নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

সুখ-সমৃদ্ধি দিয়ে পৃথিবী সুন্দর করে গড়ে তুলি...

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৩



আসুন সবাই মিলে ঈদ উদযাপন করি। হাসি খুশি মনে সবাই একত্র হই। ভেদাভেদ ভুলে সবাই মিলিত হই।
সবাই খুশি ভাগাভাগি করি...

আসুন সবাই মিলে একটা পৃথিবী গড়ি, যেখানে থাকবে না কোনো বৈষম্য, হিংসা, বিদ্বেষ। যেখানে থাকবে না কোনো দ্বন্দ, থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ! ধনী গরিব ব্যবধান থাকবে না!

এই যে প্রতিদিন হতাহতের খবর পাই; সংঘাত মানুষে মানুষে, সীমান্তে। ক্ষমতার অপব্যবহার, যুদ্ধের মন মানসিকতা, শক্তির বড়াই, রক্তপাত।

আজ এক মায়ের বুক খালি, কাল একটা পরিবার ধ্বংস। ধীরে ধীরে মানব অস্তিত্ব; একদিন এমন হতেই পারে। অথচ এই পৃথিবী, পার্থিব জীবন ক্ষনিকের।

আমরা চাইলেই একটা সুন্দর পৃথিবী গড়তে পারি। তাই না!?
শুধু আমাদের দৃষ্টি ভঙ্গি ঠিক করতে হবে, মানসিকতা পাল্টাতে হবে, মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে। আমাদের চিন্তা শক্তি সুন্দর করতে হবে। পৃথিবী সুন্দর করে সাজাতে হাতে হাত মিলাতে হবে। অহংকার, ক্ষমতার গরম এগুলো ত্যাগ করতে হবে।

আজ পৃথিবীর, ঠিক এই সময় অনেকেই না খেয়ে আছে, কেউ ঘুমানোর জন্য কোথাও আকাশের বা গাছের নিচে মাথা গুঁজেছে! কারও শরীরে ভালো বস্ত্র নেই, চিকিৎসার অভাবে অসুখে ভুগছে। এরকম অজস্র কিন্তু লক্ষ্য বা তার অধিক মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
একবার তাদের কথা ভাবি সবাই।

আজ ঈদ, ঈদ মানে খুশি। কিন্তু সবার জন্যে কি!?

বাংলাদেশের এখন উত্তর অঞ্চল সহ আরও অনেক অঞ্চল বন্যায় প্লাবিত! তাদের কি এই ঈদে হাসি ফুটবে মুখে? না ফুটবে না। বেঁচে থাকার একটা দায় তো আছেই, আছে কষ্ট, দুর্ভোগ, প্রতি নিয়ত জীবন মরণ যুদ্ধ!!
রাঙামাটিতে পাহাড় যে পরিবার গুলো এখন নিঃস তাদের কি অবস্থা?! কেউ হয়তো তা আমরা জানি না!

মায়ানমারে চলছে মুসলিম রোহিঙ্গাদের উপর হামলা, অথচ এরা নিরীহ জনসাধারণ। এটা কি কাম্য কোনো নোবেল বিজয়ী রাষ্ট্র পরিচালিকার কাছ থেকে! নিশ্চিত কাম্য নয়। অথচ আজ ঈদ, আর এই ঈদের দিন তাদের কাছে সাধারণ কোনো দিনের মত কিংবা আরও ভয়াবহ। প্রতিদিন আতঙ্ক নিয়ে জেগে থাকা, পালিয়ে বেড়ানো। বেঁচে থাকার জন্য প্রানপন যুদ্ধ। সমুদ্র পার হতে গিয়ে নৌকার ডুবি হয়ে মৃতের ঘটনা খবরে, সংবাদ শিরোনামে, ব্রেকিং নিউজ দেখতে পাই। বেঁচে থাকার জন্যে এই প্রানপন যুদ্ধ। এই মানুষদের চোখে এখন জীবন মরণের একটা সীমা রেখা আঁকা, যা না পার করলেই নয়!

ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়ায় এখন কি অবস্থা! কেউ কি ভেবে দেখি? সেখানে সবাই খাওয়ার সময় চিন্তা করে "দ্রুত খেয়ে নেই, কখন আবার বোম্ব বিস্ফোরণ ঘটে কে জানে?!" মানে সেখানে জীবন এবং মরণ এক ধরণের খেলা! যদি কপাল ভালো থাকে তাহলে জিতে যাবে আর নাহলে পরাজয় মেনে নিয়ে জীবন থেকে চিরতরে হেরে যেতে হবে! আজ ঈদ, অথচ তাদের মুখে কি হাসির বদলে দুশ্চিন্তা বেশি! আজ আমি এই রাত জেগে লেখাটা লিখছি, আর হয়তো সে দেশ গুলোতে কোথাও কোনো বোমা হামলা বা অস্ত্র যুদ্ধ হচ্ছে বা হতে যাচ্ছে, কেউ তো আমরা নিশ্চিত নই!

