নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

সামুতে পার হলো একটি বছর

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

একটা বছর দেখতে দেখতে চোখের পলকে পার হয়ে গেলো...


এক বছর শুনতে কমই মনে হবে, মাত্র তিনশত পঁয়ষট্টি দিনের ব্যাপার। মার্চ মাসের ২৫ তারিখ থেকে শুরু হয় আমার সামহোয়্যারইন ব্লগে লেখালেখি। প্রথম প্রথম খুব একটা বেশি সময় দিতে পারতাম না যতটুকু সময় এখন দেই। এই অল্প সময়ের মধ্যেও এখানে একটা ভালো জগৎ গড়ে উঠেছে আমার। মনে ভালোবাসা আর ভালো কিছু করার প্রত্যয় থাকলে সময় টা বড় ব্যাপার না!

সামু তে অনেকের সাথেই খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, যারা ব্লগে নিয়মিত লেখালেখি করেন এক অর্থে ব্লগ যাদের ঘরবাড়ি (ভুল ভ্রান্তি মার্জনা যোগ্য)। এখন আমারও একি অবস্থা ব্লগে ঢু না মারলেই নয়।
ব্লগে আমি ততটা পুরোনো না হলেও এই সময়ের মধ্যে অনেকের লেখা পড়েছি, মন্তব্য করছি, পরিচয় হয়েছি, অনেকেই শুভ কামনা জানিয়েছেন সাদরে।

আমাদের সুমন কর ভাইয়ের কথা দিয়ে শুরু করি, যিনি সিনিয়র একজন ব্লগার, সব পোষ্টেই উনার উপস্থিতি থাকবেই যা খুবই অনুপ্রেরণা মূলক। আর উনার লেখা কবিতা সেতো মনোমুগ্ধকর!

ব্লগার চাঁদগাজী ভাই, শুরুতেই উনার সাথে আমার ভালো দ্বন্দ হত, এখন আর হয় না, কারণ ইদানিং উনার পোষ্ট গুলো কারেন্ট এফায়ার্স, রাজনৈতিক ও শিক্ষা মূলক যা অবশ্যই প্রশংসনীয়, যুগোপযুগি তাই ইদানিং উনার লেখায় আমি পজিটিভ মন্তব্য করার চেষ্টা করি।
তবে চাঁদগাজী ভাইয়ের সাথে নিত্যদিন কারো না কারও সাথে বাঁধেই,,

খায়রুল আহসান
ভাইয়ের মনোমুগ্ধকর কবিতা সব সময়ই হৃদয়ে দোলা দিয়ে যায়, উনার কবিতা ছাড়াও আরও কিছু লেখা রয়েছে যা খুবই সুন্দর। উনি অবসর প্রাপ্ত কর্নেল। আমার এক বন্ধু উনার বইটা হাতে নিয়ে বলছিলো এটা আমার প্রথম দেখা, কোনো আর্মি অফিসার কবিতা লিখেন তাও এতো সুন্দর!!

গিয়াস উদ্দিন সেলিম ভাই, দেশে বিদেশে কৃতী জনদের তুলে ধরায় আমি মনে করি উনার ব্যাপক অবদান। বিশেষ করে খুদে জিনিয়াসদের, এ নিয়ে ও এর বইও আছে যা সাফল্য মন্ডিত।

আহমেদ জি এস ভাই , বলছেন সাধারণ মানুষ, কিন্তু উনার গল্প কবিতার পারদর্শীতা অসাধারণ। খুব সুন্দর সব পোস্টে সমারোহে সাজানো উনার ব্লগ বাড়ি।

ড. এম এই আলী ভাই এর জ্ঞান আর তথ্য সমৃধ্য পোষ্ট যা খুব জ্ঞানের ভান্ডার। উনি ডাক্তার হয়েও বাংলায় এতো পারদর্শী সত্যি বিস্ময়কর। ব্লগার দের জন্য উনার ভিজিটরি ফি নাই!

আছেন শাহরিয়ার কবির ভাই, উনার কবিতাও মনমুগ্ধকর। কার জন্য যেন তার অপেক্ষা! মনে অনেক প্রশ্ন
(ভুল বললে সংশোধন যোগ্য)

বিলিয়ার রহমান রিয়াজ ভাইয়ের কবিতার কথা তো আছেই। অন্য কোনো বিষয় লেখাতেও উনি দুরন্ত।
উনাকে ফেলুদা বানানোর দায়ে আমার আমি -২.০০ মিনিট যাবৎ জীবন! B-)

বিজন রয় ভাই, সুন্দর সব কবিতা মালায় সাজানো উনার ব্লগবাড়ি।

ছড়াতে সবার বিস্ময়, আমাদের সবার বিস্ময় প্রামানিক ভাই, সহিদুল ইসলাম প্রামানিক। চা কফি যায় চাই না কেন সব রেডি, হা হা হা...

