নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক কল্পনা (একটু রম্য )

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯



পুরুষজাতি যদি সোফিয়া'র প্রেমে পড়ে তাহলে মানবজাতির(নারীজাতির) কি হবে!?

ধরা যাক, সোফিয়ার মত আরও কয়েক লাখ রোবট বানানো হলো। এদের প্রত্যেকেই একজন পুরুষ মানুষকে সঙ্গী বা বয়ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলো। তাহলে কিন্তু বিশাল বিপদ, বিপদটা অবশ্য নারীজাতির জন্য হবে। কারণ লাখ লাখ নারীরা একা হয়ে পরবে!
বর্তমান এই নারীবাদী যুগে সোফিয়া কিন্তু বিজ্ঞানের একটি সেরা বিপ্লব। কারণ শতভাগ নিশ্চয়তা আছে সোফিয়া কোনো প্রেমিক হৃদয়কে ক্ষত বিক্ষত করবে না বরং এই রেভুলুশনের জন্য বিখ্যাত প্রেমিক হয়ে যাবে! সোফিয়া আর সব মেয়ে মানুষের মত না, সে একদম খাঁটি মনের। কথা দিয়ে কথা রাখবে, মিথ্যা কথা বলবে না, পুরুষের মনের দুঃখ অন্তরের অন্তস্থল থেকে অনুধাবন করতে পারবে। শপিংয়ের জন্য বেহুদা বাহানা করবে না, Women Chapter এ সে ভুলেও প্রবেশ করবে না। আর ওড়না বা হিজাব নিয়ে প্রগতিশীলদের মতন চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠবেনা!
আর সোফিয়ার যুগে লাইলী মজনুর মত প্রেমিক প্রেমিকা পাওয়া যাবে না! সকলের প্রেম সফল হবে।

যাই হোক, কেউ তখন ফকির আলমগীরের মত গান গাইবেনা 'ও সোফিয়া গেছোছ কি না ভুইলা আমারে'।

Sophia is a Humanoid Robot.

রোবট মিথ্যা কথা বলতে পারে না, এরকম ফাংশন তার ভেতর নেই। টাইম টেবিলের বেলায় সে খুবই সচেতন, যদি না ঢাকার জ্যামে পরে! নারীরা খাওয়া দাওয়া খুব একটা করে না আর সে তো নারী রোবট। ফাংশন করে দেয়া হবে দিন রাত চব্বিশ ঘন্টা প্রেম আর ভালোবাসা দিয়ে ভরে তুলবে, ভ্যালেন্টাইন্সের জন্য কান্নাকাটি করবে না। ফেসবুকে ঘন ঘন সেলফি তুলে ফিলিং ওয়াও পোষ্ট দিবে না। তিন চারটা প্রেম মানে ফাঁকি ঝুঁকি চ্যাটিং করা বা ড্যাটিং করার চিন্তাও তার ভেতর আসবে না..!

কবি কঠিনেরে ভালোবাসছে। আর রোবটকে ভালোবাসা কঠিন কিছু না ;)


মন্তব্য ৯৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবির বহুদিনের সাধ ছিলো কঠিনেরে ভালোবাসিবার। সেই কঠিন আজ দেখা দিলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৮

ধ্রুবক আলো বলেছেন: একেবারে যথার্থ বলেছেন আপু। কবির ভালোবাসা আর কবিতা সব স্বার্থক হবেই হবে :)
কঠিনকেই ভালোবেসে যাবে কবি।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল বলেছেন আলো ভাই। কিন্তু বিরহী কবিদের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। বিরহের কবিতা আশঙ্কাজনকহারে হ্রাস পাবে। নতুন নতুন কবির জন্ম বন্ধ হয়ে যাবে। :-B

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১

ধ্রুবক আলো বলেছেন: সম্রাট ভাই, একি বললেন। খুবই গুরুত্বপুর্ণ কথা বলেছেন। আসলেই তো এমন চিন্তা করিনি। নতুন নতুন কবির জন্ম বন্ধ হয়ে গেলে তো সাহিত্য জগৎ সংকটে পরবে। বিরহ কবিতা লিখবে কে আর?!
ব্যাপক ভাবনা চিন্তার বিষয়!

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

নূর-ই-হাফসা বলেছেন: মনে হয় না এমনটা হবে । যতই হোক মানুষ তো সে না । প্রেম ভালোবাসা দুঃখ না থাকলে সে কি আর প্রেম হয় ।
আর সত্য কথাও সবসময় কারোরই ভালো লাগে না । মাঝে মাঝে মিথ্যা ভালো । তারপরও ছেলেদের যদি ভালো লাগে তাহলেও ভালো । ছেলেদের পিছনে অযথা সময় নষ্ট হবে না । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

ধ্রুবক আলো বলেছেন: কথা উত্তম বলেছেন, আমি তো যা বলেছি সবই কাল্পনিক কল্পনা। রোবটের তো আর মানুষের মত অনুভূতি হবে না।
প্রেম ভালোবাসায় দুঃখ না থাকলে সে কি এত প্রেম হয়! সুন্দর বলেছেন +