আচ্ছা এরা তো মানুষ তাই না!? এদের কি অধিকার নেই সুস্থ ভাবে বেঁচে থাকার, স্বাভাবিক ভাবে জীবন যাপন করার। ঈদের দিনে প্রাণ খুলে জীবন উপভোগ করার! যুদ্ধ তো সব কোনো কিছুর সমাধান নয়। যুদ্ধের নামে হত্যাকান্ড ঘটানো এক ধরণের বড় অনেক বড় অপরাধ। অথচ কোনো ক্ষমতাসীন রাষ্ট্র এদের পক্ষে কথা বলছে না!

আমরা কি পারি না, একটা সুন্দর পৃথিবী গড়তে! যেখানে কোনো যুদ্ধ, দ্বন্দ, বৈষম্য, যুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যা করা থাকবে না। যেখানে মানুষ মানুষ কে স্বার্থহীন ভাবে ভালোবাসবে, সুন্দর করে জীবন সাজাবে!

আসুন সবাই মিলে ঈদ উদযাপন করি, প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য প্রার্থনা করি। যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, তারা তাদের অধিকার ফিরে পায়, সুন্দর সচ্ছল ভাবে যেন জীবন জীবিকা নির্বাহ করতে পারে।

আমাদের প্রত্যেকের উচিত নিজ স্থান হতে অল্প করো হলেও এগিয়ে আসা মানবতার খাতিরে। উচিত সবারই সাহায্যের হাত বাড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়া।

আসুন সকল মানুষ আমরা এক হই। ভেদাভেদ ভুলে যাই। সুন্দর একটা হাস্যোজ্জ্বল একটা পৃথিবী গড়ি।
শুধু ঈদ নয়, সদ সময় আমরা ভেদাভেদ, বৈষম্য ভুলে যাই। শান্তি প্রতিষ্ঠা করি।

"There's place in your heart
And I know that it is love"
Michael Jackson এর একটা গানের লাইন।




ছবি স্বত্ব: হৃদয় নামে এক জুনিয়রের তোলা।

মন্তব্য ৩৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫২

জাহিদ অনিক বলেছেন: মানবতার জয় হোক। ইদ মোবারাক।

আপনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছেন ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

ধ্রুবক আলো বলেছেন: মানবতার জয় হোক, শান্তি প্রতিষ্ঠা হোক।
ঈদ মোবারক।


কবিতা ইদানিং লেখা হয় না রাইটার্স ব্লকে আছি, লেখা মনের মত করে আসে না!!

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৪

মৌমুমু বলেছেন: আল্লাহ্ সকলের মঙ্গল করুন।
ঈদ মোবারক ধ্রুবক ভাইয়া।
ভালো থাকবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

ধ্রুবক আলো বলেছেন: আল্লাহ্ সকলের মঙ্গল করুন। পৃথিবী থেকে যুদ্ধ, অশান্তি দূর হয়ে যাক।

ঈদ মোবারক। অনেক শুভ কামনা রইলো।

ভালো থাকবেন।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।
মানুষ একটু শান্তিতে থাকতে চায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক ভাই।

মানুষ একটু শান্তিতে থাকতে চায়। তবে কিছু মানুষ আছে যারা অন্যের শান্তি দেখলে এলার্জি বেড়ে যায়, এদের জন্যেই এই বিশৃঙ্খল অবস্থা।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৩

বিজন রয় বলেছেন: ইদ মোবারাক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক ভাই।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক ভাই।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

নায়না নাসরিন বলেছেন: ইদ মোবারক :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক।
ঈদ কার্ডের জন্য অনেক ধন্যবাদ। কার্ডটা খুব সুন্দর।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

রুরু বলেছেন: সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন আমরা সবাই দেখি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ঠিক বলেছেন, এই একটা ছোট জীবনে মানুষের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে! একটা সুন্দর পৃথিবী, শান্তিতে বসবাস এর চেয়ে বেশি কি আর আশা করা উচিত!!
তবুও মানুষ বুঝে না।

সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন সবাই দেখি।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

সুমন কর বলেছেন: রাতেই পোস্টটি দেখে গিয়েছিলাম। ভালো লিখেছেন। কথাগুলোর মতো যদি আমাদের পৃথিবী হতো, তাহলে হয়তো নতুন এক রূপকথা হয়ে যেত.....

ঈদের শুভেচ্ছা রইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

ধ্রুবক আলো বলেছেন: সত্যি যদি আমাদের পৃথিবী রূপকথার গল্পের মত সুন্দর হয়ে যেত তাহলে এই এতো মানুষের কষ্ট দেখতে হতো না। কিন্তু তা সম্ভব নয়। তবুও মানুষই পারে পৃথিবীকে সুন্দর করে সাজাতে। সব মানুষের দুঃখ লাঘব করে দিতে পারে।

ঈদের শুভেচ্ছা রইলো ভাই....
ঈদ মোবারক।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর ভাবনার পোষ্ট ।

অনেক ঈদের শুভেচ্ছা রইলো ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ,
আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইলো।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, আমাদেরকে এক হতে হবে নইলে কষ্ট কমবে না।