আছেন সাদা মনের মানুষ, বনে বাদারে তো আছেই দেশ ছাড়াও দেশের বাইরেও যার পদার্পন, উনার ছবি ব্লগ কে না চেনেন!

অরুনী মায়া অনু আপু, যিনি রহস্য ও সাসপেন্স খুব পছন্দ করেন। ভালো লেখিকা, গল্প, কবিতা সব ক্ষেত্রেই তার পারদর্শীতা।

জুন আপু উনার ব্লগেও ছবি ব্লগের সমাহার আর তথ্যাদি সমৃধ্ব সব পোস্ট। রম্য পোষ্টও আছে!

শায়মা আপু, কবিতা, গল্প, ভ্রমন, ছবি ব্লগে সাজানো তার ব্লগ

নুরুন নাহার লিলিয়ান আপু, দেশ বিদেশে উনার ভ্রমন। মনোমুগ্ধকর সব ছবি ব্লগ, আর গল্পে সাজানো তার ব্লগবাড়ি।

বিদ্রোহী ভৃগু ভাই তো আছেন। কবিতায় উনার উনার বিশেষ পারদর্শীতা। চেতনা মূলক কিছু কবিতা যা বরাবর উচ্চ প্রশংসনীয়।


কাজী ফাতিমা ছবি
, কবিতা, গল্পে আর ছবি ব্লগে সমারহ তার ভুবন। এক কথায় দারুন

গেম চেঞ্জার
ভাইয়ের মজার মজার সব পোষ্ট আর বলার দরকার বোধহয় হবে না! অসাধারণ

হালিহালি গল্প নিয়ে আছেন আমাদের হাতুড়ে লেখক ভাই, উনি কিন্তু নামেই হাতুড়ে!

বিস্ময়কর আগমন, নাম তার নাঈম জাহাঙ্গীর নয়ন। কবিতা, গান, আর গল্পে তার সমাহার। অসাধারণ..

গল্প কবিতা নিয়ে সব সময় উপস্থিত মোস্তফা সোহেল ভাই।

সামিউল ইসলাম বাবু
ভাই, উনি খুব সুন্দর কবিতা ও সচেতনতামূলক পোস্ট করেন যা দারুন।
প্রমুখ অনেকের সাথে এই ব্লগে খুব ভালো একটা পরিচয় গড়ে উঠেছে।

খুব মিস করি যাদের, দিশেহারা রাজপুত্র, সামু পাগলা, , রক্তিম দিগন্ত বেশ কয়েকদিন যাবৎ ভ্রমরের ডানা ভাইকেও দেখছিনা! আরো অনেকের নাম মনে আসছে না!
আশা করি সবাই দ্রুত ফিরে আসবেন।

এই ব্লগে লেখার আগেও আমি একটা ব্লগে টুকিটাকি লিখতাম। সেটা ছিল টেকটিউনস!
একদিন আমার এক বন্ধু নাম সৌরভ তার সাথে কথা বলছিলাম এক বড় ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে। ( এই সৌরভ কে নিয়ে একটা আত্মজীবনী মূলক লেখা লিখছি যা সম্পূর্ণ হলেই পোস্ট করবো) আমি বললাম উনার সব পোস্টাইতো হাজার এর উপর লাইক পরে। সে তো বড় লেখক ব্লগে লেখেন মাঝে মাঝে ব্লগেও লেখেন, আমি জিজ্ঞেস করলাম কোন ব্লগ।
সে জানালো সামহোয়্যার ইন ব্লগে, খুব সম্ভবত কারও সাথে দ্বন্দ্বের কারণে এখন সে ব্লগিং করেনা। আমি জিজ্ঞেস করলাম ব্লগ কি ফ্রি না টাকা লাগে সে ঠিক মতো আমাকে জানাতে পারেনি। আর আমিও তেমন একটা মাথা ঘাময়নি এ বিষয়ে, কারণ সে সময়টায় খুব ভালো বিপদে পড়েছিলাম!

আমার লেখা কবিতা গুলো প্রায়ই তারেক পড়তো, এখনো পড়ে, সে বলছিলো এভাবে লেখা আড়াল করে না রেখে বই বের করও। আমি বললাম, কিন্তু বই বের করা কি মুখের কথা। পরে সে জানালো তাহলে তুমি ব্লগে লিখো।
আমি বললাম, বন্ধু ব্লগ তৈরি করতে তো টাকা লাগে এতো টাকা কোত্থেকে পাবো।
সে জানালো, সামহোয়্যারইনব্লগ এ লিখো। সবাই তো লিখে।
আমি বললাম, ব্লগ থেকে তো লেখা কপিপেস্ট হয়।
তা হোক তবুও করো।
কথাবার্তা বলার কিছু দিন পরেই এই নিক খোলা, আর আস্তে লেখা শুরু।

আমার খুব গর্ব হয় আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা আমার মাতৃভাষা আর সে ভাষাতেই ব্লগিং করছি, এর চেয়ে আনন্দের অনেক কিছু হতে পারে কিন্তু এর মতন খুশির আর কিছু হতে পারে না।

১ বছর ২সপ্তাহ হয়তো সময় টা অল্প তবুও এখানে আমার একটা জগৎ তৈরি হয়ে গেছে, অনেক সহ ব্লগারের সাথে সম্পর্ক হয়েছে, ভাই ও বোনের মত।

এই এক বছরের কিছু টুকরো স্মৃতি..