আর সত্য কথাও সবসময় কারোরই ভালো লাগে না । মাঝে মাঝে মিথ্যা ভালো । তারপরও ছেলেদের যদি ভালো লাগে তাহলেও ভালো । ছেলেদের পিছনে অযথা সময় নষ্ট হবে না । :)
সত্য সদা সুন্দর। ছেলেদের পেছনে যদি সময় নষ্ট করতে না চান তাহলে কি আপনার রোবটের পেছনে নিশ্চই সময় নষ্ট করবেন না।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাতেও নারীদের মনে হয় না কিছু হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮

ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনার কথা যথার্থই গ্রহণযোগ্য। আমারও তাইই মনে হয়। এরপরও কোনো দিক হবে না।
না হলে না হবে, একজন সোফিয়া থাকলেই হবে!
জয় বাংলা।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

কালীদাস বলেছেন: দুনিয়া থিক্যা পুরুষ কবি পুরাপুরি হারায়া যাইব। নারী কবিগর বিরহী কবিতায় সব ভৈরা যাইব, এখন যেইটা পুরুষ কবিরা করে :P

তয় লাভ যেইটা: আমার মত বদখত চেহারার পুলাগর একটা গতি হওনের সম্ভবনা বাড়ব :D

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬

ধ্রুবক আলো বলেছেন: দুনিয়া থিক্যা পুরুষ কবি পুরাপুরি হারায়া যাইব। নারী কবিগর বিরহী কবিতায় সব ভৈরা যাইব, এখন যেইটা পুরুষ কবিরা করে :P

ভাই, তখন নারীরা বুঝবো যে কতটা কষ্ট বুকে চাপা দিয়ে একটা বিরোহের কবিতার জন্ম হয়!

তয় লাভ যেইটা: আমার মত বদখত চেহারার পুলাগর একটা গতি হওনের সম্ভবনা বাড়ব

ভাই আপনি এটা কি বললেন, বফখত চেহারা। পুরুষ মানুষ মাত্রই রাজপুত্র। গতি তখনও হবে এখনও হবে।
না হলেই কঠোর আন্দোলন। প্রেমিক/ক্রাশের বাড়ি ঘেরাও কর্মসূচি B-))

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

উম্মে সায়মা বলেছেন: ধ্রুবক আলো ভাই, শীঘ্রই আপনার জন্য একটা রোবট প্রেমিকা অর্ডার দিন B-)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩

ধ্রুবক আলো বলেছেন: সায়মা আপু, আমার কপাল এতো এতো খারাপ যে,, এই রোবটও আমার সাথে বেশিদিন স্থায়ী হবে না :((
কবি কঠিনেরে ভালোবাসছে আর আমার জন্য ভালোবাসাটাই কঠিন!!
এতো দুঃখ রোবটও সইতে পারবো না!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন:

না ভাই, থাক। সোফিয়া খাতুন হোক আর সোফিরা লরেন হোক, আমার ঝিলমিল আছে
রোবট টবটের চিন্তাও করা যাইবে না।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: আহ্হারে ভাই আপনার ঝিলমিল আছে, অভিনন্দন জানাই। চোখে চোখে রাখবেন যেন women chapter এ যেন প্রবেশ না করে।
আর আমাগো কেউ নাই তাই সোফিয়ার আশা করি।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ হলো মানুষ, মেশিন হলো মেশিন

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আসলেই ভাই মানুষ আর মেশিন এক নয়। কারণ মানুষ এই মেশিন বানিয়েছে।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সোফিয়া আসার আগেই চীন, জাপানে অনেকের সঙ্গী সেক্স ডল। যারা বিয়েও করে না...

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

ধ্রুবক আলো বলেছেন: ভাই খুব কঠিন মন্তব্য রেখেছেন। চীন জাপানে সেক্স ডল এর ব্যবহার প্রচুর। আর এরা বিয়ের বিকল্প বেছে নিয়েছে এভাবেই।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: শেষের লাইনে কি লেখকের ভালবাসায় সোফিয়া!!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

ধ্রুবক আলো বলেছেন: ভাই, সোফিয়া যদি সত্যিকারের মানুষ হতো তাহলে সে আমার ভালোবাসায় থাকতো :D
আফসোস সে রোবট, তারপরও কিছুটা তো আছেই :)

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০

মানিজার বলেছেন: রুবুট নিয়া এত কথা দেখে আশ্চর্যাম্বিত হলুম ! ! !

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আশ্চর্য হওয়ার কিছু নাই ;)
কুড়ের বাদশা ভাই এই রোবট সোফিয়াকে নিয়ে বিশাল এক কবিতা লিখে ফেলেছে :)

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার ভালবাসার মানুষ সোফিয়ারে নিয়ে এতো টানাটানি কেন!!! :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০

ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনার সোফিয়া, মানে সোফিয়া আপনার একলার না, আরও লাখ লাখ সোফিয়া আসবে। প্রেম সাগরে ভাসিয়ে ফেলবে।জয় বাংলা।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার ভালবাসার মানুষ সোফিয়াকে নিয়ে রম্য লেখার অপরাধে, আগামীকাল সামু ব্লগে হরতাল!! X((

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার দেয়া হরতাল সফল হোক। সোফিয়াকে ছাড়া হবে না, টানাটানি চলবেই।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,অয়ন আপনি কোথায়???

