নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

পাঠক হয়েই রয়ে গেলাম

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৫৯



হাজারো গল্প কবিতার ভিড়ে
পাঠক হয়েই রয়ে গেলাম,
একটা অমর লেখা লিখতে পারলাম না
ভালো লেখক হতে পারলাম না!!
কত শত লেখা পত্রিকায়, ব্লগে
প্রকাশ হয় প্রতিদিন
আমি চোখ বুলাই, পড়ি
আর পাঠক হয়েই রয়ে যাই।
ভীষণ কোনো আক্ষেপ নেই; শুধু
বুক ভরা কিছু তৃষ্ণা থেকে যায়!

ব্যস্ততার সঙ্গী হয়ে হারিয়ে ফেলি
কত অগোছালো পংক্তি
কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াস;
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!
একটা কবিতা লেখার ভাবনায়
কত রাত জেগে থেকে ভোর হয়ে যায়;
তবুও সেই মনের মত আসেনা লেখা
অসমাপ্ত থেকে যায় কাগজে কলমে
স্মার্টফোনের নোটপ্যাডে;
লেখে যাওয়া পাতার চিন্হ,
টুকরো টুকরো লেখা, হয়কি তা অমলিন!!
কেবলই লিখে যাওয়ার চেষ্টা; আর
তৃষ্ণার্ত হৃদয়ে পাঠক হয়েই থেকে যাওয়া।

শেষ বেলার কবির মত
শুধুই চলে যাওয়ার আভাস
"আচ্ছা কবি, কবিতা কি?
তুমি তো কখনো বলোনি"
শুধু এক বুক ভরা কষ্ট নিয়ে
লিখে গেলে অসংখ্য কবিতা,
আমি তো কেবল সাক্ষী থেকে গেলাম
অমর সব কথামালার; আর
পাঠক হয়ে রয়ে'ই গেলাম।

কত শব্দ কত কথা রঙ্গীন মলাটে বাঁধানো
অমর হয়ে রইলো
হারিয়ে না যাওয়ার জগতে!
টেবিলে গোছানো;
কালবিজয়ী কবিতা, প্রবন্ধ সমগ্র
কখনো জীবনানন্দ নয়তো হুমায়ুন
কখনো শীর্ষেন্দু অথবা সমরেশ;
বইয়ের পাতা থেকে জীবনের পাতায়
এঁকে গেছে সব আত্মজীবনী;
সব লেখার ভিড়ে পাঠক হয়েই রয়ে গেলাম।



[ একান্ত নিজস্ব কিছু অভিব্যক্তি থেকে লেখা, ভীষণ কোন কষ্ট থেকেও নয়! এটাকে কবিতা বলার চেয়ে অ-কবিতা বলাই ভালো। বা মনে করতে পারেন বেহুদাই কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াশ আরকি। আমার এক বন্ধু নাম সৌরভ সে একবার বলেছিলো 'লেখক কখনো কবি হতে পারেনা' জানি না কেন তার এই কথা, আমি আজ পর্যন্ত এই কথার মানে জিজ্ঞেস করিনি। ]


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৯৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অমর কিছু লিখতে হলে নাকি সাধনা করতে হয়। এখন আমি সত্যি ভয় পাই। ১৬ তে শুরু করেছিলাম এখন ৪৬ কিচ্ছু হয় নি। উল্টা গলায় দা লেগেছে, বেকার হয়েছি, হাতে টাকা নেই। কিছু চাইলেও কিনতে পারি না।

আমি বিশ্বাস করি আপনি কাজে আছেন?

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১৫

ধ্রুবক আলো বলেছেন: আমিও ভাই একই অবস্থা, বেকার হয়ে আছি, পকেটে টাকা নেই ইচ্ছে করলেও কিছু কিনতে পারি না, কোথাও ঘুরতেও যেতে পারি না।
অমর কিছু লিখতে গেলে সাধনা করতে হয়, একদম সত্য কথা। কিন্তু আমাদের এখানে সে সুযোগ প্রায় নেই বললেও হয়!!

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হ'লাম।

শুভ কামনা রইলো।

২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের ভাবনাকে প্রকাশ করতে চায়, আপনারও ভাবনা আছে

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১৭

ধ্রুবক আলো বলেছেন: মানুষের নিজস্ব ভাবনা আছে অবশ্যই, তাই ভাবি ভাই, কিন্তু মাঝে মধ্যে ভাবনার কোনো দিক নির্দেশনা পাইনা।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ।

শুভ কামনা রইলো..

৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হায় আল্লাহ!