অস্পষ্ট স্ক্রিন শটের জন্য আন্তরিক দুঃখিত কারণ স্ক্রিনশট গুলো মোবাইল দিয়ে নেয়া পিসি এখনো ঠিক করি নাই, ভালো টেকনিক্যাল সমস্যা, মাদারবোর্ডের সাথে এখন মনিটর টাও নষ্ট হয়ে গেছে।
এছাড়াও, এখনো কিছু মেজর সমস্যায় আছি তবুও ব্লগিং লেখালেখি চালিয়ে যাচ্ছি। লেখক হতে পারি নাই এখনও ভালো লেখক তো আরও দূরের কথা, তবে এইটুকু জানি একজন লেখকের জীবনে অনেক সমস্যা বিপদ অপদ আসেই, মেনেও নিতে হয়।
জীবন আমাদের অনেক কিছুই শেখায়

এতো ব্যস্ততার মধ্যে ছিলাম যে ১ বছর কখন পূর্ণ হয়ে গেছে তা আরও চারদিন পরে চোখে পড়েছে! একটা লেখা লিখে রেখেছিলাম সকল ব্লগার ভাই বোনদের নিয়ে একটা চিঠির মত লেখাটা পুরোনো স্মার্টফোনটায় যেটা ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে হারিয়ে গেছে! সাথে লেখাটাও।


সবাই ভালো থাকবেন। বৈশাখীর আগাম শুভেচ্ছা সবাইকে....

ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। সবার সার্বিক সহযোগিতা আশা করি সবসময়।

মন্তব্য ১৩১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
মিষ্টি সহ তারাতারি পোষ্ট দেন ,,,,,,,,


#অপেক্ষা ।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৫

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি

২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন। এই এক বছর আপানর জন্য খুবই অর্থপুর্ণ বলে আমি মনে করি।
ব্লগ আমাদের পুরো জাতির প্রতিফলন; আপনি সেটার অংশ


১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৮

ধ্রুবক আলো বলেছেন: ব্লগ আমাদের পুরো জাতির প্রতিফলন, আর সেটার অংশ হিতে পেরে আনন্দিত।
অনেক ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৯

ধ্রুবক আলো বলেছেন:

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
আছেন শাহরিয়ার কবির ভাই, উনার কবিতাও মনমুগ্ধকর। কার জন্য যেন তার অপেক্ষা! মনে অনেক প্রশ্ন
(ভুল বললে সংশোধন যোগ্য)


ছেঁকা খেয়ে বেঁকা হয়েছেন যে বীর তার নাম শাহরিয়ার কবীর B-) ভুল হয়নি ঠিক আছে !

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩০

ধ্রুবক আলো বলেছেন: ভুল না হলেও আপনি অচিরেই এটাকে ভুল প্রমাণ করে দিবেন আপনার আত্মবিশাস দিয়ে।
শুভ কামনা রইলো।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে একটা বিশেষ ধন্যবাদ ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১২

সুমন কর বলেছেন: সামু তে অনেকের সাথেই খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, যারা ব্লগে নিয়মিত লেখালেখি করেন এক অর্থে ব্লগ যাদের ঘরবাড়ি (ভুল ভ্রান্তি মার্জনা যোগ্য)। এখন আমারও একি অবস্থা ব্লগে ঢু না মারলেই নয়। -- আমারও।

এক বছরের স্মৃতিচারণ এবং বিভিন্ন ব্লগার নিয়ে আপনার নিজস্ব মতামত ভালো লেগেছে।

মাদারবোর্ডের সাথে এখন মনিটর টাও নষ্ট -- শুনে খারাপ লাগল। আরে টেকনিক্যাল মানুষ, তাড়াতাড়ি ঠিক করে ফেলেন।

থাকুন, আমাদের সাথেই। ১ম বর্ষ পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা। !:#P

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আপনাকে সবসময় কাছে পেয়ে খুব ভালো লাগে, সহমত হওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।
স্মৃতিচারণ ও মতামত ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম। সাথে আছি, থাকবো এই কামনাই করি। শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন সবসময়।

