নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

চতুষ্কোন

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭



হয়তো কোন একদিন,
তারেকও হাস্য-রসময় কথা বলা শিখে যাবে
বলবে হেসে হেসে, আরে ভাই!
সব কি আপনে একাই পারেন,
আমরাও পারি! ভেতরের চেতনা জাগাতে না পারলে কি হবে!
সেই দিন কি আর আছে
ডিজিটাল যুগ, বই খাতায় জীবন ডুবি
কোলাহলে না হয় একটু দম ফেলি।
মানায়া নিয়েন একই রকম মজা হবে।।

কোন দিন হয়তো,
জোবায়ের পরিবর্তন হয়ে যাবে
যন্ত্রমানবের মত চলাফেরা ওপর পৃষ্ঠায়
ভাজ করে রাখবে!
পরিপূর্ণ অচেনা এক মানুষের মত
সামনে দাড়িয়ে বলবে; রোবট মানুষের পরিসমাপ্তি,
দুনিয়া সকল মিষ্টির গোলা, কথার সিরায় ভিজবে চিড়া!
আপনে একদিন দেখে নিয়েন, মজা হবে চতুষ্কোন।।

কোন একদিন হয়তো,
আরে না; রুমা তো অনেক ডানপিটে
তীক্ষ্নতর হাসি মুখ
সে তো বটেই, হাস্যরস বোধ সবই তো পূর্ণ মাত্রায়!
শনেছি, সুন্দরী মেয়েরা একটু বোকা হয়,
এত বুদ্ধি সুদ্ধি দিয়ে কি হবে?!
কথার বুলিতে বলবে; রাখেন তো ভাই ভোগাস আলাপ
হাসিতেই পুরো বিশ্ব জয়!
অক্সিজেন তো কবেই আবিষ্কার হইছে
কাচ্চি না হয় হাত দিয়েই খাবো! যেটাই হোক
বিল কিন্তু সবার সমান ভাগ,
আরে ভাই, মজা তো সব মুঠোবন্দী করি
পরে না হয় ভাগাভাগি করবো, দুর্দান্ত হবে সব মজার প্রহর।।

হয়তো এরপর;
এই যে ধ্রুবক আলোর অবশিষ্ট আমি,
সেকেলে মানুষই রয়ে যাবো, একা!
হয়তো কোনদিন অভিজাত কোন ফ্রেমে জীবন বাধাবো,
পাবলিক লাইব্রেরীর ধুলো জমা পাতায় বেচে থাকবো!
নয়তো কোন ফকফকে আলোর দেশে
সবুজের বুকে বিলীন হয়ে যাবো!!!



তারেক, জোবায়ের, রুমা তিনজনেরই একই প্রশ্ন ; ভাই আপনি কিভাবে এতো মজা করে কথা বলতে পারেন এতো ব্যস্ততা, ক্লান্তির পরেও! বেশির ভাগ সময় তারেক কৌতুহলে বলে; ভাই আমি যদি আপনার মতো মজার হাস্যরস বোধ কথা বলতে পারতাম!! আমি তাকে বুঝাই; ভাই আপনিও পারবেন, সবাই পারবেন একদিন...


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়লাম, গভীর কিছু রহস্য লুকিয়ে আছে! B-)

আবার পড়া হবে আগামীকাল আরেক বার!

১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

ধ্রুবক আলো বলেছেন: ওহে শাহরিয়ার ভাই
তেমন কোন রহস্য লুকিয়ে নাই

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
মানায়া< মানিয়ে নিয়েন
মনে হয় এই কথা লিখলে ভালো লাগতো।তবে কবির ইচ্ছা।

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথা ঠিক আছে ভাই,,

কিন্তু যেটা লিখছি সেটা ওই অবস্থার উপর ভিত্তি করে বলছি! তাইই....
অসংখ্য ধন্যবাদ ভাই...

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
রহস্য কি তা আমার মনে মধ্যে রেখে দিলাম ।

খুব সুন্দর লিখেছেন ।

++++

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই.,, শুভ কামনা জানবেন
কিছু জিনিস থাকাই ভালো, তাই না?

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

শাব্দিক হিমু বলেছেন: কবিতায় ভালো লাগা।

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই.,,,
শুভ কামনা জানবেন

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ধ্রুবক আলো বলেছেন: অরুনি মায়া আপু,, আপনাকে অজস্র ধন্যবাদ....
আমার শুভ কামনা গ্রহন করবেন.,,,,,

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
সবকিছু রহস্য হল সৌন্দর্যের প্রতীক ।
সবকিছুতে রহস্য থাকা ভালো.................... B-)

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৬

ধ্রুবক আলো বলেছেন: আবারও পড়ে আবারও কমেন্ট করেছেন., কৃতজ্ঞ রইলাম।

কথা টা দারুন বলছেন, রহস্য থাকা ভালো......

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটা ভাল লেগেছে, অন্যত্র কিছুটা দুর্বোধ্যতা রয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ধ্রুবক আলো বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম,, অজস্র ধন্যবাদ....
কৃতজ্ঞ রইলাম....

লেখাটায় আমি সহ তিনজন কে নিয়ে মনের একটা অভিব্যাক্তি প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র। একটা কল্পনা থেকে লেখাটা এসেছে যদি কোনদিন রকম ঘটে আর আমি যদি কোথাও বিলিন হয়ে যাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.