নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আমি এবং কিছু স্বপ্ন...

অসাধারণ হওয়ার চেষ্টায় আছি ...

দেবাশীষ চৌধুরী দেব

যেন বাক্সে বাঁধা জীবন ও সময়। বাক্সের ভাঁজে ভাঁজে ঘুরে ফিরে আসে আশা, আকাঙ্খা আর স্বপ্ন। জীবনের প্রয়োজনে ব্যাস্ত আমরা যে যার মত। হয়না নিজের মত করে বাঁচা। বুঝে উঠার আগেই হরিয়ে ফেলি ইচ্ছে ঘুড়ির নাটাই। কিন্তু আয়ু কি অফুরন্ত??? ফিরে যেতে চাই শৈশবের সোনাঝরা দিন গুলোতে। বাঁচতে চাই নিজের মত করে......

দেবাশীষ চৌধুরী দেব › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন দোস্ত।

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

ছেলেটার সাথে ঘনিষ্ঠতা থার্ড ইয়ারে এসে। না, বাইরের কেউ ছিল না ও। এক ই ব্যাচে থেকে দুই থেকে আড়াই বছর কাটালেও সম্পর্কটা 'হাই-হ্যালোতেই' ছিল।



থার্ড ইয়ারের শুরু থেকেই দেখলাম, ছেলেটা আমাদের চার জনের গ্রুপের পঞ্চমজন হয়ে যায়গা করে নিচ্ছে। কিছুদিন পরেই এই ৫জন ক্যাম্পাসে 'সরকারী দল' হিসাবে পরিচিতি পেয়ে গেল। আর এই এক-দেড় বছরেই ছেলেটাও আমাদের হৃদয়ের অংশ হয়ে গেল।





আজ সেই ছেলেটার (আমাদের জুয়েলের/টেকুর) জন্মদিন। শুভ জন্মদিন দোস্ত। অনেক অনেক ভালো থাকিস, সবসময়।



পূনশ্চঃ নিচের কয়েকটা লাইন কপি করে বসানো। 'সুনিল সমুদ্রের' কবিতাটা, দোস্ত তোর জন্য...



"কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-

অশেষ শুভেচ্ছা বিলানো সেই

অপরূপ হৃদয়ের

অপূর্ব উণ্মেষ দিনে।



কোন ফুলই যথার্থ নয়-

তার শব্দমালার সুষমা ছাড়িয়ে

এতোটুকু অধিক-সুগন্ধী ছড়াতে।



কোন মাল্যই পারেনা ভরাতে

তার সীমাহীন সক্ষমতার

সুধাময় সেই এক

স্বয়ম্ভর সাজি।



আজ তাই-

শুধু মেঘের সীমান্তে পাঠিয়ে দেওয়া যায় এক চিঠি



প্রার্থনা করা যায়-

অতঃপর সেই বৃষ্টিই নামুক অবিরাম

আগামীর অনাগত দিনে-"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.