চিন্তার কারণ নেই দাদা, সব মনের মতন হবে।

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:২২

ধ্রুবক আলো বলেছেন: তাই যেন হয় ভাই, আপনার আমার সকলেরই মনের আশা যেন পূর্ণ হয়, সে কামনাই করি।

আমিও অনেক আগে থেকেই লেখালেখির একটা চেষ্টা করে আসছি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জটিলতার কারণে লেখালেখিটা অবিরত রাখা হয়নি, মাঝে মাঝে মানসিক প্রেসারে লেখা আসেনা। তখন খুব যন্ত্রনা দায়ক লাগে।

৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল ভাই। কেবল মুগ্ধতা রেখে গেলাম।

আবার আসতে হবে এই কবিতায় +++++

০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই, এতো গুলো প্লাসে খুব প্রীত হ'লাম।

হ্যা ভাই, আবার আসতে হবে এই কবিতায়, শত বাধা বিপত্তি থাকা সত্বেও চেষ্টা করি লেখা চালিয়ে যাওয়ার জন্য।

শুভ কামনা রইলো ভাই।

৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার মাঝে মাঝে ভর ওঠে, তখন আমার হাবভাব বদলে যায়। আমার ইবাদতি পরই আমার লেখালেখি। জীবনের বেশির ভাগ সময় লেখালেখি করে ফুরিয়েছি কিন্তু কী লিখেছি আমি জানি না। তবে লেখাত বসলে আমি মনে শান্তি পাই।

সবার মঙ্গল হোক।

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৪

ধ্রুবক আলো বলেছেন: একটা মিল আপনার সাথে, কি লিখি বা লিখেছি তা জানি না আসলেই, তবে লেখতে বসলে মনে শান্তি পাই।
সময় খুব আজব জিনিস, শুধুই দ্রুত বেগে ছুটে।

একদিন নিশ্চয় আপনার আমার সকলেরই ভালো সময় আসবে, তখন পেছনে ফিরে তাকাতে হবেন।

৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৪৭

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।+++
এই লিখা গুলোই আপনাকে অমর করে রাখবে আজীবন।
ভালো লাগা রইলো।

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: প্লাসে খুবই প্রীত হলাম, ভালো লাগার জন্য খুব অনুপ্রানিত হলাম।

আসলেই, কোনো ভালো কিছুর সৃষ্টি মানুষকে আজীবন অমর করে রাখতে পারে। জানি না কতটুকু ভালো লিখতে পারি, তবে চেষ্টা করি।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন সব সময়....

৭| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আপনার ব্লগে তাও দু একটা পোষ্ট চোখে পড়লো । আমার ব্লগে তাও নেই .. B-)

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: লেখা দিচ্ছেন না কেন? আপনি লেখা দিন, পাঠক তো আছেই, আপনার কাছ থেকেও অনেক কিছুই শেখার আছে।
স্বপ্নের ফেরি বন্ধ করবেন না।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে খুব প্রীত হলাম।

শুভ কামনা রইলো...

৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার বন্ধু সৌরভ ভুল বলেছেন!!!:)

লেখক কবিও হতে পারেন! যেমন আমাদের রবি ঠাকুর!! আপনার বন্ধু যদি রবির উদাহরনও না মানতে চান তখন অবশ্য আমার নাম বলে দিতে পারেন! আমার নাম শুনলে অবশ্যই বিশ্বাস করেবেন! :P

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আসলে কথাটা ভুল না সঠিক বলেছে তা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি।

সে যাই হোক, আপনার নাম অবশ্যই বলবো আমি জানি আপনার নাম শুনলে বিশ্বাস না করে কই যাবে আর।

৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২২

বিলিয়ার রহমান বলেছেন: পোস্ট কিন্তু সেই হইছে!:)


পিলাচ!:)

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৪১

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, পিলাচেও খুব প্রীত হ'লাম।

অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।

১০| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কে বলেরে ভাগ্য নেই, ভাগ্য ছাড়া মানুষ নেই B-)

ডঃ এম এ আলী ভাইয়ের রত্ন-পাথর পোষ্ট থেকে কিছু পাথর হাতে ব্যবহার করে দেখতে পারেন ।। আশা করি, তখন আর পাঠক থাকবেনা বিখ্যাত লেখক হয়ে উঠবেন। B-)

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: কে বলেরে ভাগ্য নেই, ভাগ্য ছাড়া মানুষ নেই B-) কথা ভালো বলেছেন, ভাগ্য ছাড়া কেউ পৃথিবীতে নেই।


