নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আমি এবং কিছু স্বপ্ন...

অসাধারণ হওয়ার চেষ্টায় আছি ...

দেবাশীষ চৌধুরী দেব

যেন বাক্সে বাঁধা জীবন ও সময়। বাক্সের ভাঁজে ভাঁজে ঘুরে ফিরে আসে আশা, আকাঙ্খা আর স্বপ্ন। জীবনের প্রয়োজনে ব্যাস্ত আমরা যে যার মত। হয়না নিজের মত করে বাঁচা। বুঝে উঠার আগেই হরিয়ে ফেলি ইচ্ছে ঘুড়ির নাটাই। কিন্তু আয়ু কি অফুরন্ত??? ফিরে যেতে চাই শৈশবের সোনাঝরা দিন গুলোতে। বাঁচতে চাই নিজের মত করে......

দেবাশীষ চৌধুরী দেব › বিস্তারিত পোস্টঃ

আমি মুক্তি চাই

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

আমি মুক্তি চাই-

বিদগ্ধ নগরের জলন্ত ভষ্ম থেকেদ

আমি মুক্তি চাই ।

অশান্ত সভ্যতার বুকে শান্তিতো

দূলর্ভ সংগ্রহ মাত্র, আর

স্বপ্নচারী মনের গহীনের সংগ্রহ শালাটিও

যেন ঘুনে ধরা । অযত্ন আর

অবহেলা তাতে সুস্পষ্ট ।

আটপৌরে জীবনে সুখ-স্বপ্নদেখাটা

দুঃস্বপ্নের কালো আধারে লীন হয়েছে ।

জীবন-ঘুড়ির নাটাইটা এখন আর হাতে নেই,

সেই ঘুড়িটাও অশান্ত গোৎ দিতে দিতে নীল

আকাশে হারাবে ঠিক নেই ।

স্মৃতির ক্যানভাসটাও ধুলোয় মোড়ানো,

বাস্তবের নির্দয় আঘাতে বিচূর্ণ

হয়েছে আবেগের রঙিন কাচগুলো ।

রূগ্ন সভ্যতায় আমি পারিনা

সুখের নির্লিপ্ত অভিনয় করতে ।

তাই স্বপ্নহীন ধূসর যান্ত্রিক সভ্যতা থেকে

আমি মুক্তি চাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.