ঈদ মোবারক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আমাদের এক হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে।

ঈদ মোবারক।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর চিন্তা।

ঈদের শুভেচ্ছা জানবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো। ভালো থাকুন।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

জাহিদ অনিক বলেছেন: কবিতা ইদানিং লেখা হয় না রাইটার্স ব্লকে আছি, লেখা মনের মত করে আসে না!! - রাইটার্স ব্লক কেটে যাক দ্রুতই।
হাত খুলে লেখা আসুক।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আমরা সাধারন মানুষ, অসহায় মানুষদের জন্য শুধু দোয়া করতে পারি।
কিন্তু যারা এই সব অসহায় মানুষদের নিয়ে ভাবলে কাজ হবে যাদের হাতে ক্ষমতা তারাই কিছু ভাবে না।
প্রত্যাশা করি একদিন মানুষে মানুষে সব ভেদাভেদ দূর হবে।সবাই মিলেমিশে এই পৃথিবীর বুকে বসবাস করবে।

তা কেমন আছেন আপনি? ঈদ নিশ্চয় ভাল কেটেছে?
অনেক ভাল থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

ধ্রুবক আলো বলেছেন: আমরা সাধারন মানুষ, অসহায় মানুষদের জন্য শুধু দোয়া করতে পারি।
সেটাই ভাই, আমাদের আর কি করার আছে!!

তা ভাই আপনি কেমন আছেন?
আমার ঈদ তেমন ভালো কাটে নাই, ঈদের কয়দিন পর ছিলাম বেশ অসুস্থ। খুব মাথা ব্যথা, এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: বেশ সুন্দর লিখেছেন!:)


+

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুখ-সমৃদ্ধি দিয়ে পৃথিবী সুন্দর করে গড়ে তুলি...

সেটাইতো চাই, কিন্তু চারিপাশে যা ঘটতে দেখি ঈদকে আর ঈদ মনে হয়না।

অনেকদিন পরে এলাম। কেমন আছেন ভাই আপনি?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

ধ্রুবক আলো বলেছেন: মানুষের একত্ববোধ পৃথিবীতে শান্তি এনে দিতে পারে।

আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামে সহমত। ছবিটা অনেক সুন্দর। অনেক দিন আপনার সাথে কথা হয় ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শিরোনামে সহমত হয়েছেন খুব ভালো লাগলো।

আমি মাঝখানে কয়েকদিন বেশ অসুস্থ ছিলাম তাই ব্লগে আসতে পারিনি। কথা হবে..

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের দেশসমুহে শান্তি না এলে, বিশ্বে অশান্তি লেগে থাকবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

ধ্রুবক আলো বলেছেন: বিশ্ব নেতারা এটা বুঝার পরেও তারা ওই বিশৃঙ্খলার পথকেই বেছে নেয়। এখন সমগ্র বিশ্বের মানুষদের এক হতে, ধর্ম জাতি নির্বিশেষে।
মুসলমানদের মধ্যেও একটার খুব প্রয়োজন।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

মিরোরডডল বলেছেন: in one word Ashadharon likhechen
I wish your dream will come true one day
its all of our dream to live in a peaceful world
all we need to love each other
be happy and try to make happy the person next to you
shobai shobai k niye valo thakbe ei prottasha!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

ধ্রুবক আলো বলেছেন: সবাই সবাইকে নিয়ে ভালো থাকবে এই প্রত্যাশা। খুব সুন্দর কথা বলেছেন। মানুষ চাইলেই পৃথিবী থেকে অশান্তি দূর করে দিতে পারে। All we need to love each other. আমাদের সবারই একটা স্বপ্ন একটা সুখী পৃথিবীতে বাস করা।

আপনার পাঠদান ও উচ্চ প্রশংসায় খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: অথচ এই পৃথিবী, পার্থিব জীবন ক্ষনিকের - এ কথাটা পৃথিবীর অধিকাংশ লোকের প্রায় সময়েই খেয়াল থাকেনা।
আলোকিত ভাবনা। পবিত্র ঈদের প্রাক্কালে এমন ভাবনাগুলো সবার সাথে শেয়ার করার জন্য আন্তরিক সাধুবাদ।
ছবিটাও সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: আসলেই মানুষ ভুলে যায় যে এই পৃথিবী ক্ষনিকের। এটা মানুষের একটা ব্যর্থতাই বলা যায়। মানুষ চাইলেই পৃথিবীকে সুন্দর করে সুখ শান্তি দিয়ে গড়ে তুলতে পারে।

লেখার জন্যে সাধুবাদ জানিয়েছেন, খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।
অনেক শুভ কামনা রইলো।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

ধ্রুবক আলো বলেছেন: আসলেই মানুষ ভুলে যায় যে এই পৃথিবী ক্ষনিকের। এটা মানুষের একটা ব্যর্থতাই বলা যায়। মানুষ চাইলেই পৃথিবীকে সুন্দর করে সুখ শান্তি দিয়ে গড়ে তুলতে পারে।

লেখার জন্যে সাধুবাদ জানিয়েছেন, খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।
অনেক শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.