নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

"নৃশংসতার বেড়াজাল"

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯



এ এক রক্তক্ষয়ী ভু-খন্ড
হঠাৎ গুলির বর্ষণ লাঠি চার্জ;
দাউ দাউ করা আগুন
বসত ভিটে সব ছাড়খার
সহায় সম্বল যা ছিলো নিয়ে সর্বহারা
হায়রে মানবতা!
মনে ভয়, চোখে দূর সীমানা
যেভাবেই হোক বাঁচতে হবে;
কোথাও গিয়ে দাঁড়াতে হবে;
নিজ মুলুকের ঠাঁই ছেড়ে!!

এক নদী রক্তের বন্যা বয়ে যায়
লাশ ভেসে বেড়ায় অথৈ জলে
মায়ের কোলে শিশুর কান্না
ছুটে পালা এবার
দানবের হাত থেকে দূরে,
বেয়োনেটের খোঁচা থেকে দূরে,
নৃশংস হত্যা, ইজ্জত হানির থাবা থেকে দূরে,
পাষন্ড অনল থেকে দূরে।

জীবিত জগতে আজ নরক দেখে
নিঃশব্দ দু'চোখে!
বাতাসে লাশের গন্ধ ভাসে
কানে ভেসে আসে প্রাণ ভিক্ষার চিৎকার।

কত অনাহার, কত দুর্যোগ বয়ে যায়
অসহায় দুঃখী এই মানুষদের উপর
আরেক প্রান্তে মরণ নেশার খেলায়
মেতে উঠে সভ্য নামক এক অসভ্য বিশ্ব!

অন্ন নেই বস্ত্র নেই
মাথার উপর খোলা আকাশ
এভাবেই দিনরাত কেটে যাচ্ছে
চোখের জলে সীমাহীন যন্ত্রনায়।

এখন তারা উদ্ব্যাস্তের দলে
এটাই কি নিয়তি?
কোথায় এই নৃশংসতার শেষ;
কোথায় এই ধ্বংসযজ্ঞের শেষ;
কোথায় এই দুর্দশার অন্ত?
দুঃখের কি শেষ নেই?
ওদের পরিচয় কি শুধুই রোহিঙ্গা!?

ছবি- ইন্টারনেট।
এ দৃশ্য বিশ্বের জন্য এক প্রকান্ড লজ্জার ।

.
প্রতিনিয়ত দেশের অবস্থা খারাপ হচ্ছে। রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, কুটনৈতিক ভাবে। চালের দাম বৃদ্ধি পেয়েছে, বাড়ছে বিদ্যুতের দাম। বাড়ছে জীবন জীবিকার অস্থিরতা।
রোহিঙ্গাদের উপর এতো অন্যায় অত্যাচার, পাশবিক নির্যাতন। নিজ দেশ ছেড়ে পালিয়ে বেড়ানো। অসহায়ের মত জীবন যাপন।
প্রতিদিন এসব নানান ধরণের খবর শুনে মনে একটুও শান্তি পাই না। সব ভাবলে আর লেখা আসে না আর, কলম চলে না!!
*খায়রুল আহসান ভাইয়ের কবিতা "রোহিঙ্গা ভাবনা" থেকে আমার এ লেখার প্রেষণা পেয়েছি।



কবিতা সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আজ মানবতার সংজ্ঞা উল্টে গিয়ে,
পশুর নাম মানুষ হয়ে,
পৃথিবীর বুকটা কুঁড়ে কুঁড়ে খেতে চাচ্ছে,
কিছু হায়না আর জন্তুু জানোয়ারে.....





মানবতার জয় হোক ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬

ধ্রুবক আলো বলেছেন: কিছু হায়না আর জানোয়ারে নিজেকে মানুষ বলে পরিচয় দেয়, কিভাবে পারে?! কিভাবে পারে ওরা এই নিরীহ মানুষের উপর এরকম পাশবিক নির্যাতন চালাতে?! আর বিশ্ব এখন তামাশা দেখতেছে।

মানবতার জয় হোক। শান্তি ফিরে আসুক সবার মাঝে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


জলদস্যুদের সাথে বাস করা মোটামুটি অসম্ভব; তারপরও রোহিংগারা তাদের বিপদ অনুমান করে যদি চলতে জানতো, কিছু আশা করা যেতো; এখন ওরাও সমস্যায়, সাথে আমরাও।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪১

ধ্রুবক আলো বলেছেন: রোহিঙ্গারা আসলে কোনো ভালো নেতৃত্ব পায়নি, অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই তারা জাতি হিসেবে অনেক দুর্বল।
সমস্যা এখন সবারই, এই রোহিঙ্গা এ দেশের ঘাড়ে পরে দেশের ওপর অনেক চাপ পড়ছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। ওদের দুর্ভোগে পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। এরা তো মানুষ তাই না।
কিন্তু বহিঃবিশ্ব এই ইস্যু নিয়ে তামাশা করতেছে। কোনো সমাধানে এগিয়ে আসছে না, তাই আমাদের দেশের উপর প্রতি নিয়তই চাপ পড়ছে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১

