নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

সে দৃষ্টিতে বিস্ময়, ঘৃণা, ভয় সবই যেন একাকার

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭



গাজীপুরে একটা পিকনিকে গিয়েছিলাম আজকে। নিজ উপজেলা কচুয়া ফাউন্ডেশনের পিকনিক। (জানি না ফাউন্ডেশন শব্দ দ্বারা এক্ষেত্রে কী বুঝানো হয়েছে।)

দারা পুত্র পরিবার সহ গিয়েছিলাম। প্রচুর ছবি তুলেছি, যেমন আমি তুলি। কিন্তু নিচের এই ছবিটি আমার প্রাণ ছুঁয়ে গিয়েছে।

ওদের সাথে তেমন কোনো কথা বলতে পারিনি। লজ্জায় আমার মাথা নুইয়ে আসে এ ধরনের মানুষের সাথে কথা বলার সময়।

পিকনিকে আগত লোকেদের জন্য জনৈক স্থানীয় বৃদ্ধাকে পিঠা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পাশে তাকে সাহায্য করছে তার নাতি মাহফুজ।

মাহফুজ অষ্টম শ্রেণিতে পড়ে, তবে অর্থের অভাবে পড়াশুনা তেমন করা হয় না বুঝলাম। ওদের দেখে এটাও বুঝলাম যে ওরা ঢাকা শহরের পথে থাকা দরিদ্রদের চেয়েও দরিদ্র।

পাঁচশো লোকের পিকনিক হয়েছে। খেয়েছে তো যে যা পারে, খাবার নষ্ট হয়েছেও প্রচুর, অব্যবস্থাপনা ছিল প্রচুরতর। মারামারিও করেছে একদলে।

তখন বেলা গড়িয়ে বিকেল, ৪টা বাজে প্রায়। মাহফুজ কে জিজ্ঞেস করলাম, তোমাদের কি খাবার দিয়েছে? ওর নানি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। সে দৃষ্টিতে বিস্ময়, ভয়, ঘৃণা সবই যেন একাকার।

যা বোঝার আমি বুঝে গেলাম। নিজেকে ধিক্কার দিয়ে ঈশপকে কোলে নিয়ে ভালবাসা বৃত্তবন্দী করে রাখলাম মুহূর্তে। আসলে ঈশপ হয়েছে আজকাল আমার ভুলে থাকার এক মোক্ষম “যন্ত্র”।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আমিও ওমন করি ভাই, নিজের খাওয়া-আনন্দ শেষে খোজ নেই " আর সবার"!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: মিথ্যা বলছেন। আপনি খোঁজ নেন না। খোঁজ নেওয়া মানুষ এমন মন্তব্য করতে পারে না এই পোস্টের নিচে। আপনার জানা থাকা উচিৎ, আমি এক ঘণ্টায় এক হাজার টাকা উপার্জন করতে পারি, করি। তা না করে সময়টা কেন ব্যয় করি এসব লিখে তা আপনাদের মত মানুষের অবশ্য বোঝা কঠিন। এটাও আপনাকে বলা মানে আসলে নিজেকে ছোট করা যে আমি ওদের জন্য কিছু করার চেষ্টা করেছি। আরো বলি, ওখানে যে খাবার খাওয়ানো হয়েছে তা আমার পেটে সয় না, অর্থাৎ আমি তা খাই না। কিন্তু ওরা পেলে মহাসমারোহে খেত।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালী মানুষ হওয়ার আগে, বানরই মানুষ হয়ে যাবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: হুম

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই কিন্তু ভাই।। অনেকেই কিন্তু বাহল্যভাবে নেক কথা বলে থাকি।।
ধন্যবাদ।।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৬

ওমেরা বলেছেন: আপনি যেমন আগে খেয়াল করেন নাই তেমনি অন্যরাও করেছি ।

ধন্যবাদ ভাইয়া ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৫

ফাহমিদা বারী বলেছেন: খুব খারাপ লাগলো পড়ে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B দেশে পর্যায়ক্রমে লুটেরা শাসন করলে সাধারণের এই অবস্হা হয়।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

রাতুল_শাহ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংগালী মানুষ হওয়ার আগে, বানরই মানুষ হয়ে যাবে।


চরম সত্য কথা ভাই।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: আমরা মানুষ তবে আমরা মানুষ হতে পারিনি

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

রাতু০১ বলেছেন: ঈশপ হয়েছে আজকাল আমার ভুলে থাকার এক মোক্ষম “যন্ত্র”।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.