তারাতারি চলে আসুন!! " :P
ধ্রব আলোর ব্লগ ভাংচুর করা লাগবে।। সে আমার ভালবাসার মানুষে মানুষ রোবট সোফিয়াকে, সে তার ভালবাসার মানুষ দাবী করছে।। :-P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: আরে আসলেই এই অয়ন ভাই, নয়ন ভাই কই??
তারাতারি আসুন, আমার ব্লগে বাড়ি ভাঙ্গুন, আমাকেই মেরে রোবট বানিয়ে দিন, তারপর আমি নিশ্চিন্তে রোবটের প্রেমে হাবুডুবু খাবো :P

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা কঙ্কার মন্তব্যে লাইক !

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: কঙ্কা আপু আসলেই সুন্দর একটা মন্তব্য রেখেছেন।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: নারীরা টেনশনে পড়ে গেল কিনা, আমি তাই চিন্তা করছি।
যাক বাবা বিরহের কবিতার দিন বুঝি শেষ হয়ে এলো।

শুভ কামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

ধ্রুবক আলো বলেছেন: ভাই, আপনাকেও শুভ কামনা। মস্ত বড় একটা দামি মন্তব্য রেখেছেন। এরকম হলে বিরোহের কবিতার দিন শেষ হয়ে আসবে। তখন নারীরা বিরোহের কবিতা লিখবে।
তবে নারীরা এতো সহজে এই টেনশনে পড়বে না। ;)

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০

ওমেরা বলেছেন: নারী মানুষ সকল জ্ঞানের আধার আল্লাহ তালার সৃষ্টি। আর নারী রোবট আল্লাহর দেয়া সামান্য জ্ঞান থেকে মানুষ সৃষ্টি করছে।এখন বলেন এই দুই নারীর কি তুলনা করা চলে । এর পরও আপনারা যদি খুশী থাকেন তাহলে যেতেই পারেন নারী রোবটের কাছে তবে ফিরে আসার পথ কিন্ত বন্ধ করে দিব ভাইয়া তাই যা করবেন ভেবে চিন্তে ।
ধন্যবাদ ভাইয়া ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

ধ্রুবক আলো বলেছেন: নারী মানুষ সকল জ্ঞানের আধার আল্লাহ তালার সৃষ্টি।
নারী মানুষ নাহয়ে কথাটা হবে শুধু মানুষ মানে মানুষ সকল।

আর রোবট ফবোট বুঝিনা পুরুষ হৃদয় ভালোবাসার কাঙ্গাল। এরা প্রেম চায় ভালোবাসা চায়, কষ্ট চায় না।
আর ভেবে চিনতেই সব করছি পথ বন্ধ হলে হোক ব্যাপার না, সোফিয়া তো থাকবেই :) ;)

আপনাকেও ধন্যবাদ অনেক।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

মৌমুমু বলেছেন: মানুষকে বাদ দিয়ে রোবটকেই ভালোবাসা উচিত। রোবটের তো শুধু পার্টস অকেজো হবে যেটা রিপেয়ার করা যাবে কিন্ত মানুষগুলো যে বদলে গেলে আর ফিরে পাওয়া যায়না।
আশাকরি ভালো আছেন ভাইয়া।
শুভকামনা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

ধ্রুবক আলো বলেছেন: কথা ভালো বলেছেন, উত্তম কথা, রোবটের পার্টস বদলে ফেলা যায় কিন্তু মানুষ বদলে সে মানুষ আর ফিরে পাওয়া যায় না। ।
অনেক ধন্যবাদ।

আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: মেয়েদের তো আজকাল পূরুষদের দরকার হয়না। ( আমি বলি নাই এই কথা মেয়েরা কয়) ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০

ধ্রুবক আলো বলেছেন: ঠিক একদম ঠিক মেয়েরাই বলে তাদের নাকি পুরুষের দরকার নেই। তাই আমরা সোফিয়াকে চাই, যেমনেই হোক।
জয় বাংলা।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: বোরট সোফিয়ারে নিয়ে তো দেখি মহা ক্যাচাল বেঁধে গেছে!! :) দিন চাল ডালের যে দাম....তাতে দেশের পোলাপান চিরকুমার হয়ে থাকবে। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

ধ্রুবক আলো বলেছেন: বোরট সোফিয়ারে নিয়ে তো দেখি মহা ক্যাচাল বেঁধে গেছে!!
বাধবে না, দেশে নতুন কিছু আসলেই তো সেটা মহা ক্যাচাল বাধে, হা হা হা B-)

আর বাকি কথা ঠিকই বলেছেন +।
চাল ডালের যে দাম তাতে করে দেশের পোলাপাইনদের চিরকুমার থেকে যেতে হবে।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রিয় শিষ্য, ধ্রুবক আলো বোধহয় উপযুক্ত উস্তাদ খুজে পাচ্ছে না। আর সেটা মনে হয় প্রকাশ্যে বলতেও পারছেনা। তাই তোমার সোফিয়াকে নিয়ে লেগেছে। তোমার মাধ্যমে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে যাতে আমার শিষ্যত্ব গ্রহণ করতে পারে। তুমি এক কাজ কর। হরতাল না দিয়ে তাকে বুঝিয়ে দলে নিয়ে আসো। তাতে তুমি প্রমোশন ও পাবে আর সোফিয়াও তোমারই থাকবে। B-))