কম্পিউটার নিয়ে আছি ঝামেলায়, তবে দ্রুতই ঠিক করে ফেলবো।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৬

ধ্রুবক আলো বলেছেন:

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

অতঃপর হৃদয় বলেছেন: দেখতে দেখতে দিন মাস বছর চলে যায়। আজ এক বছর হলো, কদিন পর দেখবেন আরেক বছর হয়ে গেছে। আপনার কাছে ১ বছর মানে কয়েকদিনই মনে হবে, শুধু আপনি না সবার কাছেই মনে হয় আর কি। ছোট বেলায় বছর যেত না আর এখন বছর হুর হুর করে চলে যায় আটকে রাখতে পারিনা। আটকে রাখার পরিকল্পনা করছি, যদি পারি তাহলে আপনাকে মন্ত্ররা জানিয়ে দেব, আর হায় ভাববেন না বিনা মূল্যে জানিয়ে দেব! :) :) :)

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১২

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ঠিকই বলেছেন ভাই, কদিন পর আরেক বছর কেটে যাবে! ছোটবেলায় স্কুলের স্যার যখন ব্যাত নিয়ে ক্লাসে আসতেন তখন সময় সময় ছিল দীর্ঘ। মন্তব্যে খুব খুশি হলাম ভাই।

আর মন্ত্রটা জানাবেন খুব আনন্দিত হতাম।
শুভ কামনা রইলো ভাই। ভালো থাকবেন।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৪

ধ্রুবক আলো বলেছেন:

৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: ১ম বর্ষ পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা।১ম বর্ষ পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা জানানো জন্য খুব প্রীত হলাম, আপনাকেও অনেক শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬

ধ্রুবক আলো বলেছেন:

৭| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২২

বুরহানউদ্দীন শামস বলেছেন: ১ম বর্ষ পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা। !:#P

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৯

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা জানানোয় খুব প্রীত হলাম, আপনাকেও অনেক শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০

ধ্রুবক আলো বলেছেন:

৮| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৩

উম্মে সায়মা বলেছেন: ১ম বর্ষ পূর্তির শুভেচ্ছা রইল ধ্রুবক আলো ভাই :)

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

ধ্রুবক আলো বলেছেন: আপু, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানানোয় খুব প্রীত হলাম। আপনাকেও অনেক শুভেচ্ছা

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

ধ্রুবক আলো বলেছেন:

৯| ১১ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


"ড. এম এই আলী ভাই এর জ্ঞান আর তথ্য সমৃধ্য পোষ্ট যা খুব জ্ঞানের ভান্ডার। উনি ডাক্তার হয়েও বাংলায় এতো পারদর্শী সত্যি বিস্ময়কর। ব্লগার দের জন্য উনার ভিজিটরি ফি নাই! "

-উনি কি ডাক্তার, নাকি কোন সাবজেক্টে পিএইচডি?

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথায় যুক্তি অবশ্যই আছে, তবে সকল ডাক্তার নামের আগে ডঃ লিখেন তাই আমারও ধারণা তাই হলো যে ডঃ এম এ আলী ভাই ডাক্তার।
ভুল সংশোধন ও মার্জনা যোগ্য।
মানুষ মাত্রই ভুল।

১০| ১১ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৭

রিফাত হোসেন বলেছেন: +

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: প্লাসে খুব প্রীত হলাম, অনেক ধন্যবাদ। শুভেচ্ছা

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন:

১১| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন: বছর পুর্তীতে শুভেচ্ছা রইল ।
কামনা করি সামনের দিনগুলিতে ব্লগিং হোক আনন্দময় ।
সহ ব্লগারদের বিষয়ে আপনার অনুভুতি দেখে ভাল লাগল ,
ব্যক্তিগত বিষয় থাকনা কিছু সাসপেন্সের ভিতর :)

ভাল থাকার শুভ কামনা রইল

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা জানানোয় খুব প্রীত হলাম, ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাই। আপনাকেও অনেক শুভেচ্ছা।

সাসপেন্স খুব আকর্ষণীয় মজার, থাকুক সাসপেন্স।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১

ধ্রুবক আলো বলেছেন:

১২| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০০

বিজন রয় বলেছেন: অভিনন্দন। নির্মল ব্লগিং চলুক অবিরাম।

ব্লগের ইতিহাস অনেক বড়!
সে কথা কোনদিন বলবো।

ভাল থাকেন বন্ধু।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই , নির্মল ব্লগিং চলুক সকল ব্লগারেরই, অভিনন্দন।
ব্লগের ইতিহাস নিয়ে কথা হবে একদিন, অপেক্ষায় রইলাম।

আপনিও ভালো থাকেন বন্ধু । শুভ কামনা রইলো

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২

ধ্রুবক আলো বলেছেন:

১৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩০

নতুন নকিব বলেছেন:



চলতে থাকুন। অবিরাম।


অভিনন্দন।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অভিনন্দন ও শুভ কামনা জানাই, চলুক অবিরাম

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩

ধ্রুবক আলো বলেছেন:

১৪| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

করুণাধারা বলেছেন:

বর্ষপূর্তির জন্য শুভেচ্ছা, অভিনন্দন।

ভাল থাকুন সবসময়।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা জানানোয় খুব প্রীত হলাম আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকুন সবসময়...

