নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

"স্যার কি বাসায় আছেন..?"

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২



বিশাল এক দালান, আট দশ তলাতো হবেই। যাই হোক গুনে দেখিনি, ভাবছি স্যার এই বিল্ডিংএ উঠা নামা করেন কিভাবে। অবশ্য উপরে ওঠার জন্য লিফ্ট আছে, কিন্তু আজকে লিফ্ট নষ্ট! লিফ্ট সারানোর কাজ চলছে দেখলাম। ভাবলাম ভালোই হয়েছে, যদি চলতি অবস্থায় নষ্ট হতো তাহলে...!! হেটেই চারতলা পর্যন্ত উঠলাম। মনে হলো এভারেস্ট পারি দিলাম। খুব ক্লান্ত বোধ হচ্ছে। সিঁড়ি বেয়ে উঠলে কুংফু পান্ডার মুভির কথা মনে পড়ে যায়। যেখানে পান্ডা হলো মূল চরিত্র সে এতোই মোটা যে সিঁড়ি দিয়ে উঠতে দম বের হয়ে যায় তার! আমি মোটা মানুষ না তবে সিঁড়ি বেয়ে উপরে উঠার খুব প্রয়োজন পড়ে না বলেই অভ্যাস নেই। তাই ক্লান্ত হয়ে গেছি চারতলায় উঠতে।

ডোরবেল বাজালাম, টিং টিং... স্যার খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এতো স্বনামধন্য মানুষ, উনার ডোরবেলে যদি গান বাজনা বাজে তাহলে ব্যাপার টা মানায় না! যাই হোক, কোনো সাড়া শব্দ পেলাম না দ্বিতীয় বার আবার বাজালাম, এবার কেউ দরজা খুললো। আমি চমকে গেলাম! তার হাতে এটা কি? আমাকে দেখেই জিজ্ঞেস করলো, কি চাই, কাকে চাই?!

আমি একটু তোতলামি করে বললাম, সা..সা..স্যার কি বাসায় আছেন? আমি উনার সাথে দেখা করতে এসেছিলাম। আসলে উনিই আমাকে দেখা করতে বলেছিলেন। এক বুক ভরা ভয় নিয়ে কথাগুলো বললাম, সামনে একটা মানুষ, তার হাতে একটা গান আমার কি ভয় পাওয়া স্বাভাবিক নয়!?

কি সব আবোল তাবোল বকছেন! স্যার এখন কারও সাথে দেখা করবেন না, উনি এখন গভীর ঘুমে আছেন!

কি বলেন এসব! স্যার এই সাড়ে চারটার সময় ঘুমুবেন! এমন এক হেমন্তের বিকেলে, অসম্ভব! আপনি পাগল হয়ে গেছেন নয়তো বানিয়ে কথা বলেছেন!?
একদম ভয়হীন বলে দিলাম। কিসের ভয় সেতো আর গুলি করবে না!

আহ্ ভাই এতো লেকচার দিয়েন না তো। স্যার এখন কারও সাথে দেখা করবেন না। উনার মন খুব খারাপ হয়ে আছে।

কেন? কি কারণে স্যারের মন খারাপ!?

নাহ্ ভাই আপনে নাছোড় বান্দা, ভেতরে আসেন বসেন, আপনাকে খুলে বলতেছি।

স্যারের ফ্ল্যাটটা বেশ বড়, মনে হলো প্রাসাদে ঢুকলাম। লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে?

আমি স্যারের বন্দুক মানব।

বন্দুক মানব! মানে গানম্যান। তাই না?!

না গানম্যান না, আমি স্যারের বন্দুক মানব।

আমি তার কথা শুনে বেশ বিস্মিত হলাম!! নিজেকে সে বন্দুক মানব বলছে। এ তো স্যারের গল্পে যে অদ্ভুত চরিত্র থাকে ঠিক সেরকম।
মিঃ বন্দুক মানব আমাকে কেন জানি খুব খাতির করে ড্রইং রুমে বসালো! তারপর ঘটনা বলতে লাগলো, আসলে ভাই হইছে কি, সকালে উনি উনার মেয়ের কাছে ফোন করেছিলেন। উনার বড় মেয়ে ছোট মেয়ের খোঁজ নেয়ার জন্য কিন্তু উনারা নাকি কেউই বাসায় নাই! কই জানি বেড়াতে গেছেন।

ও এই কারণ!!

