নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

নজরুলের কবিতার প্যারোডি

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩


মোরা এক বৃন্তে দুটি কলম করা কুসুম হিন্দু মুসলমান।
মুসলিম তাহার বড় সোনা, হিন্দু কিঞ্চিত প্রাণ।।
এক সে আকাশ মায়ের কোলে
যেন রবি শশী ফোলে,
এক রক্ত চাপাতি তলে, এক সে ধর্মের মান।।
এক সে দেশকে ধর্ষে খাওয়া, এক সে দেশের পানি,
এক সে মায়ের ওড়না ধরে তুমি আমি টানি।
এক সে দেশের মাটিতে পাই
অামার বেহেস্তে, তোর খাপো নরকে ঠাঁই।
এক ভাষাতে তারে ডাকি, চাপাতিতে দিই শান।
আমরা হিন্দু-মুসলমান।।
চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি,
সকাল হ'লে হবে রে ভাই অস্ত্র লুকিয়ে জানাজানি ।
কাঁদব তখন গলা ধ'রে,
চাইব ক্ষমা পরস্পরে!
সুযোগ বুঝে ঘা দিয়ে তোর কেড়ে নেব প্রাণ।
বিশ্ব সেদিন হাসবে দেখে এই বাংলাস্থান ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.