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

ধ্রুবক আলো বলেছেন:

১৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বর্ষ পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব প্রীত হলাম, শুভ কামনা রইলো।
ভালো থাকুন ভাই। ব্লগিং চলুক অবিরাম

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

ধ্রুবক আলো বলেছেন:

১৬| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বর্ষ পূর্তি উপলক্ষে এতোগুলো রসগোল্লা আপনার জন্য !

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

ধ্রুবক আলো বলেছেন: আহা রসগোল্লা কি দরকার ছিলো! আপনিও খান

১৭| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা
আমি আইসক্রিম খামু
নো মিষ্টি ফিস্টি

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই, মন্তব্যে খুব প্রীত হলাম।
ভালো থাকুন সবসময়, ব্লগিং চলুক অবিরাম।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

ধ্রুবক আলো বলেছেন:

১৮| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩

হাতুড়ে লেখক বলেছেন: চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন। এই এক বছর আপানর জন্য খুবই অর্থপুর্ণ বলে আমি মনে করি।
ব্লগ আমাদের পুরো জাতির প্রতিফলন; আপনি সেটার অংশ


বসের মন্তব্যের সাথে একমত। যারা অমত করবে তারা ঘাঢ় তেড়া।

১ বছর কেনো? সাড়ে তিনশ কোটি বৎসর কেটে যাক হেসে-খেলে, গল্পে-কল্পে, জ্ঞানে-ম্যানে। শুভ কামনা রইলো ধ্রুবক আলো।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫২

ধ্রুবক আলো বলেছেন: ১ বছর কেন, সাড়ে তিনশ কোটি বছর কেটে যাক আপনার আমার সকলের, শুভ কমনা রইলো,
শুভ কামনা জানানোয় খুব প্রীত হলাম, আপনাকেও অনেক অভিনন্দন।

ভালো থাকুন, ব্লগিং চলুক অবিরাম।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

ধ্রুবক আলো বলেছেন:

১৯| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫

সিফটিপিন বলেছেন: বর্ষপূর্তির জন্য অভিনন্দন।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

ধ্রুবক আলো বলেছেন:

২০| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: এক বছর তেমন কোন সময় নয় আবার অনেক সময়। প্রথমেই শুভেচ্ছা আপনাকে বর্ষ পূর্তিতে।
আমি তো প্রায় আট বছর আছি এই ব্লগে। সেই ইন্টার মিডিয়েট থেকে। দেখতে দেখতে এত সময় চলে গেছে কখন!
নিয়মিত ছিলাম না কখনই। তবু মাঝে মাঝে কি এক টানে চলে আসতাম এই সামু বাড়িতে। অনেককেই আপন আর কাছের মনে হয়।
অনেকের লেখা মাঝে মাঝে না পড়তে পারলে মনটা কেমন ছটফট করে।
এখন একটু ব্যাস্ত পরে কথা বলার আশা রইল। ভাল থাকুন।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

ধ্রুবক আলো বলেছেন: সমস্যা নেই ভাই, ব্যস্ততা কাটিয়ে আসুন কথা হবে, আপনাকেও অনেক প্রীতি ও শুভ কামনা।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

ধ্রুবক আলো বলেছেন:

২১| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

সুমন চ্যাটার্জী বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

ধ্রুবক আলো বলেছেন:

২২| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯

অচিন্ত ব্যানার্জী বলেছেন: বর্ষ পূর্তির জন্য রইলো অনেক শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

ধ্রুবক আলো বলেছেন:

২৩| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: বর্ষপূর্তি তে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
ডঃ এম এ আলী ডাক্তার নন, উনি একজন ডক্টর (পিএইচডি)।
আহমেদ জি এস ভাই একজন সাধারণ মানুষ নন। উনি একজন ডাক্তার এবং অসামান্য লেখক। কথা শিল্পীর সাথে সাথে চিত্রশিল্পীও বটে।
আপনার তালিকায় নিজের নাম দেখতে পেয়ে প্রীত হ'লাম।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫

ধ্রুবক আলো বলেছেন: আমি প্রথমে একটু কনফিউজড ছিলাম যে এম এ আলী ভাই ডাক্তার, যাই হোক ভুল করলেই জানা যায়!
আহমেদ জিএস ভাই অসামান্য লেখক একথা একদম অনস্বীকার্য, উনি একজন ডাক্তার সেটা আপনার জানতে পারলাম এবং খুব বিস্মিত হলাম, যে অনেক কিছুই আমার এখনও অজানা।

আপনার শুভেচ্ছা ও অভিনন্দনে খুব প্রীত হলাম, অনেক ধন্যবাদ,
একটা বিশেষ ধন্যবাদ জানাই মূল্যবান তথ্য দেয়ার জন্যে যা একদমই জানতাম না!