না শুধু এই কারণে না!

তাহলে...?

সকাল থেকে ফোন দিছিলো কয়েকবার কেউই ফোন ধরে নাই। যখন ফোনটা ধরলো তখন এই কথা জানালো। আর কয়েক মাস যাবৎ বাড়ি পুরাই খালি। শুধু স্যার আর আমি। একজন বাবুর্চি আছে উনি দুপুরে আর রাতে রান্না করে দিয়ে যান, মাঝে মাঝে না আসলে আমিই রান্না করি! দেখি স্যার কি যেন চিন্তা করেন আর টুকটুকে কইরা কয়টা খায় তারপর আবার তার ঘরে ঢুকে লেখালেখি করেন, আবার অনেক রাত পর্যন্ত বই পড়েন!

তাই নাকি, এতো দেখি খুব কঠিন অবস্থা! স্যার সারাদিন উনার এই ধানমন্ডির ফ্ল্যাটেই থাকেন? বের হন না কোথাও বা নুহাশ পল্লীতে যান না!?

কেমনে যাবে বলেন, মনেরও একটা জোর লাগে তাই না। প্রথমে তো আমাকেই সাথে রাখতে চায়নি। শাহবাগ থানার পুলিশ কমিশনার বললো উনার জীবনের নাকি হুমকি আসছে তাই আমাকে পাঠালো স্যারের গানম্যান হিসেবে। অবশ্য এখনও কোনো সমস্যা হয় নাই। সমস্যা হবেও না। তবে সাবধানের মার নেই।

তাহলে মন মেজাজ খারাপ হওয়ারই কথা! আমি হলে তো এতক্ষনে ভাঙ্গাচুড়া শুরু করতাম! একটা মানুষ এভাবে একা কয়দিন থাকতে পারে!? তার উপর আজকে এমন একটা বিশেষ দিন...!

বিশেষ দিন মানে? বুঝলাম না!

বলছি, আগে স্যারকে আমার কথা বলুন।

কিন্তু স্যার কি দেখা করবেন?!

আপনি স্যারকে গিয়ে বলুন, একটা যুবক ছেলে এসেছে জোছনা রাতের জোনাকি নিয়ে!!

এই বললেই হবে! আচ্ছা দেখি স্যার কি বলেন?

এরপর মিঃ গানম্যান গেলো স্যারের রুমে। কিছুক্ষন পর এলো। একটু বোকাসোকা মুখ করে বললো, বসেন স্যার আসতেছেন!

এরপর মিঃ গানম্যান বিড়বিড় করে বলতে লাগলো, স্যার একজন আজব মানুষ স্যারের সাথে দেখা করতে আসছেন আরেক আজব মানুষ...

আমি চুপচাপ বসে রইলাম, কিছুক্ষন পরই স্যার আসলেন। আমি দেখা মাত্রই দাঁড়িয়ে গেলাম। স্যারকে সালাম দিলাম, আসসালামুআলাইকুম স্যার।

স্যার সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুমআসসালাম। তুমি..! আমি ভুল না করলে তুমিই কি সেই ছেলে যে আমাকে চিঠি লিখতে প্রায় সময়, একটা ছদ্ম নামে। তোমার লেখা গুলো পড়ে খুব ভালো লাগতো আমার।

জি স্যার আমি লিখতাম সেই চিঠি গুলো। স্যার প্লিজ বসুন। লেখা গুলো ভালো লাগতো আপনার আমি জেনে খুবই প্রীত হলাম।

তুমিও বসো। তা ভালো আছো তো?!

হ্যা স্যার আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার?

আমি ভালোই আছি, এই বেশ আছি এক রকম। একা একা এই বিশাল ফ্ল্যাটে থাকি সারাদিন। ভালোই আছি।

স্যার নুহাশ পল্লীতে যান না?