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ধ্রুবক আলো বলেছেন: এইসব শিষ্য গুরু গুড়-শিষ্য জানিনা বুঝিনা মানি না, সোফিয়াকে প্রেম করার অনুমতি দেয়া হোক। পুরুষ হৃদয় প্রেমের বড়ই কাঙ্গাল :)

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, এখন ধ্রুবক আলোকে মেরে রোবট বানিয়ে দেওয়া দাবী জানাচ্ছি! :P কারণ, সে আমার ভালবাসার মানুষ রোবটকে নিয়ে রম্য লিখেছে। আমি রোবট সোফিয়ারে বশ করার জন্য খেজুর কেবলা দেওয়ানবা পাপীর কাছে থেকে একটা ব্যটারিতে ফুঁ নিয়ে এসেছি! :P আবোর রোবট সোফিয়া পালাবি কোথায়!! :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই আমি প্রেমে অন্ধ হয়ে গেছি। আমাকে মেরে রোবট বানিয়ে দিন। ফুঁ দেয়া ব্যাটারি কোনো কাজে আসবে না, এসব ভোগাস। ফুঁটু বলতে কিছু নেই সব বিরোধী দলের চক্রান্ত ;)

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

সুমন কর বলেছেন: রম্য একটুই লাগল। আরো একটু হলে...... ;)
+।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

ধ্রুবক আলো বলেছেন: একদম ভালো বলেছেন, রম্য আরো দেয়া দরকার ছিলো :-B আরো একটু রম্য হলে বিজ্ঞানীরা আরও সোফিয়া বানানোর জন্য উঠে পরে লেগে যেতো ;)
নারীজাতি তখন একদম সোজা হয়ে যেত :)

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনলাম সোফিয়া নাকি বাংলাদেশে আসছে। তা এই সউদি নাগরিকের পাস্পোর্ট আছেতো ? :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই, সোফিয়া বাংলাদেশে আসছে। তাই আমি আর আমার কিছু বিরোহী কবি উতলা হয়ে উঠেছে।
তা এই সউদি নাগরিকের পাস্পোর্ট আছেতো ? :P
এটা ভাই একদম খাঁটি কথা বলেছেন। এই সৌদি নাগরিকের পাসপোর্ট আছে কিনা তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তখন সুদর্শন পুরুষ রোবট তৈরী হবে। নারীগনও তাহার প্রেমে মজিবে।

মানুষে রোবটে প্রেমের নতুন ইতিহাস হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ধ্রুবক আলো বলেছেন: আহ্হা ভাই, আপনে তো সম্রাট শাহজাহানের মত একটা ভবিষ্যৎ বাণী দিয়ে ফেললেন।
পুরুষ রোবট বানাইলেও নারীগণের মন ভরিবে কিনা সন্দেহ!!

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিষয়টি সত্যিই রম্যবোধ সৃষ্টি করেছে পৃথিবীময়।

ভালো লিখেছেন ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: বিষয়টি রম্যবোধ সৃষ্টি করেছে ভবিষ্যতে আরও করবে, ভাই আপনাকে পোষ্টে পেয়ে খুব ভালো লাগলো।
টেনশন নিবেন না ভাই, বিরোহের কবিতা লেখার দিন শেষ।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সামিয়া বলেছেন: আহাহাহা মজা পেলাম পড়ে :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

ধ্রুবক আলো বলেছেন: মজা পেয়েছেন তাই ধন্যবাদ জানাই এবং শুভ কামনা :)

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: দুনিয়াটা যদি ও বিকল্প পদ্ধতি তে ভরে গেছে তবু ও মানুষ খাঁটি জিনিসই পছন্দ করে। রোবট এখানে অনেক প্রয়োজন মেটাতে পারলে ও মনের শান্তি আনা তার পক্ষে সম্ভম নয়।কারণ দুষ্টুমি, খুন সুটি,ঝগরাঝাটি এই গুলোতেই প্রেম হয়।তাই রোবটিক ভালবাসা ক্ষণিকের প্রশান্তি যোগালে ও এক ঘেয়েমি থেকেই যাবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

ধ্রুবক আলো বলেছেন: আরে আপু আপনি তো খুব বাস্তবিক বলে ফেললেন। রোবট তো মেশিন সে দুষ্টুমি, খুন সুটি,ঝগরাঝাটি এগুলো বুঝবে কি করে?!