ব্লগিং চলুক অবিরাম, ভালো থাকুন সব সময়, শুভ কামনা রইলো।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

ধ্রুবক আলো বলেছেন:

২৪| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: ভবিষ্যৎ এর উপর আমাদের হাত নেই!!! তবে প্রত্যাশা তো খুশি মতো করাই যায়!:)


তাই বর্ষপূর্তির সংখ্যাটা এক থেকে একশতে ঠেকুক সেই কামনা করছি!:)



অনেক অনেক শুভকামনা ও ভালবাসা!:)

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ভবিষ্যৎ এর উপর আমাদের হাত নেই!!! তবে প্রত্যাশা তো খুশি মতো করাই যায়! :)
কথাটা একদম খাঁটি বলেছেন।
বর্ষপূর্তি এক থেকে একশতে ঠেকুক, আর সেই শত বছর যেন আপনাকে আর বাকি সবাইকেই যেন সাথে পাই সেই প্রার্থনা করি।
অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টান্ন মুখ

২৫| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮

কানিজ ফাতেমা বলেছেন: বর্ষপূর্তিতে রইল আন্তরিক শুভেচ্ছা এবং অশেষ শুভ কামনা ।
স্মার্টফোন হারানোর চাইতে লেখা হারানোটা অধিক বেদনাদায়ক । হারানো লেখাটির চাইতে আরো ভালো লেখা আসুক এই কামনা...

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আপনার জন্যেও অশেষ শুভ কামনা রইলো।
আপনি কথাটা খুব ভালো বলেছেন, স্মার্টফোনের চাইতে সেই লেখাটা বেশি গুরুত্বপূর্ণ ছিলো, চেষ্টা করতেছি আরও ভালো লেখা নিয়ে উপস্থিত হতে।

ভালো থাকবেন আপু।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

ধ্রুবক আলো বলেছেন:

২৬| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২

অভিজিৎ সমদ্দার বলেছেন: বর্ষপূর্তিতে রইল আন্তরিক শুভেচ্ছা

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা রইলো

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

ধ্রুবক আলো বলেছেন:

২৭| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮

এনায়েত হোসাইন বলেছেন: ১ম বর্ষ পূর্তির শুভেচ্ছা রইল

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও অভিনন্দন জানাই।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

ধ্রুবক আলো বলেছেন:

২৮| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১

পুলহ বলেছেন: ধ্রুবক আলোর জন্য শুভকামনা এবং বর্ষপূর্তির শুভেচ্ছা !

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও শুভ কামনা জানাই

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন:

২৯| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: অনেক দিন রসোগোল্লা খাইনা :( :(

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

ধ্রুবক আলো বলেছেন: যদি বিয়েটা করি কোনোদিন তাহলে দিল্লির লাড্ডুর রসগোল্লা খাওয়াবো।

৩০| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১ বছর! অথচ মনে হয় যুগ যুগ থেকে আপনি ব্লগে আছেন। আপনি অল্প দিনেই একজন জনপ্রিয় ব্লগার।
লিখে যান অবিরাম। বছর পুর্তির শুভেচ্ছা নিন।
অঃটঃ- ছবির জন্য এত আইস্ক্রিম! আমরা কি বানের জলে ভাইস্যা আইছি? =p~

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

ধ্রুবক আলো বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম, কতটা জনপ্রিয় হতে পেরেছি বা কত টা ভালো লিখি তা জানি না, তবে চেষ্টা করি ভালো লেখার, সবার লেখায় উপস্থিত থাকার।
চলুক ব্লগিং অবিরাম ,আপনি আর সবাই সাথে থাকলে আর কি লাগে। আপনাকেও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭

ধ্রুবক আলো বলেছেন: অঃটঃ- ছবির জন্য এত আইস্ক্রিম! আমরা কি বানের জলে ভাইস্যা আইছি? =p~
ভাই যে কি বলেন, মিষ্টি ঠান্ডা সব হাজির

৩১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন।
কোপাইয়া ব্লগিং করেন।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

ধ্রুবক আলো বলেছেন:

৩২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন
একবছর পূর্তি এই পোষ্টে সামুর প্রিয় সব বড় ভাইদের নিয়ে সুন্দর একটা নিজের মানসিক প্লাটফর্ম তৈরি করে ফেলেছেন। খুব বেশি ভালো লাগছে আপনার প্রিয় তালিকার সাথে আমার প্রিয় তালিকা প্রায় পুরোপুরিভাবে মিল দেখে। অসাধারণ বলেছেন ভাই।
শুভেচ্ছা রইল, ভালোবাসা সবসময়।


১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন:

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

গেম চেঞ্জার বলেছেন: না চাহিয়া মিস্টি খাইতে খাইতে পেট ভরি গেছে!