ডঃ এম এ আলী ভাইয়ের রত্ন-পাথর পোষ্টপড়েছি, খুব সুন্দর পোষ্ট ছিলো, তবে রত্ন পাথরে আমার বিশ্বাস নেই! মানুষ বাঁচে তার কর্মে। সবাই তো আর সাফল্যের চূড়ায় উঠতে পারে না, না হয় টুকিটাকি লেখা লেখলাম আর পাঠক হয়েই থাকি।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে খুব প্রীত হলাম।
শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সব সময়।

১১| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: পাঠক হয়ে থাকাটাই ভালো। ;)

পড়তে ভালো লাগল। +।

০৫ ই মে, ২০১৭ রাত ১২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে খুব প্রীত হ'লাম।
আপনার পড়তে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

পাঠক হয়ে থাকাটাও ভালো, পড়লে অনেক কিছুই জানা যায়, আর ব্লগে নানান ধরণের লেখা নানান ধরণের জ্ঞান।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সব সময়।

১২| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:৩৯

মানবী বলেছেন: "ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!"

- আহারে!! :-)


"কত রাত জেগে থেকে ভোর হয়ে যায়;
তবুও সেই মনের মত আসেনা লেখা
অসমাপ্ত থেকে যায় কাগজে কলমে
স্মার্টফোনের নোটপ্যাডে;"

- এটা মনে হয় বড় লেখক সাহিত্যিকদের লক্ষণ- রাইটার্স ব্লক!!

পাঠক হবার আক্ষেপ নিয়ে এতো সুন্দর কবিতা লিখতে সক্ষম শুধু কবিরাই হতে পারে!
সে হিসেবে একজন ভালো পাঠকের সাথে সাথে আপনি একজন ভালো লেখক/কবি।

ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ ধ্রুবক আলো!

০৫ ই মে, ২০১৭ রাত ১:০০

ধ্রুবক আলো বলেছেন: সত্যি ভাই, লেখা একবার ভুলে গেলে সে লেখা আর আসে না মনে, যেমন প্রাক্তন প্রেমিকা।

বড় লেখক সাহিত্যিকদের মত লক্ষণ আছে কিনা তা জানিনা, আপনি সুহৃদ, মর্যাদাবান ব্যক্তি তাই আপনার ওরকম মনে হয়েছে, কৃতজ্ঞতা জানবেন।
কিছু দিন যাবৎ মানসিক ভাবে প্রচুর চাপে রয়েছি তাই লেখা আসছেন, রাইটার্স ব্লক!!

বই পড়ার ব্যাপারে আমার আগ্রহ আছে, তবে ভালো লেখক/কবি আদৌ হতে পারব কি না তা জানি না, তবে চেষ্টা করি প্রতিনিয়তই।

ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, পাঠদান ও সুন্দর এক মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সব সময়।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: আপনি আপু না ভাই সঠিক জানি না যদি বলে দিতেন।

আসলে অনেক ছেলে মানুষ মেয়ে মানুষের নিক ব্যবহার করে তাই বুঝা যায় না।

১৩| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
কখনো আর এমন নেগেটিভ চিন্তা মাথায় আনবেন না, নিজের প্রতি আত্নবিশ্বস রাখুন. আপনি দেখবেন একদিন বড় লেখক হবেন ।। লেখক হতে গেলে অবশ্যই তাকে বেশি বেশি বই পড়তে হবে এবং লেখতে হবে ।। কার মধ্যে কি আছ, কে জানে ??

শুভ কামনা রইলো ।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:২২

ধ্রুবক আলো বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যে বেশ অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ ভাই।
কার ভেতর কি আছে কে জানে, তবে পড়া ও লেখার চেষ্টা সবসময় করি।

ভাই, শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

১৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১:০৮

ব্লগ মাস্টার বলেছেন: ভাল হয়েছে ।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:২৯

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে অনুপ্রানিত হলাম।প্লাসে প্রীত হলাম, অনেক ধন্যবাদ,

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা।

১৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১:৩৭

কানিজ রিনা বলেছেন: ব্লগ বাড়ির ধ্রবতারা হয়ে থাকুন ব্লগের ধ্রবক
আলো সবার প্রিয় হয়ে উঠুক সেই কামনা।
লেখাটা প্রানান্তকরন হয়েছে। অনেক অনেক
ভাল লাগা রেখে গেলাম।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৮

ধ্রুবক আলো বলেছেন: সব সময় চেষ্টা করি ভালো কিছু লেখার, জানি না কতটা ভালো লিখতে চেষ্টা করি।
আপনার এই সুন্দর মন্তব্য খানি আরও প্রানান্তকরণ হয়েছে।