ওমেরা বলেছেন: হতাশ হবেন না ভাইয়া ,সমস্যার পরেই সমাধান আসবে নিশ্চয় ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৫

ধ্রুবক আলো বলেছেন: হতাশ হতে চাই না, চেষ্টা করি ভালো থাকার। কিন্তু চারিদিকে এতো সমস্যা, দুঃখ দুর্দশা দেখলে খুবই খারাপ লাগে! নিজের কাছে তখন ভালো লাগে না এই অশান্তি।

সমস্যার পর অবশ্যই সমাধান আসবেই; আপনার এই শুভ কামনা সত্যি হোক সেই আশায় রাখি। অনেক ধন্যবাদ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮

বর্ষন হোমস বলেছেন:
সত্যিই বড় খারাপ লাগে।কিছুই বলার নেই।শুধু নিরব দর্শক।কোথাও কিছু বলে লাভ হবে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৮

ধ্রুবক আলো বলেছেন: ঠিকই বলেছেন ভাই, কোথাও কিছু বলে লাভ নেই। কাকে বলা যায়? জাতিসংঘ চোখ থাকতেও অন্ধ অভিনয় করছে। ওআইসি'র কোনো খবর নেই। হিউম্যান রাইটসেরও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এরা নাকি মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে!?

সত্যি বড় খারাপ লাগে। আমরা শুধু নীরব দর্শক হয়ে রয়ে গেলাম।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪১

বিদেশ পাগলা বলেছেন: বাস্তবতা বড় নির্মম। বিশ্বের পরাশক্তি গুলি ও আন্তর্জাতিক সম্প্রদায় শুধু দায়সারা(মৌখিক) বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে।
যে বার্মা মাত্র কয়েক বছর পূর্বেও বাংলাদেশ কে যমের মত ভয় পেত ও সমীহ করতো ! আর এখন কিনা রীতিমত হুমকি দিচ্ছে -----আসল ব্যাপারটি কী ?চীন,ভারত ও রাশিয়ার প্রত্যক্ষ মদদ...........অন্যান্যদের..........পরোক্ষ সমর্থন এমনকি আরবদের....... ! !
যদিও বেশ পূর্বে থেকেই মগদের(বর্মীরা) কুখ্যাতি আছে দস্যুতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য । মগের মুল্লুক বেশ প্রচলিত একটি প্রবাদ বাক্য । সব চাইতে বড় কথা হচ্ছে------ "জোর যার মুল্লুক তার "।
এ পৃথিবীতে ন্যায় বিচার,ন্যায্য অধিকার ও মানবতা কোন দূর্বলদের জন্য নয় শুধু মাত্র সবলদের জন্য .............। :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: এ পৃথিবীতে ন্যায় বিচার,ন্যায্য অধিকার ও মানবতা কোন দূর্বলদের জন্য নয় শুধু মাত্র সবলদের জন্য .............।
বেশ ভালো একটা কথা বলেছেন।
বিশ্বের পরাশক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায় দায়সারা বিবৃতি দিচ্ছে এর মানে এরা এই অন্যায় অত্যাচার নিয়ে তামাশা করতেছে। আমাদের দেশ হলো ছোট দেশ আর পাশে ভারতের মত একটা বন্ধু রাষ্ট্র থাকলে তো আর কথাই নাই। ভারত একবার বলে আমাদের পাশে আছে আবার তাদের পাশেও আছে। কি এক তামাশা।
চীন, রাশিয়া, ভারত সমর্থন দেয়ার কারণেই মায়ানমারের এতো প্রভাব বিস্তার করার ক্ষমতা পাচ্ছে, না হলে ওদের এতো সাহস নেই এই ধ্বংসযগ্য চালাতে পারে।

জোর যার মুল্লুক তার এটা সেই প্রাচীন কাল থেকেই হয়ে আসছে! বর্মীদের কুখ্যাতি সবসময়ই আছে।

সুন্দর মন্তব্যের অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শুভ সকাল।
+।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: শুভ সকাল। অনেক ধন্যবাদ ভাই। চারিদিকে এতো দুর্দশা দুঃখ, ভালো লাগে না। তাই মনে মতন করে লেখা আসে না।
কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। প্লাসে অনুপ্রানিত হলাম।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপনার কবিতায়

সাম্প্রতিক সলমান বাস্তব মাঝেমধ্যে ঘুম কেঁড়ে নয়, ভাবনার সাগরে ভাসায়। মানুষ দিনদিন কতটা অমানবিক হয়ে উঠছে...
কি হবে সামনের দিনগুলো তে...। বড় অস্থির সময় পার করছি।

মানবতার হোক বিজয় বিশ্বময়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

ধ্রুবক আলো বলেছেন: সাম্প্রতিক ঘটনা গুলো অতিমাত্রায় অমানবিক হয়ে গেছে। মানুষ দিন দিন কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে, বিষয় টা সত্যি কষ্টকর।
কি হবে আসন্ন দিন গুলো কে জানে?
মানবতার জয় হোক!

