নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

"মুঠো মুঠো স্বাধীনতা"

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৬



কোথায় রে তোরা
মুক্তি তরঙ্গের দল, স্বাধীনতার সূর্যোদয়
বিজয়ের ধ্বনি শোনা যায়
ওই সুদূরে
কোথায় বিজয় ধ্বনি! এতো মায়ের ডাক
শুনিস নি, ওই তো ডাকছে
বাংলা মা।
ধানের ক্ষেতে, শস্য শ্যামলা বাতাসে
শিশির ভেজা মেঠো পথে
ঘরের চালে বৃষ্টির টুপটুপ শব্দে
গাছের ছায়ায়, কি মায়ায়
শুনিস নি তোরা কেউ!
স্বাধীনতার সুর
ওই তো মুক্তির পথ, ঘরে আয়,
স্বাধীনতা নিয়ে আয়,
মুঠো মুঠো স্বাধীনতা,
মায়ের মুখের ক্রন্দন হাসি।
ফিরিয়ে আন, ছিনিয়ে আন, মুক্তি
বিজয়ের ডাক শুনিস নি!

সালাম, রফিক , জব্বার, বরকত
বাংলা মায়ের দামাল সামাল সন্তানেরা
জয়ধ্বনি গাইছে, স্বাধীনের দেশে
কান পেতে থাক
শুনতে পাবি বিজয়ের গান।

স্লোগানের ডাক, কাঁধে যুদ্ধ
রক্ত ঝরা স্রোত, মাথায় পতাকা
বিজয়ের পতাকা! কে নিবে আয় কে নিবি
দিয়ে দিব সব ভালোবাসা
মায়ের আদরের, দিয়ে দিবো সব ফুল
কেড়ে নেবো বিজয়, মুক্তি, স্বাধীনতা !!
বিজয়ের ধ্বনি শোনা যায়,
কান পেতে রই, দূরে কেউ
বিজয়ের মিছিল নিয়ে আসছে,
ফিরিয়ে দে মুঠো মুঠো স্বাধীনতা
ফিরিয়েই দে।
.
দেব না হারিয়ে যেতে
দাম দিয়ে কিনেছি এই স্বাধীনতা।

গাজীপুর, মার্চ ০৭, ২০১৭
স্বর্বসত্ব সংরক্ষিত


পাদটিকা- শেষের পংক্তি 'দাম দিয়ে কিনেছি এই স্বাধীনতা' এই পংক্তি টুকু প্রয়াত সংগীত শিল্পী সর্ব শ্রদ্ধেয় আব্দুল লতিফের লেখা ও গাওয়া গান 'দাম দিয়ে কিনেছি এই বাংলা' থেকে নিয়েছি। এই গানটা আমার প্রিয় গানের একটি।

ছবি:- গুগল।

মন্তব্য ৩১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৭

ধ্রুবক আলো বলেছেন: লেখায় টাইপো বা ভুল থাকলে মার্জনা করবেন।

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, পাঠ ও মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম প্লাসে খুব প্রীত হলাম।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।

৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!:)


তবে রিপিট হয়েছে, এডিট করে নেন!:)

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম, প্লাসে প্রীত হলাম।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

এই রিপিট হওয়ার ব্যাপারটা কোনোমতেই মাথায় ঢুকলনা! এক্ষুনি এডিট করে দিচ্ছি।

৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৬

আছির মাহমুদ বলেছেন: মুঠো মুঠো স্বপ্ন দিয়ে গড়া
আমাদের মুঠো মুঠো স্বাধীনতা....

অনেক শুভেচ্ছা!