ভালো লেগেছে জেনে খুব প্রীত হলাম, পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।


শুভ কামনা রইলো আপু, ভালো থাকুন সব সময়।

১৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৫৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বেশ কিছু দিন ব্লগে এসে আপনার নতুন লেখা খুঁজছিলাম। অবশেষে পেয়েও গেলাম। সম্পুর্ণ কবিতাই ভালো লেগেছে তবে নীচের কথাগুলো খুব মনে ধরেছে। আসলে জীবনের পিছুটানগুলো আমাদের আগাতে দেয়না।

“ব্যস্ততার সঙ্গী হয়ে হারিয়ে ফেলি
কত অগোছালো পংক্তি
কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াস;
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর...”

০৫ ই মে, ২০১৭ রাত ১০:২০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনি ব্লগে এসে আমার লেখা খুঁজেছেন এ আমার সৌভাগ্য, কৃতজ্ঞতা জানবেন ।

পিছুটান গুলো সম্ভবত জীবনেরই অংশ তাই পিছু ছাড়েনা।

কবিতা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।


শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা।

১৭| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৯

সিনবাদ জাহাজি বলেছেন: আমি তো কেবল সাক্ষী থেকে গেলাম
অমর সব কথামালার; আর
পাঠক হয়ে রয়ে'ই গেলাম

:)

আমি এক মুগ্ধ পাঠক আপনার লিখায়

+++

০৫ ই মে, ২০১৭ রাত ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: আপনার মুগ্ধতায় আমিও খুব অনুপ্রানিত। ভালো লেখার চেষ্টা সবসময়ই করি । জানি না কতটুকু ভালো লিখতে পারি।

এতগুলো প্লাসে খুবই প্রীত হলাম, পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।


শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা।

১৮| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:২৪

জুন বলেছেন: আমিও একজন পাঠক হিসেবেই আপনার লেখাটি পাঠ করে গেলাম :)
+

০৫ ই মে, ২০১৭ রাত ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে খুব প্রীত হ'লাম।
পাঠক হিসেবে আপনাকে পাওয়া সৌভাগ্য আমার, কৃতজ্ঞতা জানবেন।


শুভ কামনা রইলো আপু, ভালো থাকুন সদা।

১৯| ০৫ ই মে, ২০১৭ দুপুর ২:১১

নাগরিক কবি বলেছেন: জুন বলেছেন: আমিও একজন পাঠক হিসেবেই আপনার লেখাটি পাঠ করে গেলাম :)
+



আমিও ;)

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩১

ধ্রুবক আলো বলেছেন: নাগরিক কবি ভাই, কৃতজ্ঞতা জানবেন।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে খুব প্রীত হলাম।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা।

২০| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাইয়া,মানবী আপুর সাথে কিন্তু আমিও একমত।
পাঠকই বা কত জন হতে পারে। তবে এই যে লেখাটি লিখেছেন এটাও কি কম সুন্দর। রাত জেগে বসে কবিতা লেখা যায়না মনে হয়। শুধু রাতই পার হয়।
কবিতা মনের মাঝে হুট করে চলে আসে। তারপর সেই হুট করে আসা কবিতা লিখতে গেলে একটা পুরো কবিতা হয়ে যায়। আর কবিতা লিখতে গেলে মনও শান্ত থাক লাগে। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। লিখেটিকে অমর হয়ে কি আর লাভ বলুন। মনে আনন্দ পাওয়ার জন্য লিখুন। একদিন হয়তো দেখবেন এমনিতেই অনেক বড় লেখক হয়ে গেছে। আর সব কিছু যদি আপনার অনুকুলে থাকে তবে একদিন হয়তো অমর লেখক হলেও হতে পারেন।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: একটা লেখা লেখতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, রাত পার হয়ে যায় তবুও লেখা আসেনা কখনও।
আপনার কথাগুলো খুব সুন্দর, বেশ ভালো লাগলো, খুব অনুপ্রানিত হলাম।

আপনার প্রার্থনা যেন কোনো একদিন সত্যি হয় সেই আশা বুকে ধারণ করি। আপনিও একদিন অমর লেখক হোন সেই প্রার্থনাও করি।

শুভ কামনা রইলো ভাই। ভালো থাকুন সদা....