তবে বিজ্ঞানীরা থেমে থাকবে না আশা করি, তারা 7th বা 8th জেনেরাশনের রোবট বানাবে SF টাইপ রোবট বানাবে যাদের ভেতর অনুভূতি থাকবে মানবীর মত। ;) B-)
বিরোহের কবিদের দিন একদিন শেষ হবেই।

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

চানাচুর বলেছেন: রোবটের কথা ভাবলেই আমার বুয়াদের কথা মনে পড়ে যে আমার সব কাজ করে দিবে :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

ধ্রুবক আলো বলেছেন: একি বললেন ভাই, এতো টাকা খরচ করে রোবট বানাবে শুধু বুয়ার কাজ করবে তাই কি হয় নাকি!?
ভাই স্বাবলম্বী হতে শিখুন নিজের কাপড় নিজে ধুয়ার চেষ্টা করুন।
এই রোবট শুধু একাকীত্ব দূর করার জন্য ;)

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: নারীর বিকল্প খোঁজার অপচেষ্টা।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

ধ্রুবক আলো বলেছেন: অপচেষ্টা না এটা হলো অপকল্পনা, কি আর করবে বলুন ভাই, পুরুষ হৃদয় ভালোবাসার জন্য পাগল।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

জুন বলেছেন: ফকির আলমগীরের মত কেউ গাইবে না "ও সোফিয়া গেছোছ কিনা :((
মজা লাগলো পড়ে ধ্রুবক আলো :)

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু, বিরোহের দিন একদিন শেষ হবে আশা করা যায় আরকি :)

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । :)
তবে মানুষ তো নিজেই যান্ত্রিক হয়ে গেছে । আর যন্ত্রের কি প্রয়োজন ?

শুভকামনা

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কথা বলেছেন। আসলেই মানুষই তো যান্ত্রিক হয়ে যাচ্ছে।

শুভ কামনা রইলো।

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: শপিং এর জন্য বেহুদা বাহানা করবেনা - তাদের এত কিছু বাহানার মধ্যে এ বাহানাটাই আপনার মনে ধরলো? :)
রম্য ভাল লেগেছে। আপনার লেখার স্টাইলে দিন দিন উন্নতি হচ্ছে। চালিয়ে যান নিয়মিত।
কিছু মন্তব্যের ব্যাপারে মন্তব্য করার জন্য পরে আবার আসতে পারি।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

ধ্রুবক আলো বলেছেন: তাদের এত কিছু বাহানার মধ্যে এ বাহানাটাই আপনার মনে ধরলো?
আসলে ব্যাপার টা হলো এরকম, মেয়েরা যে পরিমানে শপিংয়ের জন্য বাহানা করে তা বলার বাহিরে। আমার কিছু বন্ধু ও বড় ভাই আছে যারা আমাকে দেখেলেই বলবে 'ভাই শামীম তুই বিয়ে করিস না এটার মত ঝামেলা আর দুঃখ আর নাই'। তাই এই বাহানাটা বেশি ধরা পড়ে। আরও অনেক বাহানাই করে কিন্তু বললাম না আর :)

ভালো, রম্য ভালো লেগেছে খুব অনুপ্রানিত হলাম। নিয়মিত চালিয়ে যাওয়ার চেষ্টা আছে আমার।
অনেক শুভ কামনা রইলো। অনেক ধন্যবাদ।

কিছু মন্তব্যের ব্যাপারে মন্তব্য করার জন্য পরে আবার আসতে পারি।

ভাই যেকোনো সময় আসবেন, আপনার মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা।

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের মেয়েদের কপালে এমনিতেই খারাবী আছে; ছেলেরা বিদেশিনীদের দিকে ঝুঁকছে। মাঝেমাঝেই মিডিয়ায় খবর আসে অমুক দেশের তরুণি প্রেমের টানে বাংলাদেশে। এই তো সেদিন ইন্দোনেশিয়া থেকে একজন এসেছেন; এর আগে অষ্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া সহ অনেক দেশ থেকেই বহু তরুণি বাংলাদেশে চলে এসেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

ধ্রুবক আলো বলেছেন: ভাই, এ কি বললেন, এই কথা তো আমার মনে ছিলো না। আমাদের দেশের ছেলেরা যেভাবে বিদেশিনীদের দিকে ঝুঁকছে তাতে করে দেশের নারীদের উপর একটা ভালো বিপদ আসতেছে। অবশ্য আমাদের দেশের নারীরা এখন একা পুরুষ ছাড়া থাকার কথাই ভাবছে, বলছে।
যাই হোক, নারীর রোবট সত্যি আসলে একটা জগা খিচুড়ি অবস্থা হবে আরকি :-B

ভাই সুন্দর মন্তব্য রেখেছেন, অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো ।

৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা । ব্যাপারটা তাহলে পুরুষদের জন্য মন্দ নয় ! বরং কবিদের জন্য তো দেখছি আরো ভালো ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

ধ্রুবক আলো বলেছেন: তা বেশ বলেছেন ভাই। এমন ঘটলে বিরহ কবিতা লেখার দিন শেষ হয়ে আসবে।

৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে ভাল লাগল। কেৌতূহল উদ্রেক করেছে।
আরও চাই।

শুভেচ্ছা নিন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, পড়ে ভালো লেগেছে জেনে খুব অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো।

