নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয়...

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

কলমের জাদুকর...



আমি এখন আমার কেবিনে গিয়ে লিখবো। স্যার, খাতা কলম তো কিছুই আনেন নাই, লিখবেন কিভাবে?!
লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে।

আসলে স্যারকে নিয়ে নিজের মত করে কি লিখবো বুঝতে পারি না! হুমায়ুন আহমেদ স্যার, নন্দিত কথাসাহিত্যিক। আমি বলি কলমের জাদুকর; শুধু আমি নই অনেকেই বলে। এমন এক ঝিড় ঝিড় বৃষ্টির দিনে হুমায়ূন আহমেদ। শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। সেই দিন ছিলো রমজান মাস; এক দুর্লভ নক্ষত্র ঝড়ে গিয়েছিলো সেদিন। আজ উনার পঞ্চম মৃত্যু বার্ষিক। ভাবতেই অবাক লাগে, খুব কষ্ট লাগে, স্যার আমাদের মাঝে নেই!!

ফাউন্টেনপেন বইটা আমার খুব প্রিয়, বইটাতে স্যার তার জীবনের কঠিন কিছু মুহূর্তের কথা বলেছেন।
লেখকদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব সচল হয়। আমার কেন জানি মনে হচ্ছে এই পৃথিবীর সময় আমার জন্যে শেষ হয়ে আসছে। আমার ছোট ছেলে নিষাদ মনে হয় বাবার স্মৃতী ছাড়াই বড় হবে।
স্যার শেষ দিকে এমনই কিছু কথা লিখে গেছেন।
উনি এও লিখেছিলেন, আমি ঘেটুদের নিয়ে একটা চলচ্চিত্র বানাবো নাম দিবো "ঘেটুপুত্র কমলা"। আমার কেমন যেন মনে হচ্ছে এরপর আমি আর কোনো চলচ্চিত্র তৈরি করতে পারবো না।

লেখক হিসেবে হুমায়ুন আহমেদ ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ। আর মানুষ হিসেবে উনি ছিলেন একজন প্রকৃত ভালো মানুষ। "ম্যাজিক মুনশী" বইয়ের কিছু অংশ না লিখে পারছিনা। 'ম্যাজিক মুনশী সাহেবের সাথে উনার পরিচয় হয় একটা দুর্ঘটনা বসত। ঘেটুপুত্র কমলা ছবির শুটিংয়ের জন্য সেট ঠিক করতে যাচ্ছিলেন লঞ্চে করে, মাঝ নদীতে তুফান শুরু হয়! এরপর লঞ্চ থামানো হয় একটা অপরিচিত একটা অঞ্চলে সেখানে একজন মুনশী ছিলেন সবাই তাকে ম্যাজিক মুনশী বলে ডাকতেন। ম্যাজিক মুনশী বলার কারণ উনি ম্যাজিক জানতেন। ম্যাজিক মুনশী হুমায়ুন আহমেদের সাথে পরিচিত হওয়ার পর, কথোপকথনের এক পর্যায়ে "নলিনী বাবু bs.c" বইটা চোখে পরে। মুনশী সাহেব বইটা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, আর স্যার বইটা উনাকে একেবারেই দিয়ে দেন। মুনশী জিজ্ঞেস করেছিলেন নলিনী বাবু কি সত্যিকারের কেউ। তো স্যার এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, এটা আপনার জন্য একটা ধাঁধার মত, এই রহস্যটা আপনি খুঁজে বের করবেন। এরপর সেখান থেকে চলে আসার পর স্যার ঘেটুপুত্র কমলা ছবির কাজের জন্য খুব ব্যস্ত হয়ে পরেন। ম্যাজিক মুনশীর কথা উনার আর মনে পরেনা। এই সময় উনি ছবিটা তৈরি করার জন্য অর্থ সংস্থানের চেষ্টা করতে থাকেন, একটা চলচ্চিত্র বানানো খুব খরচের ব্যাপার। কিন্তু এতো অর্থ কোথায় পাবেন সেইজন্য অনেক ছোটাছুটি করেন। ঠিক সেই সময় উনার কাছে একটা চিঠি আসে। চিঠির প্রেরক ম্যাজিক মুনশী। চিঠিতে লেখা ছিলো, পত্র শুরুতে আমার সালাম নিবেন, আশা করি আপনি ভালো আছেন। আমি খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারি না। সম্ভবত আমি আর বেশি দিন বাঁচবো না। আপনার সেই বইয়ের নলিনী বাবু কি সত্যিকারের সেটা যদি বলতেন। মৃত্য পথ যাত্রীর ইচ্ছে পূরণ হতো।
স্যার চিঠির জবাবে লিখেছিলেন, আপনি অসুস্থ শুনে খুবই ব্যথিত হলাম। আমি এই চিঠির সাথে আমার দুজন এসিস্ট্যান্ট পাঠাচ্ছি আপনি ওদের সঙ্গে ঢাকায় চলে আসুন আপনার চিকিৎসার সকল খরচ আমি ব্যবস্থা করবো। আর নলিনী বাবু সত্যিকারের কেউ নয়! লেখকদের জগতে অনেক চরিত্র বসবাস করে নলিনী বাবু এদের মধ্যে একজন!