যাই, হঠাৎ হঠাৎ। অনেক দিন যাবৎ যাই না। আসলে মন ভালো নেই, বাসায় শাওন নেই, বাচ্চারাও নেই। নোভা, শিলার খোঁজ নেয়ার জন্য ফোন দিলাম ওরা নাকি বাসায় নেই। নুহাশ নাকি কোথায় টুরে গিয়েছে। আচ্ছা তোমার হাত কাঁপছে কেন, আর তুমি এতো ঘামছো কেন?! এখন তো আর গরম নেই, শীত আসছে।

না স্যার, এমনেই স্যার। আসলে আপনার সাথে বাসায় বসে সামনাসামনি সাক্ষাৎ হবে আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি।

হা হা হা, হাসালে আমায়। যাক কেউ একজন আজকের দিনে আমাকে মনে করেছে, সঙ্গ দিচ্ছে, আবার মজার কথা বলে হাসাচ্ছেও, এ যেন এক আচমকা উপহার। আমি কি আর ভয়ানক কেউ বা দেশের একজন স্বনামধন্য কেউ তো নই। আমি একজন সাধারণ মানুষ। আমাকে দেখে এতো এক্সাইটেড হওয়ার তো কিছু নেই, বলেই স্যার আবার হাসলো।

এক পাশে বসে মিঃ গানম্যান হা করে স্যার আর আমার কথা শুনছে, কিন্তু কিছু বলছে না!

স্যার আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর। একদম ইউনিক।

আবার হাসালে আমাকে। হা হা হা.... অনেকেই আমার সামনে এসে কথা বলতেও ভয় পায়। আর তুমি বলছো আমার হাসি সুন্দর। আজকালের ভেতরই আমি আমার মেয়েদেরকে তোমার এই কথা গুলো বলবো।

ঢাকা শহর অনেক খুঁজে একটা ফাউন্টেনপেন খুঁজে পেলাম। স্যার গিফট করবো বলে কিনে নিলাম। সুন্দর করে ৱ্যাপিং পেপার দিয়ে মুড়ে নিয়ে এসেছি।

আমি উঠে দাঁড়ালাম। স্যারের কাছে গিয়ে দাঁড়িয়ে গিফটটা দিয়ে বললাম "শুভ জন্মদিন স্যার"

স্যার কিছুটা চমকে গেলেন! একটু মৃদু হাসি দিয়ে গিফটটা হাতে নিলেন। তুমি মনে রেখেছো আজ আমার জন্মদিন! আমার খুব খুশি লাগছে আজ। আজ আমার মনে হচ্ছে এই বাংলার মাটিতে আমার জন্ম হয়ে ধন্য। এই হুমায়ুন আহমেদকে কেউ মনে রাখবে ভাবতেই আমার খুশিতে বুক ভরে যাচ্ছে।

একটু পাশ ফিরে তাকিয়ে দেখি মিঃ গানম্যান চোখের জল মোছার চেষ্টা করছেন!

স্যার, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি হচ্ছেন কলম'র জাদুকর! এই বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের হৃদয়ে আপনি চির অমর হয়ে গেঁথে আছেন এবং থাকবেনও।

অনেকেই হয়তো আমাকে আজ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য খুঁজে বেড়াচ্ছে বা আজকে যদি কোনো অনুষ্ঠান হতো জন্মদিন উপলক্ষে তাহলে অনেকেই আজ ভিড় করতেন। কিন্তু তোমার এই উপস্থিতি আমার জন্য একটা বিশাল উপহার। অনেক ধন্যবাদ। কিন্তু তুমি এই বাড়ির ঠিকানা পেলে কোথা থেকে।

স্যার, মনের টান থাকলে মনের মানুষকে খুঁজে পাওয়া যাবেই।

বাহ্, বেশ সুন্দর বলেছো তো। দোয়া করি তুমি অনেক বড় মাপের কেউ একজন হও।

জি স্যার অনেক ধন্যবাদ। সব সময় দোয়ায় স্মরণ করবেন আমাকে।

তুমি আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলে। আর আমার ছেলে, মেয়ে, সহধর্মিনী কেউই কোনো খোঁজ নিলো না!