৩৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯

অলিউর রহমান খান বলেছেন: বেশ মজার একটি পোষ্ট। জনাব তাহলে এক হিসাব করলে দেখা যাবে মেয়েদের চেয়ে ছেলেরা মিথ্যা কথা এবং ছলনার দিকে বেশ এগিয়ে। খারাপ চিন্তাধারা নিয়ে মেয়েদের সাথে প্রেমের অভিনয়ে তারা মত্ত থাকে। যাদের সবাই “প্লে বয়” বলে ডাকে।

সব ছেলেরা এমন তা আমি বলবো না, কবে ১০০ তে ৯৯ জন ছেলে এমন। ১০০ তে ১ ভালো ছেলে আছে।
মেয়েদের মধ্যে ও এমন আছে কিন্তু তাদের সংখ্যা আমাদের চেয়ে কম হবে নিশ্চিত।
কারণ আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর উপর গবেষণা চালিয়েছিাম।

-সুফিয়া হয়তো মিথ্যা কথা বলবেনা, মন-প্রাণ উজার করে ভালোবাসবে কিন্তু কিছুদিন পর খুঁজ
নিয়ে দেখবে ছেলে জাতি তাদের দামী দামী পার্টস খুলে বিক্রি করে দিয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

ধ্রুবক আলো বলেছেন: সুফিয়া হয়তো মিথ্যা কথা বলবেনা, মন-প্রাণ উজার করে ভালোবাসবে কিন্তু কিছুদিন পর খুঁজ
নিয়ে দেখবে ছেলে জাতি তাদের দামী দামী পার্টস খুলে বিক্রি করে দিয়েছে।

ভাই আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রেমিক পুরুষ কখনোই এই কাজ করবে না। এরা প্রেমের জন্য ভালোবাসার জন্য পাগল। ভালোবাসার মানুষের জন্য নিজের পার্টস বিক্রি করে দিতে পারবে। ব্যতিক্রম সব জায়গায় আছে। এখন দুই তিনজন ফ্রড হলে কি আর পুরো জাতিকে দোষারোপ করা যায় কি!
জনাব তাহলে এক হিসাব করলে দেখা যাবে মেয়েদের চেয়ে ছেলেরা মিথ্যা কথা এবং ছলনার দিকে বেশ এগিয়ে। খারাপ চিন্তাধারা নিয়ে মেয়েদের সাথে প্রেমের অভিনয়ে তারা মত্ত থাকে। যাদের সবাই “প্লে বয়” বলে ডাকে।
ভাই, প্লে বয় কিন্তু সমাজে উপচে পরার মতন সংখ্যায় না, এরা খুবই কম। সবাই প্লে বয় হয় না। আর কিছু মেয়ে মানুষ আছে যারা ঐ প্লে বয়দেরই বেশি লাইক করে, আর তাদের কাছেই ডুবে মরে ভালো ছেলে পাত্তা দেয় না।
রোবট সোফিয়ার কাছে থাকবে ভালো মন্দ ডিটেক্ট করার একটা আধুনিক প্রযুক্তি ;)

ভাই আপনার অভিজ্ঞতা কতটুকু জানি না তবে খারাপও না, ভালো মন্দ মিলিয়েই মানুষ, ভালো মন্দ ডিটেক্ট করার মতো একটা ক্ষমতা থাকলে হয়তো খুব ভালো হত। মেয়ে হোক আর ছেলে হোক মানুষ মাত্রই চোখে দেখা আকর্ষণে আকৃষ্ট হয়।

ভাই আপনার জন্য শুভ কামনা রইলো অনেক। আপনার জীবন অনেক সুন্দর হোক। আপনার প্রেম সার্থক হোক।

৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: সবাই রোবটের প্রেমে পড়লে মানব জাতির কি হবে? চমৎকার ভাবনার লেখা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, লেখা ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম।

শুভ কামনা রইলো।

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: নারী না পেয়ে শেষমেষ রবোট । দুঃখ জাগানিয়া ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, ভাই কি আর করার!? কেউ তো কথা রাখে না!

৪০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

শামচুল হক বলেছেন: রোবট নিজে থেকে কিছুই করতে পারে না, মানুষ যেভাবে সফটওয়ার তৈরী করেছে সেভাবেই চলে।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

ধ্রুবক আলো বলেছেন: জি ভাই এজন্যই রোবট প্রতারণা করবে না। শুধু নিঃস্বার্থ ভালোবাসবে।
অনেক ধন্যবাদ ভাই

৪১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




কঠিনেরে আমি বাসিয়াছি ভালো
তাইতো কঠিন এমন সরল হলো .................... ;)

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০

ধ্রুবক আলো বলেছেন: জি ভাই, তাই কঠিন এমন সরল হয়ে গেছে :)