২১| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোস্তফা সোহেল বলেছেন: মনের মাঝে তো কত লেখাই আসে । মনে মনে যত লেখা আসে তা যদি কলমের আচরে রুপ দেওয়া যেত তবে অনেক মানুষই অমর লেখক হতে পারত।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: কথা একদম অকল্পনীয় বলেছেন। খুব ভালো লাগলো, আসলেই মনে যত লেখা আসে তা কি সব কাগজে কলমে রূপ নেয়!

যদি এমন হত অনেকেই অমর লেখক হতে পারতো।

সুন্দর মন্তব্যে ও প্লাসে খুবই প্রীত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

২২| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা হোক বা অকবিতা, ভাল হইছে এটাই কথা!!!

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আপনার এই সুন্দর মন্তব্যে খুবই অনুপ্রানিত হলাম, লেখা ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সব সময়...

২৩| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তবতা হলো আপনার লেখারও অনেক পাঠক রয়েছে।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:১২

ধ্রুবক আলো বলেছেন: হ্যা, ভাই, এটা আমার জন্য বড় পাওয়া।
পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই , প্লাসে খুব প্রীত হলাম।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সব সময়।

২৪| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্তব্য করতে হয় তাই করছি এমনটা ভাববেন না। আপনার কবিতাটি আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে। লিখে যান।


ধন্যবাদ ধ্রুবক আলো।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:১৬

ধ্রুবক আলো বলেছেন: না ভাই, ওরকম কখনই ভাবি না, আপনি ব্লগে সব সময়ই উপস্থিত। আপনি কখনোই মন্তব্য করার জন্য মন্তব্য করেন না।
আপনার উপস্থিতি অনেক অনুপ্রেরণা মূলক।

আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সব সময়...

২৫| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




চমৎকার ... চমৎকার ------
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!

দারূন রূপকল্প । এমন রূপকল্প থাকলে পরে অ-কবিতাই একদিন কবিতা হয়ে উঠবে ।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার এমন এক সুন্দর মন্তব্যে সত্যি খুবই অনুপ্রানিত হলাম, লেখা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
আপনার কথা যেন সত্যি সেই কামনাই করি।
অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সবসময়...

২৬| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: কবিতাটি পড়ে ভাল লেগেছে। আমার মত অসহায়, ক্ষুদ্র ব্লগারের মনের কথা।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: আমার এই সামান্য আপনার মনের কথা ফুটিয়ে তুলেছে জেনে খুব ভাল লাগলো।
পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা

২৭| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৩

শরদিন্দু রূপক বলেছেন: একদম আমার মঅনের কথা।নিছক পাঠক হয়েই রয়ে গেলাম।।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: আপনার মনের সাথে মিলেছে জেনে খুব ভালো লাগলো। ভালো পাঠক হলে ভালো লেখক হতে পারবেন।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা।

২৮| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৩১

নীলপরি বলেছেন: এরকম ফিলিং আমারো হয় ! :)

তবে আমরা কিন্তু আপনার লেখা পাঠক হিসাবেই পড়ি । এটাও পড়লাম । ভালো লাগলো । +++++++++

শুভকামনা ।

০৬ ই মে, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: এতো গুলো প্লাসে খুবই প্রীত হ'লাম।
পাঠক হিসেবে আপনাদের পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার।

পাঠদান ও সুন্দর মন্তব্যে খুবই অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ আপু।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সবসময়।

২৯| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: কথা মালা অনেক ভালোলাগলো।

ভালো পাঠক= ভালো লেখক।

শুভকামনা চিরন্তন।

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:০৩

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই, প্লাসে প্রীত হলাম ।

কথা মালায় ভালো লাগা রেখে গেলেন জেনে খুব ভালো লাগছে।

আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন সব সময়...

৩০| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: পাঠক হয়ে এই লিখা !

দারুন পোষ্ট ! ভালো লাগলো ভাইয়া।

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:০৪

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম।

ভালো লেগেছে খুব ভালো লাগলো কবি ভাই।

শুভ কামনা রইলো ভালো থাকুন সদা...