মানুষ হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জীব; বাকিসব স্বাভাবিক। মনে একটা কষ্ট হুমায়ুন আহমেদ স্যার বেঁচে নেই। স্যার বেঁচে থাকলে উনি আরও একটা বই লিখতেন নাম দিতেন "অদ্ভুত মানব" যেখানে দুটো বিয়োগান্তক মুহূর্ত থাকতো। একটা মুহূর্তে মিসির আলি সাহেব হারিয়ে যেতো; আরেকটা মুহূর্তে হিমুকে খুঁজে পাওয়া যাবে না! এর মানে দুটো চরিত্রই মুক্তি পেয়ে যাবে! পৃথিবীর সব কিছুই ক্ষনিকের। মানুষের জীবন তার মধ্যে অন্যতম!!

সব চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয়।
স্যার এখনও বেঁচে আছেন...



.




মন্তব্য ৬৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



লেখকেরা বেঁচে থাকেন নিজের লেখার মাধ্যমে

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৭

ধ্রুবক আলো বলেছেন: একজন লেখকের স্বার্থকতা এখানেই।

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটি পড়ে। প্রিয় কবি লেখককে মানুষ এতটা ভক্তি শ্রদ্ধা জানাতে পারে তা আপনার লেখায় স্পষ্ট। আপনার লেখাই প্রমাণ করছে, তিনি প্রস্থান হননি, তিনি আছেন আপনার মতো অনেকের মধ্যে।

সত্যি লেখকদের ভিতর অনেক চরিত্র দৌড় পারে, এর মধ্যে কয়েকটিই প্রকাশ পায়।
প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।

শুভকামনা আপনার জন্য।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: উনি আছেন, উনি থাকবেন চিরকাল।

প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধা সব সময়।

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলী

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধাঞ্জলী সব সময়...

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আমি যে বেঁচে আছি, শুধু তার জন্য।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৬

ধ্রুবক আলো বলেছেন: বাঁচা মরা সব মহান আল্লাহর কাছে। মানুষের বাঁচার জন্য মাঝে মাঝে প্রেষণা দরকার হয়; আপনি উনার কাছ থেকে সেই প্রেষণা পেয়েছেন।

আপনার মত অনেকেরই বেঁচে থাকার প্রেরণা হুমায়ুন আহমেদ স্যার।

৫| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, তিনি আছেন থাকবেন আপনার মতো লাখো কোটি ভক্তের হৃদয় জুড়ে।

শুভকামনা আপনার জন্য।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য।

সন্ধ্যায় মন খারাপ হয়ে গেলো আবার, আবার আরেকজনের কাছ থেকে শুনলাম উনি নাস্তিক!! খুব কষ্ট পেলাম কথাটা শুনে। মানুষ না জেনে উনার সম্পর্কে এমন কথা কি করে বলে। কতটুকু জানে স্যারের সম্পর্কে।

৬| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যারা অপরকে নাস্তিক বলে আসলে তারা নিজেরা কাফের, তারা আল্লাহ্'র সাথে শিরক করে। আমি তাদের ঘৃণার চোখেই দেখি, এঁড়িয়ে চলতে চেষ্টা করি।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই যে নাস্তিক তাকে নাস্তিক বলা যায়। কিন্তু যে আস্তিক তাকে তাকে অনর্থক নাস্তিক বলাটা তো পুরাই অন্যায়।

৭| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, মন্তব্যে খুব প্রীত হলাম।