কবিতায় ভালো লাগা রেখেছেন অনেক ধন্যবাদ!

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

আখেনাটেন বলেছেন: মানুষের হাহাকারভরা কঠিন বাস্তবতা মনকে কষ্ট দেয়। যুগে যুগে সবলেরা এভাবেই দুর্বলের উপর আঘাত করে গেছে, যাচ্ছে।

অমানবিকতা ও পাশবিকতা থেকে বিশ্বের গরীব জনগোষ্ঠীগুলোর সহজে মুক্তি নেই।

লেখাটুকু ভালোলেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

ধ্রুবক আলো বলেছেন: আসলেই এইসব অমানবিক ঘটনা গুলো খুব কষ্ট দেয়। সব যুগেই সবলেরা দুর্বলের উপর আঘাত হানে। অথচ মানুষ ইচ্ছে করলেই পারে এই পৃথিবীকে সুখ শান্তি দিয়ে ভরিয়ে তুলতে।

লেখাটুকু ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: জীবিত জগতে আজ নরক দেখে
নিঃশব্দ দু'চোখে!
বাতাসে লাশের গন্ধ ভাসে
কানে ভেসে আসে প্রাণ ভিক্ষার চিৎকার।

রোহিঙ্গাদের জন্য নরকই বটে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন: রোহিঙ্গাদের দুঃখের শেষ নেই। নিজ দেশ থেকে অত্যাচারিত হয়ে তারা আজ গৃহহীন।

কবিতার উদ্বৃতি দিয়ে মন্তব্য রেখেছেন, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো কবিতাটি, সুন্দর লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সদা।

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে কবিতা লিখলেন মনে হয়!
সমসাময়ীকি বিষয়ে লেখা কবিতাটি অনেক ভাল হয়েছে।
মানবতার জয় একদিন নিশ্চয় হবে।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আসলে ভাই কবিতা লিখি কিন্তু কবিতা পোষ্ট করি না, ফেসবুকে দেখি একজনের লেখা অন্য কেউ চালিয়ে দেয় তখন খুব কষ্ট লাগে তাই আর কবিতা পোষ্ট করি না।

মানবতার জয় নিশ্চিত হবে একদিন।
ভালো থাকুন ভাই।

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


বিষয়বস্তু ঠিক আছে; কবিতা লেখা কি সহজ?

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা লেখা সহজও আবার কঠিনও! এটা আসলে নির্ভর করে নিবিড় অধ্যাবসায়, মনোজগ, সৃষ্টিশীল চিন্তা ভাবনা, আগ্রহ এবং কবিতা লেখার একান্ত অনুভূতি ও ইচ্ছে।

অনেক লেখক বলেন কবিতা লেখা অনেক কঠিন! আমি বলি কবি হওয়া অনেক অনেক অনেক সাধনার ব্যাপার।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছুটে পালা এবার
দানবের হাত থেকে দূরে,
বেয়োনেটের খোঁচা থেকে দূরে,
নৃশংস হত্যা, ইজ্জত হানির থাবা থেকে দূরে,
পাষন্ড অনল থেকে দূরে।

চমৎকার লিখেছেন। মন ছুঁয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: কবিতার উদ্বৃতি দিয়ে মন্তব্য রেখেছেন, অনেক ধন্যবাদ। লেখা মন ছুঁয়ে গেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

ভালো থাকুন সদা...

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

রওশন_মনি বলেছেন: রোহিঙ্গারাও তো মানুষ।

০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

ধ্রুবক আলো বলেছেন: হ্যা রোহিঙ্গারাও মানুষ। কিন্তু এই মায়ানমার আর বাদ বাকি ফাঁকিবাজ বিশ্ব রোহিঙ্গাদের মানুষ বলে মনে করে না। কারণ তারা মুসলমান।
ধিক্কার জানাই এরকম অসভ্য চিন্তার বিশ্বকে।

পাঠদান ও মন্তব্যে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকুন সদা...

১৫| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: এক নদী রক্তের বন্যা বয়ে যায়
লাশ ভেসে বেড়ায় অথৈ জলে
মায়ের কোলে শিশুর কান্না
ছুটে পালা এবার
দানবের হাত থেকে দূরে,
বেয়োনেটের খোঁচা থেকে দূরে,
নৃশংস হত্যা, ইজ্জত হানির থাবা থেকে দূরে,
পাষন্ড অনল থেকে দূরে
-- কবিতায় এক ভয়াবহ বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় পাঠদান ও মন্তব্য রেখেছেন ভাই, খুব অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।

রোহিঙ্গা জনগোষ্ঠী এক বিশাল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছে। তাই ভেবে লেখা।
আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.