৩১| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


ভালো পাঠক থেকে ভালো ব্লগার হওয়ার সম্ভাবনা

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:০৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো পাঠক, ভালো লেখক ও ভালো ব্লগার হওয়ার চেষ্টা করি সব সময় ।

জানি না কতটুকু উন্নতি হয়েছে, তবে ধীরে ধীরে একদিন নিশ্চয় পারবো।

অনেক ধন্যবাদ গাজী ভাই, পুনরায় অনুপ্রেরনামূলক মন্তব্য রাখার জন্য।

৩২| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৭

খালিদ১২২ বলেছেন: শুভ কামনা, সম্ভাবনাময়

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:০৯

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

৩৩| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: ভাল লেখক/কবি হওয়ার পূর্বশর্ত হচ্ছে ভাল পাঠক হওয়া। সুতরাং, আপনার পাঠক হয়েই রয়ে যাওয়াটা একটা শুভ লক্ষণ বলে মনে করি। অদূর ভবিষ্যতে আপনার একজন ভাল লেখক/কবি হবার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে আপনি এখানে যেটা লিখেছেন, সেটা একটা ভাল কবিতার মানদন্ডে উৎরে গেছে বলে মনে করি। কারণ, আপনার বক্তব্য সাবলীল ও ছন্দময়। যা বলেছেন, তা পাঠকের সহজে বোধগম্য হয়, হৃদয় ছুঁয়ে যায়।
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!
-- এ জন্যই, প্রেমিকাকে যেমন প্রাক্তন হতে দিতে নেই, মাথায় ঘুর ঘুর করা লেখাকেও তেমনি ফিরে যেতে দিতে নেই। হাতের কাছে যা পাওয়া যায়, তাতেই টুক করে লিখে ফেলতে হয়, প্রয়োজনে সংক্ষিপ্ত কিংবা সাংকেতিক ভাষায়। :)
কেবলই লেখা যাওয়ার চেষ্টা -- এখানে একটু সম্পাদনার প্রয়োজন আছে বলে মনে করি। "লেখা যাওয়ার" কথাটা লিখে যাওয়ার কিংবা লিখে যাবার করে নিলে ভাল হয় বলে মনে করি।

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:০০

ধ্রুবক আলো বলেছেন: আপনার পাঠদান ও সুন্দর মন্তব্যে খুবই অনুপ্রেরণা যোগায়। প্লাসে প্রীত হলাম।

আসলে লেখাটা মনের এক অভিব্যক্তি থেকে লেখা।
আপনি বললেন 'তা পাঠকের সহজে বোধগম্য হয়, হৃদয় ছুঁয়ে যায়।' কথাটা জেনে খুবই ভালো লাগছে। সবসময় চেষ্টা করি যে লেখি না কেন তা পাঠকের বোধগম্য হয়। আর বই যখন সময় পাই তখনই পড়ি, আমি বই পড়তে সবাইকে উৎসাহও দেয়।
আপনি যে আশীর্বাদ টুকু করলেন, তা যেন পূর্ণ হয়।

হাতের কাছে যা পাওয়া যায়, তাতেই টুক করে লিখে ফেলতে হয়, প্রয়োজনে সংক্ষিপ্ত কিংবা সাংকেতিক ভাষায়।
এই কাজটা আমি চেষ্টা করি সবসময় করার জন্য, অনেক সময় ব্যস্ততার চাপে টুকে রাখা হয় না! তখনই খুব কষ্ট লাগে লেখাটি মনে না আসার কারণে।

অনেক ধন্যবাদ ভাই, এরকম একটা ভুল আমি চোখে দেখেও লক্ষ্য করিনি, ভুলটা সংশোধন করিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞ রইলাম।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সব সময়.....

৩৪| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১:০১

মহিউদ্দিন হায়দার বলেছেন: কলমের পেছনে লাগলেই লেখক হওয়া যায় না। লেখক হবার পথে আছে অনেক বাধা, অনেক সমস্যা ,অনেক জটিলতা। আছে অনেক দুঃখ, অনেক মুসিবত। এসব কিহু ডিঙ্গিয়েই হতে হয় লেখক। তবে সবার আগে থাকতে হয় চেষ্টা। ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টের জন্য।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কথা ব্যক্ত করেছেন, খুব ভালো লাগলো, এই সুন্দর মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
আসলেই সহজে লেখক হওয়া যায় না। অনেক কষ্ট সাধ্য ব্যাপার।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, শুভ কামনা রইলো।
ভালো থাকুন সদা...

৩৫| ০৯ ই মে, ২০১৭ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



//ব্যস্ততার সঙ্গী হয়ে হারিয়ে ফেলি
কত অগোছালো পংক্তি
কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াস;
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!//

-এক কথায় দারুন।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা।

৩৬| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:২৫

হাফিজ রাহমান বলেছেন: এমন ভয়ঙ্কর অভিমান থেকেই জন্ম নেয় বিশ্ব সেরা কবি সাহিত্যিক। আপনার ব্যাপারে আমার ভীষণ সন্দেহ হয়। ধন্যবাদ। ভাল থাকুন।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম,
ভাই আপনার কথা যেন পূর্ণ হয় সেই আশাই করি।

অনেক ধন্যবাদ ভাই ,
শুভ কামনা রইলো, ভালই থাকুন সদা।

৩৭| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা, কেমন আছেন?