৮| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩১

নীলপরি বলেছেন: মন দিয়ে মনের কাছের একটা লেখা লিখেছেন । ভালো লাগলো । ++++

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৬

ধ্রুবক আলো বলেছেন: প্লাসে খুব প্রীত হলাম। ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব। লেখাটা একদম মন থেকেই লেখা।
স্যার সবার মাঝেই বেঁচে থাকবেন।

৯| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: স্যারকে নিয়ে খুব সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
মানুষ চলে যাবে এটাই নিয়ম। মন খারাপ হয় মাঝে মাঝে তবে আমাদের কিছুই করার নেই।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

মানুষ চলে যাবে এটাই জগতের নিয়ম। মন খারাপ হয় বেশি তখন, যখন ভালো জ্ঞানী মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয়!!

১০| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অন্যায় নয় শুধু, রীতিমত শিরক করা। আমি হাদিস কোরান কম জানি, একবার দেখে নেবেন।
কাউকে না জেনে নাস্তিক বলা আল্লাহ্'র সাথে শিরক করার সামিল।
অনেকে নাস্তিক অর্থই জানেনা!!

২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ঠিকই বলেছেন, অনেকেই নাস্তিক মানে জানে না।

১১| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

খায়রুল আহসান বলেছেন: সব চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয়[/sb -- সত্য। আপনার এ লেখাই তার প্রমাণ।
প্রয়াত লেখকের প্রতি শ্রদ্ধাঞ্জলি!
নীলপরি এর মন্তব্যটা (৮ নম্বর) ভাল লেগেছে।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়। স্যার চিরকাল বেঁচে থাকবেন সবার মাঝে শুধু একজন লেখক হিসেবে নয়; একজন প্রকৃত মানুষ হিসেবেও।

১২| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগলো । ++++

২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

স্যার পাঠক হৃদয়ে বেঁচে থাকবেন সবসময়।

১৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,





চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয়...মনের মাঝে বারেবারে ফিরে আসার আকুতি ।

চাঁদগাজী ঠিক কথাটিই বলেছেন ----লেখকেরা বেঁচে থাকেন নিজের লেখার মাধ্যমে ।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: হ্যা, লেখকরা বেঁচে থাকেন নিজের লেখার মাধ্যমে।
কিন্তু স্যার শুধু লেখক হিসেবে নয় একজন প্রকৃত মানুষ হিসেবেও বেঁচে থাকবেন সবার মাঝে।

মনের মাঝে বারেবারে ফিরে আসার আকুতি। কথা খানি সুন্দর বলেছেন ভাই।
অনেক ধন্যবাদ।

১৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ++++

স্যারের প্রতি প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি !

২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

স্যার বেঁচে থাকবেন সবার হৃদয়ে সবসময়।

১৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: লেখকদের জীবন আটকে থাকে লেখায়, আর সেই লেখা ধারণ করে পাঠক হৃদয় । তাই বলা চায় লেখকদের জীবন পাঠকদের হৃদয় ।

চমৎকার লিখেছেন ।

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

ধ্রুবক আলো বলেছেন: লেখকদের জীবন পাঠকদের হৃদয়, খুব সুন্দর একটা কথা বলেছেন ভাই। অনেক ধন্যবাদ।

স্যার সবার হৃদয়ে সারাজীবন বেঁচে থাকবেন।

১৬| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

ব্লগ মাস্টার বলেছেন: সব সময় এই প্রিয় মানুষটির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী থাকবে ।প্রিয় মানুষকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ ভাই ।

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় মানুষটির জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

১৭| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: প্রিয় লেখককে নিয়ে অনেক সুন্দর একটি লেখা। ধন্যবাদ আপনাকে।

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় লেখককে নিয়ে শুধু একটু সুন্দর করে লেখার চেষ্টা করেছি মাত্র। আমি কি আর এতো সুন্দর লিখতে পারি। স্যারের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

১৮| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০

জুন বলেছেন: চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয় ধ্রুবক আলো । তারা আমাদের হৃদয়ে স্থান করে নেয় তাদের লেখার মাধ্যমে ।
প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্টাইলটি ভালোলাগলো ।
+

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: একজন লেখক তার লেখা দিয়ে আমাদের হৃদয়ে বেঁচে থাকে সারাজীবন।

প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাস সবসময়।

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয়।
স্যার এখনও বেঁচে আছেন...
সত্য , সত্য বলেছেন।