কংগ্রাচুলেশন্স ফোর ওয়ান ইয়ার! B-)

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: পেট ভরলে কি হবে!! সামনে নববর্ষ আরও খেতে হবে মিষ্টি।
অনেক ধন্যবাদ ভাই , অনেক শুভ কামনা রইলো।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: বৈশাখী শুভেচ্ছায়

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২

আরিফ শাহরিয়ার জয় বলেছেন:

শুভেচ্ছা রইল, অভিনন্দন।
ভালো লাগলো পোষ্টটি পড়ে। সামু প্রেমে মুগ্ধ।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: সামু প্রেমে মুগ্ধ, অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন ও শুভ কামনা রইলো, পোষ্ট ভালো লেগেছে জেনে খুব প্রীত হলাম।
ভালো থাকুন ভাই।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি মুখ

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


বিস্ময়কর আগমন, নাম তার জাহাঙ্গীর আলম নয়ন। কবিতা, গান, আর গল্পে তার সমাহার। অসাধারণ.. " অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই, আমাকে স্মরণ করায়। অনেক ভালোবাসা পাইলাম ভাই। আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুক, সুন্দর হোক আপনার আগামী দিনগুলি। শুভকামনা সবসময়।

নামটা কি আমিই? যদি হই তো একটু এড়িট করে নেওয়ার অনুরোধ রইল ভাই।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: নাম টা ভাই আপনারই তবে ভুলে একটা লিখতে আরেকটা লিখে ফেলছি।
আপনাকেও আল্লাহ সুষ্ঠ রাখুক দোয়া রইলো।

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




আলোর মতোই জ্বলে ছিলেন একটা বছর । সহব্লগার চাঁদগাজী একটি বাক্যেই তা বলেছেন ---" ব্লগ আমাদের পুরো জাতির প্রতিফলন; আপনি সেটার অংশ।"

আর আমি আসলেই সাধারণ । যদিও আপনি আপনার মতো করে এবং সহব্লগার খায়রুল আহসান তাঁর স্বভাবসুলভ বিশ্লেষণে "সাধারণ নন" বলে কৃতজ্ঞতায় বেঁধে ফেললেন । তাঁকেও ধন্যবাদ আপনার মারফত ।

ধ্রুব তারার মতো ব্লগাকাশে আলো ছড়িয়ে থাকুন অনন্তকাল ।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০২

ধ্রুবক আলো বলেছেন: আপনিও ধ্রুব তারার মতো ব্লগাকাশে আলো ছড়িয়ে থাকুন অনন্তকাল অসাধারণ ভাবে।
আপনার এই সুন্দর মন্তব্যে খুব প্রীত ও অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ ভাই, অশেষ শুভ কামনা রইলো।

ভালো থাকুন, ব্লগিং চলুক অবিরাম।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন:

৩৭| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সামুতে আপনার বছর পুর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার ছোট্ট ব্লগের আঙ্গিনায় মাঝে মাঝে আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে। শুভ হোক আপনার আগামীর পথচলা। আরো আরো সুন্দর ও মধুময় হোক আপনার ব্লগারজীবন।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,আপনাকেও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ব্লগিং চলুক অবিরাম... আগামীর পথচলা সফল হউক।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০

ধ্রুবক আলো বলেছেন:

৩৮| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি আমি তেমন পছন্দ করি না । তবে আপনি যে সুন্দর সব মিষ্টির ছবি দিছেন তাতে জিভে জল এসে গেল।
আহমেদ জী এস ভাইয়া আমার খুব প্রিয় মানুষ। তিনাকে কোন দিন দেখিনি । উনার বয়স কেমন তাও জানিনা। শুধু এতটুকু জানি উনি একজন ডাক্তার।
একজন ডাক্তার হয়েও সারাদিন ব্যাস্ততার মাঝে যে এই ব্লগে সময় দেন এ জন্য ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ। এটি যে ভাইয়ার ব্লগের প্রতি ভালবসার টান তা সহজেই বলা যায়। কোন দিন যদি পারি ভাইয়ার সাথে দেখা করতে যাব। তবে ঠিকানা জানিনা।
আপনি আমাকে এ ব্যাপারে একটু হেল্প কইরেন ধ্রুবক আলো।
আলোর মতই সব সময় জ্বল জ্বল করুন । অনেক শুভ কামন।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি পছন্দ করেন না এটা কোনো কথা হলো, মিষ্টির মত মিষ্টি আর হইতে পারে বলে!
..