স্যার আপনি কোনো চিন্তা করবেন না। দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে।
এখন স্যার আমাকে উঠতে হবে, সন্ধ্যা হয়ে আসছে।

হ্যা, সন্ধ্যে হয়ে আসছে। ঠিক আছে তাহলে। তুমি যদি সময় পাও তাহলে অবশ্যই আমাকে জানিয়ে আসবে। আমার ভালো লাগবে।

অবশ্যই স্যার, আবার আপনার সাথে দেখা হবে এতো আমার পরম সৌভাগ্য। আর স্যার কোনো টেনশন করবেন না, আপন মানুষ কখনো ভুলে থাকতে পারে না। হয়তো আপনাকে চমকে দেয়ার জন্যে তারা কোনো প্ল্যান করছে। আপনি দেখে নিয়েন তাই হবে।

হুমম... স্যার একটা দীর্ঘশ্বাস ছাড়লো, জানালার দিকে তাকালো। এরপর গানম্যানকে বললো, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসো।

তাহলে স্যার এবার আমি আসি। আপনি মন খারাপ করবেন না। স্যারকে সালাম দিয়ে বের হবার প্রস্তুতি নিলাম, মিঃ গানম্যান পেছনে।

আমি বের হবো, দরজার বাইরে পা রাখা মাত্রই ফোনটা বেজে উঠল!! হয়তো স্যারের মেয়ে ফোন দিয়েছে, দূর থেকে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে তাই।
আমি তাকিয়ে রইলাম, স্যার উঠে গেলেন ফোনের কাছে!

ফোনটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে হয়তো বলে উঠবে- হ্যালো বাবা! "শুভ জন্মদিন..."


লেখা:- সর্বস্বত্ব সংরক্ষিত।



মন্তব্য ৫৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


হুমায়ুন আহমেদ স্মরণে, আজকের জন্য বেশ সুন্দর গল্প; বেশ প্রশান্ত

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। খুব সুন্দর একটা মন্তব্য রেখেছেন। খুব অনুপ্রানিত হলাম।
জানি না কত টুকু সুন্দর করে লিখতে পেরেছি! চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে।

স্যারকে সব সময়ই স্মরণ করা হয়। আজকের দিন স্যারের জন্মদিন। বাংলাদেশের গর্ব স্যার এদেশের সন্তান। সমগ্র বিশ্বের গর্ব।

অনেক শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা...

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫১

কালীদাস বলেছেন: এই দেখা হওয়াটা কবেকার কথা? মারা গেছেনও তো অনেক বছর হয়।
বাংলা সাহিত্যের এই শূণ্যস্হানটা কত বছরে কে ফিলআপ করতে পারে কে জানে!

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১

ধ্রুবক আলো বলেছেন: এই দেখা হওয়াটা কেবল মাত্র একটি কল্পনা। একটা তৃষ্ণার কল্পনা; স্যারের সাথে দেখা না হওয়ার একটা তৃষ্ণা।
স্যার মারা গেছেন কিন্তু সবার হৃদয়ে স্যার অমর।
বাংলা সাহিত্যের এই শূন্যস্থান আর সম্ভবত পূরণ হওয়ার মত নয়।

সুন্দর একখানি মন্তব্য রেখেছেন ভাই, খুব অনুপ্রানিত হলাম। প্লাসে প্রীত হলাম।

শুভ কামনা রইলো ভাই, ভালো থাকুন সদা...

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
খানিকটা পড়লাম.....