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: হ্যা দাদা ভালো আছি, জিজ্ঞাস করেছেন খুব ভাল লাগলো।

আপনি কেমন আছেন?

৩৮| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৪

বর্ষন হোমস বলেছেন: যদিও ছন্দ মেলেনি তারপরেও পড়ে মনে হলো নিজের মনের কথা।মনের ভাব প্রকাশের এর চেয়ে ভাল উপায় নেই।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪২

ধ্রুবক আলো বলেছেন: ঠিক বলেছেন ভাই, এটা একদম আমার মনের কথা। আসলেই মনের ভাব প্রকাশ করার জন্যে এর চেয়ে ভালো উপায় নেই।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ভাই।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা....

৩৯| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

নাগরিক কবি বলেছেন: আর কত দিন পাঠক থাকবেন? :-& আজ কে তো এক কবির মৃত্যু হলো। এবার শুরু করেন। B-)

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৫

ধ্রুবক আলো বলেছেন: কবিদের মৃত দেহ চাপা কাগজে কলমে, এরপর একসময় ধূলি বালির কনায়।

লেখা দিবো ভাই, ব্যস্ততার জন্য লেখা সম্পূর্ণ করতে পারছিনা, তাই একটু সময় নিচ্ছি।


অনেক ধন্যবাদ ভাই। অশেষ কৃতজ্ঞ।

৪০| ১৪ ই মে, ২০১৭ রাত ১:৩৬

ANIKAT KAMAL বলেছেন: অ‌নিন্দ্য সুন্দ‌রের অপূর্ব প্রকাশ

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:১২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, এ সুন্দর মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা

৪১| ১৪ ই মে, ২০১৭ সকাল ৯:১০

ডঃ এম এ আলী বলেছেন: আজ হতে অনেকদিন আগে
Reading for Pleasure নামে
একটি প্রবন্ধ পড়েছিলাম ।
প্রবন্ধটির প্রচ্ছদ ছবিটা
ছিল নীচের মতন

তার মানে পাঠকের পড়ার আনন্দটাই এত বেশী যে
পাঠের সময় পাঠকের আর কোন হুস জ্ঞান থাকেনা ।
বিচিত্র ভঙ্গিমায় পাঠের আনন্দের সাথে ছবিটার
এতই মিল ছিল যে তা আমি সংগ্রহে রেখে দিয়েছিলাম ।
অনেকদিন পরে আপনার লিখাটি পাঠে
এর কথা মনে পরে যায় । পাঠের সময়
পাওয়া বিষয়াদির কিছু টুকে রাখলে তা
সময়ে ভাল কাজে দেয় বলে দেখা যায়।
লেখক বলছেন লিখা থেকে বেশী কঠীন হল
পাঠ করা । তিনি লিখেছেন কোন কোন লিখা পাঠের সময়
তার সঠিক অর্থ অনুধাবন করতে কিংবা কোন কোন
লিখার সঠিকতা বুঝতে দিনের পর দিন কেটে যায়,
খুঁজতে হয় অভিধান , দেখতে হয় আরো অনেক
প্রাসঙ্গিক লিটারেচার ।পাঠক হয়ে থাকা বেশ
কঠীণ কর্ম । তবে পাঠকৃত বিষয়টি ভাল করে জানার
পরে আনন্দ হয় অপার । তাই পাঠক হয়ে থাকাটা
খুবই সুখকর ও একটি অতি প্রয়োজনীয় ব্যপার ।

যাহোক, পাঠকের পাশাপাশি লিখক হয়ে যা
লিখেছেন তা হয়েছে অতি উত্তম , এমনি
করেই পঠন আর লিখনে মিলে কবির
হবে বিকাশ , সে কামনাই করি ।

অনেক শুভেচ্ছা রইল ।

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২৭

ধ্রুবক আলো বলেছেন: আপনার নিজস্ব কিছু কথা ও স্মৃতী কথা মন্তব্যে প্রকাশ করেছেন, অশেষ কৃতজ্ঞ রইলাম।

কথা গুলো খুবই সুন্দর, জানি না কতটা ভালো পাঠক হতে পেরেছি, আসলেই পাঠক হওয়া অনেক কঠিন!! তবুও চেষ্টা করি ভালো একজন পাঠক হওয়ার, সব ধরনের বই পড়ার চেষ্টা করি। বই পড়ার কোনো বিকল্প নেই।

ভাই অনেক অনেক ধন্যবাদ অশেষ সুন্দর মন্তব্যের জন্য, খুব অনুপ্রানিত হলাম।

অনেক শুভ কামনা রইলো, ভালো থাকুন সব সময়...

