালবাসব। সেই হিসাবে এদেশের রাজনীতিবীদদের ঘৃণাই করি!
আবার যেহেুত সাধারণ জনগণ দশকের পর দশক তাদের সাথে যারা প্রতারণা করে আসছে ঘুরে-ফিরেই তাদেরকেই আবার প্রতারণার নতুন ফাঁদ তৈরীর সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সেহেতু আমি সেই জনগণকেও ভালবাসিনা।
এদেশের ব্যবসায়ী যারা ব্যবসায়ীক কারণে প্রতিনিয়ত সহস্র মিথ্যা কথা বলে সকলকে ঠকাচ্ছেন। এমনকি তাদের ঠগবাজীটা এতটাই ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে যে, আপনার সামনেই এইরকম অবস্থার অবতারণা হয়েছে যে, আপনি বুঝতে পারছেন আপনাকে ঠকানো হচ্ছে; তারপরও আপনি ঠকতে বাধ্য হচ্ছেন। যারা সাধারণ মানুষকে এইভাবে অসহায় করে তুলেছে আমি তাদেরকে অবশ্যই ঘৃণা করি। বরং যারা এদেশে সুদ ব্যবসায়ের সাথে জড়িতে তারা ব্যবসায়ীদের চেয়ে হাজারগুণ ভাল। সুতরাং আমি চরমভাবে এদেশের ব্যবসায়ীদেরকেও ঘৃণা করি!
আপনি যদি এইরকম পরিস্থিতিতে পড়েন যে, আপনার কলিজারটুকরাসম শিশু সন্তানটি চরম অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং আপনার এই দু:সহ অসহায় অবস্থা দেখে রিক্সা-চালক তার ভাড়া দুইগুণ বাড়িয়ে দিচ্ছে এবং শুধু তাই নয় রিক্সাচালক অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল হিসাবে ইচ্ছা করে দেরী করে আপনাকে অসহায়ের ঐ অবস্থায় নিয়ে যেতে চাইছে, যে অবস্থায় গেলে আপনি তাকে যে কোন পরিমাণ ভাড়া দিতে বাধ্য হবেন এবং তা দিচ্ছেনও। আমি এহেন সুযোগ সন্ধানী দরীদ্র মানুষগুলোকেও ঘৃণা করি! .
এদেশের ডাক্তার যাদের কাছে মানুষ ভাল থাকতে নয় শুধু বাঁচতে যায়। এইরকম মরণাপন্ন মানুষের কাছ থেকে তারা রোগ নির্ণয়ের নামে, তাদের রোগ নির্ণয় খরচের বিরাট একটি অংশ কমিশন নিয়ে থাকে। আমি এইরকম ডাক্তারকেও খুব ঘৃণা করি!
তথাকথিত নির্ঝাঞ্জাট মানুষ যারা হাজারটা মিথ্যা বলতে দ্বিধাবোধ করেন না বা মিথ্যা বলে প্রতারণার ফাঁদে ফেলতে সক্ষম মানুষগুলোকে ‘চালাক’ বলে প্রশংসা করে কিন্তু প্রেমিককে বুকে জড়িয়ে ধরে আদর করাকে সমালোচনা করে আমি ঐসব ভালো মানুষগুলোকেও ঘৃণা করি!
এদেশের ডাক্তার ইমাম, শিক্ষক, ছাত্র, কৃষক সকলকেই আমি ঘৃণা করি। এমনকি নানান কারণে আমি আমাকেও ঘৃণা করি। বোধহয় এই দেশের প্রতি আমার কোন প্রেম নেই মানে আমার কোন দেশপ্রেম নেই। অবশ্যই দেশপ্রেম বলতে কি বোঝায় আমি অবশ্যই বুঝিওনা। তাই দেশেই বেঁচে থাকতে হবে সেটাও আমার কাঁছে কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়।
তবে এদেশের মাঠ, মাঠের মাটির গন্ধ; এদেশের আকাশ, আকাশের কোল জুড়ে অহর্নিশি জেগে থাকা তারকারাজি; এদেশের মেঘ, মেঘের বুক থেকে বেরিয়ে আসা শব্দ; এদেশের জোছনা, জোছনার রং; এদেশের বৃষ্টি, অন্ধকারের গাঁয়ে লেগে থাকার বৃষ্টির দাগ; এখানকার নদী, নদীর কোল জুড়ে থাকা সবুজ ঘাস; এদেশের নারী, নারীর কপালে সেটে থাকা চোখ আমাকে হাজার বছর বেঁচে থাকতে তাগিদ সৃষ্টি করে।
আর আমি যাদেরকে অনেক অনেক ভালবাসি তারা সবাই এই মাটিতে জেগে আছে বা ঘুমিয়ে আছে। আমি এই ভালবাসার প্রত্যক্ষ বা পরোক্ষ স্পর্শ থেকে কখনও বঞ্চিত হতে চাইনা! আমি কখনও চাইনা আমার মৃত্যু এই ভুখন্ডের বাইরে হোক।