আর বাকিটা আগামীকাল।।



১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৯

ধ্রুবক আলো বলেছেন: যতটুকু পড়ছেন অনেক ধন্যবাদ ভাই।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: ওনাকে আমার সবসময় ভালো লাগে ।ওনার পরিবার নিয়ে মানুষ অনেক কথা বলে । ওগুলো তে আমার আগ্রহ নেই। ওনার মিসির আলি চরিত্র টা আমার খুব পছন্দের । কষ্ট লাগে আর ওনার নতুন গল্প বাজারে আসবে না ।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

ধ্রুবক আলো বলেছেন: আমার গল্পরে বই পড়া স্যারের বই দিয়েই শুরু। প্রথমে হিমু পড়তাম। উনার এমনও কিছু লেখা আছে যা মানব হৃদয় দোলা দিবেই। স্যার ছিলেন একজন খুব খুব ভালো মানুষ। উনার মিসির আলি চরিত্র সত্যি অতুলনীয়। হ্যা অনেকেই উনার পরিবার বা ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলে তবে আমি মাথা ঘামাই না।

আমারও খুব কষ্ট, উনার আর কোনো নতুন বই আসবে না।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

উনার লেখা জয় জয়ন্তী, জোছনা ও জননীর গল্প, ম্যাজিক মুনশি বইগুলো পড়বেন অবশ্যই

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৭

ওমেরা বলেছেন: প্রিয় মানুষকে নিয়ে গল্প খুব সুন্দর লিখেছেন। প

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

লেখা কতটুকু সুন্দর হয়েছে জানি না, তবে ভালো লেখার খুব চেষ্টা করেছি।

শুভ কামনা রইলো।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয় লেখককে নিয়ে উনার জন্মদিন স্বরণে সুন্দর লিখেছেন।

উনার মত আর কেউই আমাদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে পারবেনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়। উনার জন্মদিনে ছোট্ট একটু লেখার চেষ্টা করেছি মাত্র। স্যার একজন ভালবাসার মানুষ।

একদম সঠিক এবং সুন্দর কথা বলেছেন, উনার মত আর কেউই আমাদের বই পড়ার মত আগ্রহ তৈরি করতে পারবে না।

অনেক ধন্যবাদ ফেরদৌসা আপু, প্লাসে প্রীত হলাম। শুভ কামনা রইলো।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো লিখেছেন। উনার মত লেখা বাংলাদেশীরা আবার কখনো পাবে কিনা জানি না...

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।

সত্যি, উনার মত লেখক বাংলাদেশিরা আর কোনোদিন পাবে কি না জানি না।

স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

মিথী_মারজান বলেছেন: জন্মদিনের শ্রদ্ধা আর ভালবাসা রইল আমার প্রিয় লেখকের জন্য।


সুন্দর লিখেছেন।
পড়ার সময় আমিও খানিকটা কনফিউশনে ছিলাম এটা সত্যি না কল্পনা এটা ভেবে। :)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়। উনি ছিলেন, প্রিয় মানুষ, প্রিয় লেখক।

লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।

লেখাটা স্যারের প্রতি একটা গভীর ভালোবাসার স্বরূপ। ঘটনাটা কাল্পনিক কিন্তু ভালোবাসাটা একদম খাঁটি।

শুভ কামনা রইলো...

৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: চমৎকার।
ঝরঝরে লেখা।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো..

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল্পনিক সাক্ষাৎ , দারুন লিখেছেন,

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

হয়তো কাল্পনিক সাক্ষাৎকার, কিন্তু স্যারের প্রতি ভালোবাসা একদম খাঁটি।
স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

শুভ কামনা রইলো,

১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর, সাবলীল, প্রানবন্ত!!:)


++++


স্যারকে জন্মদিনের শুভেচ্ছা!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি ভালোবাসার এক ছোট্ট চেষ্টা, চেষ্টা করেছি যতটুকু পারি গুছিয়ে লেখা সুন্দর করার।
স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

উচ্চ প্রশংসায় খুব অনুপ্রানিত হলাম ভাই। প্লাসে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো...

১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:

হে গল্পের যাদুকর....
আজ শুভ জন্মদিন তোমার ।। !:#P
শ্রদ্ধা আর ভালবাসার রইল তোমার প্রতি।


গল্প ভালো লিখেছেন++
শুভ কামনা রইল।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: কলমের জাদুকর, স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

গল্প ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো...