৪২| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

ব্যস্ততার সঙ্গী হয়ে হারিয়ে ফেলি
কত অগোছালো পংক্তি
কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াস;
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!" - অসাধারণ সব কথামালায় সাজানো কবিতাটি প্রশংসা করে শেষ হবার নয়। প্রতিটি নিঃশ্বসিত সময়ে পড়া শেষে এক অসাধারণ অনুভূতি। ভাবুক চিন্তক হয়ে উঠে মনের ভেতর ভুবন। পাই প্রতি নিশ্বাসে বিশ্বাস্য শব্দগুলো। কবির সার্থকতা তো এখানেই। আমাকে স্বপ্ন আর কল্পনার ভুবনে ব্যস্ত রাখাইতো কবির কবিতা, যাতে বাস্তবতার মিলন স্পষ্ট। কল্পনায় ভেসে ভেসে বাস্তবতার ছোঁয়া পাওয়াই পাঠকের মুগ্ধতা। আমি মুগ্ধ ভাই। আপনার কবিতা আমি প্রথমদিনের পরেও কয়েকবার এসে পড়ে গেছি। আজ আবার এসেছিলাম নতুন কবিতার আশায়। আজ আর না জানিয়ে যেতে পারলাম না। শ্রদ্ধা আপনার কাব্যিক মনে।

সার্থক হোক আপনার কবিত্ব আর কবিতা এই প্রত্যাশায়
শুভকামনা সবসময়।
শুভ সকাল।

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩২

ধ্রুবক আলো বলেছেন: আপনি কবিতায় মুগ্ধ হয়েছেন জেনে খুব ভালো লাগলো, খুব অনুপ্রানিত হলাম। কয়েকবার এসে আমার এই কবিতা পড়ে গেছেন, কৃতজ্ঞ রইলাম ভাই।
আপনাকেও শ্রদ্ধা নিবেদন করি।

আপনার লেখালেখির জীবন সার্থক, শুভ কামনা রইলো।

ভালো থাকুন সদা.....

৪৩| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত



হো হো হো

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ধ্রুবক আলো বলেছেন: হো হো হো ভাই ইহা হওয়া উচিত সর্বস্বত্ব ফ্রি। হা হা হা

৪৪| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন:

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ধ্রুবক আলো বলেছেন: এই লোকেরে জিজ্ঞাসা করা দরকার জীবনে কয়টা বই পড়ছে, আর কবিতা বানান করতে দিতে হবে।
কি আর বলবো ভাই, চোরে না শুনে ধর্মের কাহিনী।

৪৫| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪

কল্লোল পথিক বলেছেন: অকবিতা বেঁচে থাক কবিতার খাতায়!
সতত শুভকামনা জানবেন।

১৪ ই মে, ২০১৭ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই।
পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম।
আপনাকেও অনেক শুভ কামনা জানাই, ভালো থাকুন সদা।

৪৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪৭

উর্বি বলেছেন: দারুন তো। অসাধারন

১৪ ই মে, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম ।
অনেক ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

৪৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৩

তরুন ইউসুফ বলেছেন: জীবনানন্দের ভাষায় একে বলে কারুবাসনা!

১৪ ই মে, ২০১৭ রাত ৮:০৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, সুন্দর একটা তথ্য পদ জানানোয় কৃতজ্ঞ,
খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা..

৪৮| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


দেশে রাজনৈতিক কথাবার্তা শুরু হয়েছে, এগুলো নিয়ে লিখুন।

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভাই, দেশের যে অবস্থা লিখলেও লাভ নাই, এদেশের মানুষ আর ঠিক লাইনে আসবো না।
তারপরও আপনি যখন বলেছেন লিখবো

৪৯| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:২২

শাহারিয়ার ইমন বলেছেন: শেষ বেলার কবির মত
শুধুই চলে যাওয়ার আভাস
"আচ্ছা কবি, কবিতা কি?
তুমি তো কখনো বলোনি"
শুধু এক বুক ভরা কষ্ট নিয়ে
লিখে গেলে অসংখ্য কবিতা,
আমি তো কেবল সাক্ষী থেকে গেলাম
অমর সব কথামালার; আর
পাঠক হয়ে রয়ে'ই গেলাম।

৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: অশেষ ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.