সুতরাং এই দেশের মাটির গন্ধ, মেঘের শব্দ, জোছনার রং, বৃষ্টির দাগ অত:পর এই মাঝে মৃত্যু! সেই মৃত্যুর স্বপ্নই কেবল আমাকে বাঁচিয়ে রাখে! আমি সেই মৃত্যুর জন্যই বাঁচতে চাই! এদেশের পঁচা রাজনীতি আমাকে এতটাই ব্যথিত করে যে, আমি কখনও ভোটের মাঠে যায়না। কারণ আমি চাইনা যে আমার প্রত্যক্ষ সমর্থনে এমন একজন মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত হোক যিনি এদেশের অতি সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করবেন। আবার আমি ঐ প্রকৃতির ভাল মানুষও নই যে আমাকে কেউ কষ্ট দিলে আমি তাকে ভালবাসব। সেই হিসাবে এদেশের রাজনীতিবীদদের ঘৃণাই করি!
আবার যেহেুত সাধারণ জনগণ দশকের পর দশক তাদের সাথে যারা প্রতারণা করে আসছে ঘুরে-ফিরেই তাদেরকেই আবার প্রতারণার নতুন ফাঁদ তৈরীর সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সেহেতু আমি সেই জনগণকেও ভালবাসিনা।
এদেশের ব্যবসায়ী যারা ব্যবসায়ীক কারণে প্রতিনিয়ত সহস্র মিথ্যা কথা বলে সকলকে ঠকাচ্ছেন। এমনকি তাদের ঠগবাজীটা এতটাই ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে যে, আপনার সামনেই এইরকম অবস্থার অবতারণা হয়েছে যে, আপনি বুঝতে পারছেন আপনাকে ঠকানো হচ্ছে; তারপরও আপনি ঠকতে বাধ্য হচ্ছেন। যারা সাধারণ মানুষকে এইভাবে অসহায় করে তুলেছে আমি তাদেরকে অবশ্যই ঘৃণা করি। বরং যারা এদেশে সুদ ব্যবসায়ের সাথে জড়িতে তারা ব্যবসায়ীদের চেয়ে হাজারগুণ ভাল। সুতরাং আমি চরমভাবে এদেশের ব্যবসায়ীদেরকেও ঘৃণা করি!
আপনি যদি এইরকম পরিস্থিতিতে পড়েন যে, আপনার কলিজারটুকরাসম শিশু সন্তানটি চরম অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং আপনার এই দু:সহ অসহায় অবস্থা দেখে রিক্সা-চালক তার ভাড়া দুইগুণ বাড়িয়ে দিচ্ছে এবং শুধু তাই নয় রিক্সাচালক অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল হিসাবে ইচ্ছা করে দেরী করে আপনাকে অসহায়ের ঐ অবস্থায় নিয়ে যেতে চাইছে, যে অবস্থায় গেলে আপনি তাকে যে কোন পরিমাণ ভাড়া দিতে বাধ্য হবেন এবং তা দিচ্ছেনও। আমি এহেন সুযোগ সন্ধানী দরীদ্র মানুষগুলোকেও ঘৃণা করি! .
এদেশের ডাক্তার যাদের কাছে মানুষ ভাল থাকতে নয় শুধু বাঁচতে যায়। এইরকম মরণাপন্ন মানুষের কাছ থেকে তারা রোগ নির্ণয়ের নামে, তাদের রোগ নির্ণয় খরচের বিরাট একটি অংশ কমিশন নিয়ে থাকে। আমি এইরকম ডাক্তারকেও খুব ঘৃণা করি!
তথাকথিত নির্ঝাঞ্জাট মানুষ যারা হাজারটা মিথ্যা বলতে দ্বিধাবোধ করেন না বা মিথ্যা বলে প্রতারণার ফাঁদে ফেলতে সক্ষম মানুষগুলোকে ‘চালাক’ বলে প্রশংসা করে কিন্তু প্রেমিককে বুকে জড়িয়ে ধরে আদর করাকে সমালোচনা করে আমি ঐসব ভালো মানুষগুলোকেও ঘৃণা করি!
এদেশের ডাক্তার ইমাম, শিক্ষক, ছাত্র, কৃষক সকলকেই আমি ঘৃণা করি। এমনকি নানান কারণে আমি আমাকেও ঘৃণা করি। বোধহয় এই দেশের প্রতি আমার কোন প্রেম নেই মানে আমার কোন দেশপ্রেম নেই। অবশ্যই দেশপ্রেম বলতে কি বোঝায় আমি অবশ্যই বুঝিওনা। তাই দেশেই বেঁচে থাকতে হবে সেটাও আমার কাঁছে কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়।
তবে এদেশের মাঠ, মাঠের মাটির গন্ধ; এদেশের আকাশ, আকাশের কোল জুড়ে অহর্নিশি জেগে থাকা তারকারাজি; এদেশের মেঘ, মেঘের বুক থেকে বেরিয়ে আসা শব্দ; এদেশের জোছনা, জোছনার রং; এদেশের বৃষ্টি, অন্ধকারের গাঁয়ে লেগে থাকার বৃষ্টির দাগ; এখানকার নদী, নদীর কোল জুড়ে থাকা সবুজ ঘাস; এদেশের নারী, নারীর কপালে সেটে থাকা চোখ আমাকে হাজার বছর বেঁচে থাকতে তাগিদ সৃষ্টি করে।
আর আমি যাদেরকে অনেক অনেক ভালবাসি তারা সবাই এই মাটিতে জেগে আছে বা ঘুমিয়ে আছে। আমি এই ভালবাসার প্রত্যক্ষ বা পরোক্ষ স্পর্শ থেকে কখনও বঞ্চিত হতে চাইনা! আমি কখনও চাইনা আমার মৃত্যু এই ভুখন্ডের বাইরে হোক।

সুতরাং এই দেশের মাটির গন্ধ, মেঘের শব্দ, জোছনার রং, বৃষ্টির দাগ অত:পর এই মাঝে মৃত্যু! সেই মৃত্যুর স্বপ্নই কেবল আমাকে বাঁচিয়ে রাখে! আমি সেই মৃত্যুর জন্যই বাঁচতে চাই!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সময় বদলে যায় জীবনের সাথে --

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

আলোর_পথিক বলেছেন: জীবনটাও বদলে যায় সময়ের সাথে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.