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
আমার এখনও মনে হয় স্যার বেঁচে আছেন।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ধ্রুবক আলো বলেছেন: আমারও তাই মনে হয়, স্যার বেঁচে আছেন। স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

লেখা ভালো লেগেছে, খুব অনুপ্রানিত হলাম প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইলো।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাকে নিয়ে কাল্পনিক গল্পটা তার লেখা কোন গল্প/উপন্যাসের মতই হয়েছে ।

হঠাৎ শুরু হঠাৎ শেষ।
লিখেছেন বেশ।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

ধ্রুবক আলো বলেছেন: স্যারের স্মরণে এই একটু লেখার প্রয়াস মাত্র করেছি। জানি না কতটুকু ভালো হয়েছে।
আপনার ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: লেখকের জন্য শ্রদ্ধা।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

ধ্রুবক আলো বলেছেন: লেখকের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

শুভ কামনা রইলো।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

পার্থ তালুকদার বলেছেন: সাবলীল ভাবে লিখেছেন। ভাল হয়েছে ভাই।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

নাগরিক কবি বলেছেন: হুমায়ূন, ভালোবাসার একটি নাম।

কালীদাস বলেছেন: এই দেখা হওয়াটা কবেকার কথা? মারা গেছেনও তো অনেক বছর হয়।
বাংলা সাহিত্যের এই শূণ্যস্হানটা কত বছরে কে ফিলআপ করতে পারে কে জানে!

দাদা, কেউ কি কখনো অন্য কারো জায়গা পূরণ করতে পেরেছে? সবার একটা নিজ নিজ জায়গা আছে।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

ধ্রুবক আলো বলেছেন: লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়। সত্যি কথা ভালোবাসার একটি নাম, ভালবাসার আরেক নাম।

আসলে কালিদাস ভাই বলতে চেয়েছেন, বাংলা সাহিত্য জগতে হুনায়ুন আহমেদের মত আর কেউ কি আসবে যে এই জায়গা টুকু পূরণ করবে!
বাস্তবিক ভাবে কেউই কারও জায়গা দখল করতে পারে না। স্যার একজন অনন্য মানুষ ছিলেন।


শুভ কামনা রইলো।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

জাহিদ অনিক বলেছেন:



হুমায়ুন আহমেদ চলে গেছেন এতে যে আমাদের খুব একটা ক্ষতি হয়েছে এটা কিন্তু নয়, বরং ওনার জন্ম না হলেই ক্ষতি বেশি হত।

তাঁকে মরণোত্তর জন্মদিনের শুভেচ্ছা ও আপনাকে ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও ধন্যবাদ। স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।
উনি না জন্মালে হয়তো আমরা এই মাজিক্যাল লেখা পেতাম না, আর উনার চলে যাওয়াতে বাংলা সাহিত্য জগতে যে অপূরণীয় ক্ষতি তা কোনোদিন পূরণের নয়।

সুন্দর মন্তব্য রেখেছেন, খুব ভালো লাগলো।
শুভ কামনা রইলো।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: উনাকে নিয়ে ফাঁদা এ কাল্পনিক গল্পটা ভালোই লাগলো!

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম ভাই। অনেক ধন্যবাদ।
স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

শুভ কামনা রইলো।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক ভালো লেগেছে লেখা।
বেশ একটানে পড়ে গেলাম ।

শুভ কামনা ধ্রুবক আলো !