অনেক ধন্যবাদ ভাই।

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

অলিউর রহমান খান বলেছেন: ভাই আপনার কথায় বুঝা গেছে আপনি ৮/১০ টা ছেলে থেকে ভিন্ন। আপনার কথায় সততা পাওয়া গেছে।
তবে একটি কথা কি ভাই জানেন? ১০০০ টা ছেলের মধ্য থেকে একজন তার নিজের ভেতরের পার্টস বিক্রি করে দিতে প্রিয় মানুষটির জন্য। সবাই খারপ কখনো হবে না, না বলে পৃথিবী ঠিকে থাকতো না। সমাজে এখনো নম্র-ভদ্র ছেলেরা আছে।
কিন্তু বেশীর ভাগই খারাপ চিন্তাধারা নিয়ে চলে। আপনি ২/৪ জনকে ফ্রড বলেছেন মাত্র। আমি বলবো ১০০ তে ৯৯ জন ফ্রড, একজন ভালো ছেলে।
আমার গ্রামে শত শত ছেলেরা আছে কিন্তু যারা মেয়েদের সাথে খারাপ আচরণ করবে না তাঁরা মাত্র কয়েকজন।
বললেন মেয়েরা ভালো ছেলেদের পাত্তা দেয়না; এটা একজন সত্য কথা, এমন অসংখ্য ঘটনা আমি দেখেছি।

জনাব আপনি যাদের দেখেছেন হয়তো বেশীর ভাগই ভালো ছিলো, কিন্তু আমি যাদের উপর এক্সপেরিমেন্ট চালিয়েছি তাঁরা শতে ৯৯ জন ফ্রড। এদের মধ্যে বিভক্ত আছে। সবাই চরিত্রের দিখ থেকে খারাপ না। কেউ কেউ আছে এদের মধ্যে দেখলাম প্রেম করার সখ নতুন নতুন মানুষের সাথে। এ যেন তাদের এক নেশা।

পরিশেষে বলবো সবাই ভাই খারাপ না তবে ভাল মানুষের সংখ্যা খুব কম।
এ ক্ষেত্রে হোক ছেলে বা মেয়ে।

শুভেচ্ছা রইলো ভাই।
আমার জন্য দোয়া করবেন।
ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন।
ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথা সবই ঠিক, পৃথিবী থেকে ভালো মানুষ কমে যাচ্ছে। ছেলে মেয়ে সবই টাউট, ফ্রড হয়ে গেছে। এর মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা প্রেমের জন্য ভালোবাসার জন্য পাগল।
ভুল ত্রুটি নাই আপনার আপাতত।
শুভ কামনা রইলো।

৪৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

সনেট কবি বলেছেন: সফিয়া কে নিয়ে প্রিয় কবির রম্য রচনা ভাল লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ধ্রুবক আলো বলেছেন: সনেট কবি, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার দ্রুত সুস্থতা কামনা করি। এখন কেমন আছেন?

৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

কামরুননাহার কলি বলেছেন: আপনার লেখাটা ভালো হয়েছে। বাট আপনার কথা গুলো বিরুধী হয়েছে। যেমন বলেছেন
১ম- নারীরা একা হয়ে যাবে। হাহাহাহা কেনো? নারীরা একা হয়ে যাবে। একটা রোবটকে ভালোবাসবেন, প্রেম করবেন, বিয়ে করবেন হাহাহাহা। তাহলে ছেলেরা একটা গাছকে বিয়ে করলেনই পারে, হাহাহাহা। জানি রোবট একটি মেয়ের আকৃতিতে বানানো হয়েছে। ঠিক এই রকম করে যদি একটি ছেলে রোবট বানাননো হতো। তখন কি হতো তখন কি মেয়েরা ঐ রোবট কে বিয়ে করতো প্রেম করতো কখনোই না। ছেলেদের মন মানসিকতা ভালোনা তো তাই এই রকম উল্টা-পাল্টা কথা বলে।
২য়- বলেছেন রোবট শপিং মলে যাবে না, কথাটি মেয়েদের উল্ল্যেখ করে বলেছেন। আচ্ছা মেয়েরা কি একাই শপিংমলে যেয়ে হাজার হাজার টাকা নষ্ট করে। না কখনোই না মেয়েরা ছেলেরা দুজন সমান সমান শপিংমলে যেয়ে টাকা নষ্ট করে।

৩্য় বলেছেন রোবট শেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারবেনা। এটাও মেয়েদের একা বলেছেন তাই কি নয়। বাহ মেয়েরা একটা শেলফি তুলবে কেনো। বিশ্বে সব থেকে শেলফি তোলার সংখ্যা গুনলে তার মধ্যে ছেলেদের সংখ্যা পাবেন বেশির ভাগই। তাহলে মেয়েদের কথা কেনো একা তুলা হলো এখানে।
৪র্থ- বলেছেন রোবট মিথ্যা কথা বলতে পারবে না। আচ্ছা ছেলেরা কি এতো সাধু যে কোনদিন মিথ্যেই বলেনা। হাাহাহাহা। সমানে সমানে ছেলেরাও মিথ্যে বলে থাকে। তাহলে মেয়েদের কেনো একা বলা হয়।

আসলে কি বলুন তো- ছেলেদের মনের শক্তির চেয়ে মুখের শক্তিতো বেশি তাই আর কি এমটা হয়।
কিছু বলে করবেন না আমি এমনি যেখানে নারীদের নিয়ে কথা হয় সেখানে বিরুধীতা করতে মুখে বাধে না কি করবো বলুন তো। আর আপনাকেও কিছু বলিনি। বলেছি ছেলেদের মুখের শক্তিকে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: আমি আপনার সব কথার উত্তর দিচ্ছি তার আগে উপরে আরও ব্লগাররা মন্তব্য করেছেন তাদের মন্তব্য লক্ষ্য করুন। তারপর আপনার সব কথার উত্তর দিবো।
এটুকু বলে রাখি আপনি শিরোনাম পড়েননি, আর আপনার বুঝার সমস্যা আছে।

