নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

লড়াইটা কোনভাবেই নাস্তিক বনাম ঈশ্বর বিশ্বাসী নয়

০৮ ই মে, ২০১৫ সকাল ১০:২৯

ঈশ্বর বিশ্বাসে তো কোন সমস্যা নেই। তুমি ঈশ্বর বিশ্বাস করো, সারাদিন সারারাত ঈশ্বর বিশ্বাস করো, কোন অসুবিধা নেই। কিন্তু তার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান লাগবে কেন? তার জন্য কোরআন বেদ বাইবেল লাগবে কেন? সমস্যা ঈশ্বর বিশ্বাসে না, সমস্যা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানে, সমস্যা কোরআন গীতা বাইবেলে। ঈশ্বর বিশ্বাসের নামে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধরা আলাদা আলাদাভাবে সর্বশক্তিমান যে দানব দাঁড় করিয়েছে সমস্যা সেখানে। নাস্তিকতার প্রয়োজনিয়তা এখানেই, নাস্তিকতা মৃত্যু, মানুষের সংশয় এবং সৃষ্টিতত্ত্বের অনিশ্চয়তা থেকে জন্ম নেওয়া ঈশ্বরকে বধ করতে চায় না; নাস্তিকতা দানবতন্ত্র ধ্বংস করতে চায়। দানবতন্ত্রের ধ্বাজাধারীরা এটা জানেও, তাই তারা নাস্তিকদের মারতে চায়। ঈশ্বর থাকবে, যতদিন মৃত্যু আছে অন্তত ততদিন ঈশ্বর থাকবে, থাকুক। ধ্বংস করতে হবে সর্বশক্তিমান ঐ দানবটাকে-যেটা কোনদেশে আছে হিন্দু হয়ে, কোন দেশে মুসলিম, কোন দেশে সেটি খ্রিস্টান বা বৌদ্ধ। লড়াইটা তাই খুবই সুস্পষ্ট- নাস্তিক বনাম ‘হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান’। লড়াইটা কোনভাবেই নাস্তিক বনাম ঈশ্বর বিশ্বাসী নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.