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম, প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ আপু।

শুভ কামনা রইলো।

২১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: গল্পটা কাল্পনিক হলেও এর পিছনের শ্রদ্ধাটুকুই আসল।। তারই প্রকাশটুকু ভাল লাগলো।।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

ধ্রুবক আলো বলেছেন: গল্পটা কাল্পনিক হলেও এর পিছনের শ্রদ্ধাটুকুই আসল।।
খুব সুন্দর করে মনের কথাটা বলেছেন ভাই খুব অনুপ্রানিত হলাম। গল্পটা পুরোই কাল্পনিক কিন্তু স্যারের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা একদম খাঁটি।

অনেক ধন্যবাদ। প্লাসে প্রীত হলাম।
শুভ কামনা রইলো।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো গল্প উপহার দিয়েছেন স্যারের ৬৯তম জন্মদিনে।

ভালো লিখেছেন ভাই, মুগ্ধ আপনার গল্প পড়ে।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।
কতটুকু ভালো লিখতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি মন থেকে লেখার। স্যারের প্রতি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ।

মুগ্ধতা রেখে গেছেন গল্পে খুব প্রীত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো।

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: কল্পনার সক্ষাৎ বাস্তবের মত হয়েছে। ধন্যবাদ

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।
কল্পনার সাক্ষাৎকার বাস্তবের মত হয়েছে, আপনার এই সুন্দর মনস্তাত্ত্বিক মন্তব্যে খুবই অনুপ্রানিত হলাম ভাই। অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

মানিজার বলেছেন: বাংলাদেশের এই মানুষটাকে নিয়েও বিতর্ক । দুঃখ লাগে, আমাদের জাতিগত স্টাবিলিটি বলতে কিছুটি নাই ।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর একটা মন্তব্য রেখেছেন। আসলে এই জাতির এই একটা স্বভাব যার কারণে জাতি পুরোপুরি পিছিয়ে। এই মানুষটাকে যে বিতর্ক শুধু শুধু। না বুঝেই।
স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।

শুভ কামনা রইলো।

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২

হাতকাটা হাকিমুল বলেছেন: সরি একটু লেট করে ফেললাম, স্যারের গল্প আর পড়তে পারব না কথাটা মনে হলেই
মন ভেঙ্গে যায় ।ভাই জন্মদিনের শুভেচ্ছা শ্রদ্ধা না দেখিয়ে আমরা একটু দোয়া করি স্যারের জন্য ।

গল্প পড়ে প্রথমে ভাবছিলাম সত্যিই বুঝি দেখা করেছেন স্যারের সাথে । সব মিলিয়ে ভাল লেগেছে ।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

ধ্রুবক আলো বলেছেন: শ্রদ্ধা দেখাই কারণ উনি বয়োজেষ্ঠ একজন গুণী মানুষ, এবং বাংলাদেশের গর্ব। আর স্যারের জন্য দোয়া সব সময় করি। আল্লাহ্ উনাকে জান্নাতবাসী করুক।

গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, গল্প ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাই।

শুভ কামনা রইলো।

২৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । +++++++++

ওনার জন্য শ্রদ্ধা রইলো ।

আচ্ছা এর আগে আপনি হিমু চরিত্র নিয়ে একটা কাল্পনিক লিখেছিলেন মনে হচ্ছে ! সেটাও খুব ভালো ছিল ।

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়।
গল্প ভালো লেগেছে জেনে ও প্লাসে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।

আমি হিমু চরিত্র নিয়ে লিখিনি। ওটা একটা সিরিজ মোস্তফা সোহেল ভাই লিখেছিলেন।

শুভ কামনা রইলো।

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

নীলপরি বলেছেন: সরি ! কিছু মনে করবেন না । আমার লেখকের নামটা গন্ডোগোল হয়ে গেছে ।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