আহমেদ জী এস ভাই আমারও খুব প্রিয় একজন মানুষ, উনি যে শুধু আমার আপনার প্রিয় তা নয়, উনি সবারই প্রিয়। শত ব্যস্ততার মাঝেও উনি ব্লগে সময় দেন সত্যি বিষয়টা খুব উৎসাহের। আমারও উনার সাথে দেখা করার খুব ইচ্ছে, এ ব্যাপারে আমি আপনাকে হেল্প করার চেষ্টা ও অবশ্যই করবো।
.
আপনারা পাশে থাকলে আলো জলবেই, আমরা যদি সবাই এক থাকি, এক হয়ে কাজ করি কেউই একটা জাতিকে দাবায়া রাখতে পারবে না।
অনেক শুভ কামনা রইলো ভাই।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩

অরুনি মায়া অনু বলেছেন: প্রথমেই প্রাণঢালা অভিনন্দন আপনাকে। এভাবেই বছরের পর বছর আপনার পদচারণায় মুখোরিত হোক সামুর প্রাঙ্গণ। আপনার সুন্দর সুন্দর লেখা পাঠক হিসেবে আমাদের প্রেরণা যোগায়।
আমি বুঝি রহস্য পছন্দ করি তাইনা :)
শুভেচ্ছা রইল।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আপনাকেও অনেক প্রানঢালা শুভেচ্ছা জানাই, ব্লগে সবসময় আপনাকে পাশে পাই সে এক সৌভাগ্যের ব্যাপার।
আপনি, আর সবার লেখাও আমাকে খুব প্রেরণা যোগায় লিখতে। আমি জানি না কতটুকু ভালো লিখতে পারি, তবে আপনার এই সুন্দর মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
.

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩

ধ্রুবক আলো বলেছেন: তা আপনি একটু রহস্য পছন্দ করেন! :)

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন:
ব্ছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আগামীর বছর পূর্তিতেও যেন শুভেচ্ছা জানাতে পারি সেই কামনা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামীর বছর গুলোতেও সবসময় যেন পাশে পাই সেই কামনা রইলো।

ভালো থাকুন ভাই।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন:

৪১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: বিজন রয় বলেছেন: অভিনন্দন। নির্মল ব্লগিং চলুক অবিরাম।
বিজন রয় বলেছেন: অভিনন্দন। নির্মল ব্লগিং চলুক অবিরাম।

বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।


বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ব্লগিং চলুক অবিরাম।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০১

ধ্রুবক আলো বলেছেন:

৪২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

ডঃ এম এ আলী বলেছেন: আপনান সাথে সাথে বাংলা বছরটাও পার হল

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৭

ধ্রুবক আলো বলেছেন: শুভ হোক নববর্ষ, আরও ভালো ভাবে পার হউক প্রতিটা বছর আপনার, আমার, সকলের, শুভ কামনা রইলো।

৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

সিনবাদ জাহাজি বলেছেন: অভিনন্দন
শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: অভিনন্দন শুভ হোক নববর্ষ, ভালো থাকুন।

৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


এখন শুরু হোক ২য় বছরের লেখা

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: শুরু করতে হবে ২য় বছরের লেখা

৪৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল ভাই,
শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই,
শুভ হোক নববর্ষ

৪৬| ২১ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৭

বিদ্যুৎ বলেছেন: শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সহ ব্লগার হিসেবে সর্বদা সুন্দর কামনায় আবারও অভিনন্দন। ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা, ভালোবাসা রইলো। আপনার এই ভালোবাসায় খুব সিক্ত হলাম। ধন্যবাদ।
ব্লগিং চলুক.....

ভালো থাকুন ভাই, সবসময়

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: একটু মিষ্টি মুখ

৪৭| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:৩৮

হাফিজ রাহমান বলেছেন: ভাই ! আপনার লেখাটা খুব মনোযোগ দিয়ে পড়লাম। খুব ভাল লাগল। অনেক কিছু লিখতে মনে চাচ্ছে। কিন্তু সময় যে নেই ! ধন্যবাদ। অনেক ভাল থাকুন।

১১ ই মে, ২০১৭ রাত ৯:৪৬

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, অনুপ্রানিত হলাম।

সময় করে লিখে ফেলুন, আস্তে আস্তে লিখুন তারপরও লিখুন, ভালো লাগবে।

আপনাকেও অনেক ধন্যবাদ,
শুভ কামনা রইলো, অনেক ভালো থাকুন।

৪৮| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, অনুপ্রানিত হলাম।

সময় করে লিখে ফেলুন, আস্তে আস্তে লিখুন তারপরও লিখুন, ভালো লাগবে।

আপনাকেও অনেক ধন্যবাদ,
শুভ কামনা রইলো, অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.