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৬

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।
পাঠদান ও সুন্দর মন্তব্যে খুব প্রীত হলাম। শুভ কামনা রইলো।

৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন +++

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

ধ্রুবক আলো বলেছেন: প্লাসে খুব অনুপ্রাণিত হলাম ভাই।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।

৬| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে গেলাম, কবিতায় ভালোলাগা।

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও ভাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
কবিতা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা রইলো, আপনার ঘুরাঘুড়ির জীবন আরও রঙ্গীন হোক।

৭| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৯

ধ্রুবক আলো বলেছেন: সকাল সকাল চা সাথে বিস্কুট, আবেগ আপ্লুত হলাম ভাই।
শুভ সকাল। অনেক ধন্যবাদ

৮| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।



(যদিও একটু দেরি)

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২২

ধ্রুবক আলো বলেছেন: যদিও একটু দেরি এটা কোনো ব্যাপার না ভাই, স্বাধীনতা সবসময়ের জন্য।

৯| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: স্বাধীনতার কবিতা ভাল লেগেছে।
দেব না হারিয়ে যেতে
দাম দিয়ে কিনেছি এই স্বাধীনতা
-- + +
লেখায় টাইপো বা ভুল থাকলে মার্জনা করবেন -- মার্জনা করেই ভুলটা ধরিয়ে দিচ্ছি, সম্পাদনা করে নিওঃ
জয়দ্ধনি < জয়ধ্বনি হবে।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম, প্লাসে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম।
অভিনন্দন ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...

.
.
টাইপো ধরিয়ে দিয়ে কৃতজ্ঞ করলেন, অনেক ধন্যবাদ, দ্রুত ঠিক করে দিয়েছি।
(ভার্চুয়াল কীবোর্ড আমাকে খুব যন্ত্রনা দিচ্ছে)

১০| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১

অরুনি মায়া অনু বলেছেন: না, এই স্বাধীনতাকে আর হারিয়ে যেতে দিবনা।ভাল লিখেছেন।

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক কষ্টের এই স্বাধীনতা হারিয়ে যেতে দেওয়া যাবে না!
পাঠদান ও মন্তব্যে খুব প্রীত হলাম, প্লাসে অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।


অনেক দিন আপনার লেখা পড়িনা। কেমন আছেন আপনি?

১১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্য ও পাঠদানে প্রীত হলাম, প্লাসে অনুপ্রানিত হলাম ।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

১২| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

জুন বলেছেন: এত রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সম্মান যেন আমরা ধরে রাখতে পারি এটাই আমাদের কামনা থাকুক ধ্রুবক আলো ।
বিজয়ের ধ্বনি যেন সব সময় কানে বাজে আমাদের সবার ।
+

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৭

ধ্রুবক আলো বলেছেন: হ্যা এটাই হোক আমাদের কামনা। স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকুক চিরকাল।
পাঠ ও মন্তব্যে খুব প্রীত হলাম, প্লাসে অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকুন...

১৩| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


মায়ের বদলে সৎ-মায়ের কন্ঠ শুনছি চারিদিকে

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮

ধ্রুবক আলো বলেছেন: খারাপ বলেন নি!
স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখটা একটা সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, আমার একটা দুশ্চিন্তা।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: দেব না হারিয়ে যেতে
দাম দিয়ে কিনেছি এই স্বাধীনতা।

০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ধ্রুবক আলো বলেছেন: স্বাধীনতা অনেক দামি।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেরি করে ফেলেছি ভাই, আজ পড়ে গেলাম। খুব সুন্দর পরিপাটি সাজানো হয়েছি কবিতাটি। দারুণ লাগলো। অসাধারণ অনুভূতি।


শুভকামনা রইল ভাই।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫

ধ্রুবক আলো বলেছেন: কোনো দেরি না ভাই, লেখা ভালো লেগেছে জেনে খুবই উৎসাহিত হলাম।
আপনার জন্যেও অনেক শুভ কামনা রইলো।

১৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছিলেন কবিতাটি। দারুণ ভালো লেগেছে কবিতাটি। আমার নজরেই আসেনি, দুঃখিত ভাই দেরি হয়ে হেল। কবিতা পড়ে মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই।

শুভকামনা জানবেন সবসময়।


আমার 'সুখের আশে' চেঞ্জ করে 'সুখ-আশাতে' করে দিয়েছি ভাই। দেখে াসবেন।

২৫ শে জুন, ২০১৭ রাত ১:২৭

ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

চেঞ্জ সেটা লক্ষ্য করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.