ধ্রুবক আলো বলেছেন: সরি হওয়ার কিছু হয়নি। এটা কোনো ব্যাপার না।

আবার এসে মন্তব্য রেখেছেন খুব প্রীত হলাম।
অনেক ধন্যবাদ।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: সহজ সরলভাবে ভাবা, বলে যাওয়া এ গল্পটা সুন্দর হয়েছে শুধুমাত্র এর সরলতার কারণে।
বিশুদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদিত, বিশুদ্ধ মনের।
গল্পে ভাল লাগা + +
মনে পড়ে, হুমায়ুন আহমেদ এর প্রথম বই "নন্দিত নরকে" বের হবার পর প্রায় এক নিঃশ্বাসে বইটা পড়ে ফেলেছিলাম। এর পরে তার আরো অনেক, অনেক বই বের হয়েছে, কিন্তু খুব বেশী পড়া হয়নি। কিন্তু দেখেছি, তিনি বই পড়ায় অনভ্যস্ত দেশের তরুণ তরুণীদেরকে কিভাবে বইমুখো করেছিলেন। আপনার সাথে সাথে তাঁর প্রতি রইলো আমারও শ্রদ্ধা ও দোয়া।
লেখাটা পড়ার সময় অনেকের মত আমিও ভাবছিলাম, হয়তো তাঁর সাথে কখনো সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন, সেটারই বর্ণনা এটা। তাকে নিয়ে কাল্পনিক গল্পটা তার লেখা কোন গল্প/উপন্যাসের মতই হয়েছে - মোঃ মাইদুল সরকার এর এ মন্তব্যের সাথে (১৪ নং) আমি একমত। কল্পনার সক্ষাৎ বাস্তবের মত হয়েছে - প্রামানিক এর এ মন্তব্যের (২৩ নং) সাথেও।
এ ছাড়া চাঁদগাজী (১ নং) এবং সচেতনহ্যাপী (২১ নং) এর মন্তব্যদুটো ভাল লেগেছে।
একটা বানান ভুলঃ 'চির ওমর' কথাটা চির অমর হবে।

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

ধ্রুবক আলো বলেছেন: স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।
আপনার উপস্থিতি সব সময় অনুপ্রেরণা মূলক। খুব সুন্দর একটা মন্তব্য রেখেছেন ও প্লাসে প্রীত হলাম। আর একটা বানান ভুল ছিলো যা চোখে পড়েনি আমার ধরিয়ে দিয়েছেন কৃতজ্ঞ রইলাম।

গল্পটা একবার মনে মনে কল্পনা করেই লিখে ফেলেছি রাত দুটো পর্যন্ত জেগে। জানি না আসলেই কতটুকু ভালো হয়েছে চেষ্টা করেছি সাবলিল ও সহজ সরল ভাষায় লেখার। গল্প ভালো লেগেছে অনেক ধন্যবাদ। গল্পটা কাল্পনিক কিন্তু স্যারের জন্য ভালোবাসা একদম খাঁটি।

তিনি অনভ্যস্ত একজন তরুন তরুণী পাঠককে কিভাবে বইমুখো করেছিলেন তার কৃতিত্ব অনস্বীকার্য। উনার মত কেউই এমন বিপ্লব ঘটাতে পেরেছেন কি না জানা নেই। আরও দু তিন মাস আগে উনার দুটো বই পড়েছিলাম, "পোকা" আরেকটা "জয় জয়ন্তী" জয় জয়ন্তী বইটা অসাধারণ একটা লেখা। পোকা বইটা সাইকোলজিক্যাল ধরণের লেখা, মন খুব শক্ত হতে হবে এটা পড়তে হলে।
উনার সাথে তো আর ইহ জনমে সাক্ষাৎ তো হবে না। তাই এই কাল্পনিক সাক্ষাৎকার।

অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালো থাকুন, শুভ কামনা রইলো।

২৯| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

ওমেরা খালা বলেছেন: ওমেরা

ওমেরা খালার সাথে যোগাযোগ করতে চাই?
[email protected]

৩০| ১১ ই মে, ২০১৮ রাত ৩:২০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হুমায়ুন আহমেদএর লেখা যেমন নেশা ধরাতো, এই লেখাটাও তাই করেছে। একদম নেশা ধরিয়ে দিয়েছে পড়ার। চোখ সরাতে পারিনি একদম।
বড় মাপের কেউ একজন হোন, এই আশীর্বাদ আমারো।
ভাল লেগেছে খুব। শুভেচ্ছা।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ধ্রুবক আলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যে উচ্চ প্রশংসায় খুব অনুপ্রানিত হলাম। আশীর্বাদটুকু সাদরে গ্রহণ করলাম । কৃতজ্ঞতা জানবেন ভাই।
আমারও শুভ কামনা রইলো। আপনিও একদিন অনেক বড় কেউ হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.