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

ধ্রুবক আলো বলেছেন: ছেলেদের মন মানসিকতা ভালোনা তো তাই এই রকম উল্টা-পাল্টা কথা বলে।
খুব ভালো মনমানসিকতা নিয়ে জন্মেছেন মনে হয়, তাই না। আসলে কিন্তু তা না।

শপিং ছেলে মেয়ে সবাই করে তবে ট্রল কিন্তু মেয়েদের নিয়েই হয়। মেয়েরাই তো নিজেদের শপিং নিয়ে ট্রল করে!

রোবট মিথ্যে কথা বলতে পারে না। ছেলেরা কি সাধু? জি ছেলেরা সাধু, কারণ আপনার মত আমি সরাসরি কোনো মেয়েকে ইঙ্গিত দেইনি যে মেয়েরা মিথ্যে বলে। মিথ্যে কম বেশি সবাই বলে।

ছেলেদের মুখের শক্তির চাইতে মেয়েদের মুখের শক্তি বেশি এইতো আপনিই প্রমান করে দিলেন।
আপনি কোন চোখ দিয়ে নারীদের বিরুধীতা করতে দেখলেন সেটা বলুন।
আর আপনাকেও কিছু বলিনি। বলেছি মেয়েদের মুখের শক্তিকে।

৪৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১০

সোহানী বলেছেন: কামরুননাহার কলির মন্তব্যে সুপার লাইক।

যা বলার ওই বলে দিয়েছে... আমি শুধু আপনাদের জন্য একরাশ দু:খ প্রকাশ করে গেলাম। আহারে শেষ পর্যন্ত রোবটই কপালে জুটলো, এ জীবনে একজন সত্যিকারের ভালোবাসার কাউকে পেলেন না B-)) । ঝগড়া করা, জোর করে শপিং করা বা রাগ করে বাপের বাড়ি যাওয়ার সাথে যে ভালোবাসা জড়িত এ টুকুই বুঝলেন না। তাই আপনারাই আসল রোবট এবং আপনাদের কপালে রোবটই দরকার........ :P

০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: কামরুননাহার কলির মন্তব্যে সুপার লাইক। হ্যা আপনি দিতেই পারেন! সে কি বুঝে কমেন্ট করেছে তা আমার মাথায় ঢুকে না, নিছক একটা রম্য লেখাকে সে বলছে বিরুধী লেখা। বিরোধী বানানে করছে ভুল।
রোবট আসুক আর জলজ্যান্ত মানুষই আসুক জীবনে সেটা নিয়ে চিন্তা নেই, কেউ তো একজন আসবেই যে মানুষ হবে রোবট না।
সত্যিকারের ভালোবাসার মানুষ জীবনে ছিলো হয়তো অতীত হয়ে গেছে কিন্তু স্মৃতি থেকে এখনও মুছে যায় নি।

সবচেয়ে মজার বিষয় হলো, রোবট কখনো কথায় ভুল ধরবে না, কারণ ভুল ধরার সঠিক সেন্স তার থাকবে।

৪৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

কামরুননাহার কলি বলেছেন: আহারে ভাইয়া আপনেও দুঃখ পেলেন। আমিও তো আপনাকে রম্য রহস্য করে কথা বলেছি। হাহাহাহা আমার লেখা এমনি হয় তাতে অনেকে দুঃখ পায়। থাক ভাইয়া লক্ষী ভাইয়া আমার রাগ করে না। আপনার জন্য দোয়া করি আপনি যেনো সুন্দর লাল টুকটুকে একটি বৌ পান।

৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

কামরুননাহার কলি বলেছেন: দুষ্টামি করি মাইন্ড করে তাতে ভাইয়া । তাহলে আর কখনোই করবো না। আমি দুষ্টামী করতে ভালোবাসি।

৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

কামরুননাহার কলি বলেছেন: হুম আর এটাও সত্যি যে ছেলেদের মনের শক্তির চেয়ে মুখের শক্তি বেশি। এটা আপনি সমাজে ঘুড়ে ঘুড়ে দেখতে পারবেন।
আর মেয়েদের মুখের শক্তির চেয়ে মনের শক্তি বেশি।
কারণ, থাক আজ বলবে না অন্য দিন এর অনেক কারণ আছে। শুধু এইটুকো বললাম।
মন খারাপ করবেন না। আমি কারো মন খারাপের কথা কখনো বলতে চাই না। ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ধ্রুবক আলো বলেছেন: আসলে মন ভালো নেই সেই গ্রাম থেকে আসার পর! নদ'র কথা মনে করলেই কষ্ট লাগে।
আর নানান রকম ঝামেলায় আছি।

যাই হোক, আপনিই আমার কথায় মন খারাপ করবেন না। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমার মন একদম ভালো নেই।

৫০| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেড়াল দিয়ে আর যাই করা যাক হালচাষ কিন্তু করা যাবে না। অতএব সাধু সাবধান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.