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: স্যার সবার হৃদয়েই বেঁচে থাকবে আজীবন।

স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

২০| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৭

সামিয়া বলেছেন: ভালোলাগলো ++++++++

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪২

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।
স্যার বেঁচে থাকবেন পাঠক হৃদয়ে সবসময়। প্লাসে খুব প্রীত হলাম।

২১| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

গেম চেঞ্জার বলেছেন: এই লোকটাকে ভালবাসি, শত অপরাধ ক্ষমা করে দেওয়া যায় এইরকম মানুষের! বাংলাদেশের বড় মাপের নক্ষত্র ছিলেন উনি! :(

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় লেখকের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।
বাংলাদেশ একটি অনেক বড় নক্ষত্র হারিয়েছে।

২২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কাউকে নিয়ে লেখায় ভালোলাগা রেখে গেলাম !!

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


হুমায়ুন সাহেবের শেষ লেখা, 'দেয়াল'এ সমস্যা আছে।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: দেয়াল নাকি কে যেন এডিট করেছে। আমি এর তথ্য টা বের করার চেষ্টা করছি!
স্যার বইটা সম্পূর্ণ লিখে যেতে পারেন নাই। শেষের কিছু অংশ বাকি ছিলো।

২৪| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কি খবর ? কেমন আছেন ? এখন আপনার পায়ে অবস্থা কি ? পায়ের ব্যাথা কমেছে কি?

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: পাওয়ার7 ব্যাথা কমেছে। আর আছি ভাই একটু মানসিক জটিলতায়!!
খোঁজ খবর নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি কেমন আছেন??

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:১২

অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই
অসাধারণ...!!


------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার
লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন
মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....

০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

ধ্রুবক আলো বলেছেন: উচ্চ প্রশংসায় খুব প্রীত হলাম। আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

এতদিন অফলাইনে লেখা পড়েছেন জেনে খুব ভালো লাগলো, অনেক অনুপ্রানিত হলাম। অনেক অনেক ধন্যবাদ।
যাক আপনার সমস্যা সমাধান হয়েছে, আর যেন কোনো সমস্যা না হয় সেই কামনা রইলো।
আশা করি এখন থেকে আপনার লেখা পাবো ব্লগে।

শুভ কামনা রইলো।

২৬| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো ভাই
আজ বন্ধু দিবস।
আজকের এই দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫

ধ্রুবক আলো বলেছেন: বন্ধু দিবস হোক সব সময়, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৯

আহমেদ কিবরিয়া বলেছেন: হুমায়ুন আহমেদ স্যার আমার অনেক প্রিয়।

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, স্যার খুবই প্রিয় একজন মানুষ।

২৮| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মন থেকে বলি বলেছেন: লেখাটা পড়ে খুব ভাল লাগল

০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। এই একটু প্রয়াস স্যারকে নিয়ে লেখার।

২৯| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: সব চলে যাওয়ার মানেই চির প্রস্থান নয়।

ঠিক বলেছেন!:)


হুমায়ুন আহমেদ আমাদের সবার মাঝে বেঁচে থাকুক চিরকাল!:)

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

ধ্রুবক আলো বলেছেন: স্যার সবার মাঝে বেঁচে থাকবেন সব সময়। স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

৩০| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:১০

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক ভালো লাগলো স্যারকে নিয়ে লিখাটা।
সত্যি বলতে কি হুমায়ুন স্যার এর প্রতিটা বই, প্রতিটি নাটিক, প্রতিটি সিনেমা সম্মন্ধে "অসাধারণ " এই একটি মাত্র বিশেষণ ছাড়া অন্য কোনো বিশেষণ যোগ করতে পারিনা আমি।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

ধ্রুবক আলো বলেছেন: সত্যি অসাধারণ এই একটি বিশ্লেষণ ছাড়া অন্য কোনো বিশেষণ যোগ করতে পারিনা। খুব সুন্দর বলেছেন ভাই।
স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

৩১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: অনেকদিন পরে এসে একটি ভালো লেখা পড়লাম। কেমন আছেন আপনি?

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই ভালো আছি। আপনি কেমন আছেন??

৩২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার সব থেকে প্রিয় লেখকদের একজন, যেকানেই থাকুন তিনি ভালো থাকুক, এই কামনা করছি।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৮

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.