নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির চেয়ে শক্তিশালী ঈশ্বর কি আছে কিছু?

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৫২

যে সম্পর্কে বন্ধুত্ব অবধারিত, নইলে ভীষণ বিপদ হয় আমাদের–প্রকৃতির সাথে শত্রুতা চলে না, তাকে কোনো অজুহাত দেয়াও যায় না। একটু পরে আসো বৃষ্টি, ঝড়টা না হয় নাইবা হলে -এসব কথা প্রলাপ হয়ে যায় শুধু। প্রকৃতির চেয়ে শক্তিশালী ঈশ্বর কি আছে কিছু?







ঝলমলে রোদ, গরমের দীর্ঘশ্বাসে যখন প্রাণ ওষ্ঠাগত, পথচারী তখন একটু বেশি দাম দিয়ে হলেও ডাবের পানিতে তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু হঠাৎ বৃষ্টি সমীকরণ বদলে দিয়েছে। ডাব-লেবু-আনারস কিনছে না কেউ এখন, কাজের আশায় বসে থাকা শ্রমিকদেরও বুঝি আজ আর কাজ জুটবে না। ছবিগুলো পুরোন ঢাকার প্যারিদাস রোড থেকে তুলেছিলাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:১১

বিজন রয় বলেছেন: হা হা হা হা ............

ওরা তো বলবে প্রকৃতি তো ঈশ্বরেরই সৃষ্টি।

২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা কি বললেন দাদা শিরোনামে!

প্রকৃতি তো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান মনে হয় আমার কাছে।
এর জন্যই স্রষ্টায় কৃতজ্ঞতা শোকরিয়া প্রকাশ করি।

ভালো বলেছেন পোষ্টে।

শুভকামনা জানবেন সবসময়।

৩| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৮

কানিজ রিনা বলেছেন: শ্রষ্টা একজন, যিনি থাকেন জ্ঞান চক্ষুর
আড়ালে। আমার জ্ঞান পরিধির বাইরে।
হে আমার কর্তা আমি পিছনে তাকিয়ে
আমার মাথার চুল গুনতে পারিনা।
হে কর্তা প্রচন্ড দাবদাহর পর মেঘের বৃষ্টিতে
আমি শীতল হলাম তুমি কি আমার ভালবাস।

এমন জীজ্ঞাসা মনে অসংখ্য। আমি তৃতীয়
চোখেও তোমারে দেখিতে না পাই।
নদী কিংবা বিলবাওর খাল সর্ব স্থানে একই
একজল একা মেরে সাই ফেরে সর্ব ঠাই
মানুষে মিশিয়া হয় ভেদঅন্তর। লালন,

প্রতিটি মায়ের দুধ সাদা, মানুষ গরু ছাগল
হাতি ঘোড়া ইঁদুর, কোনও বিজ্ঞানী পারবে?

আমি প্রকৃতি থেকে পাই তোমার সকল সৃষ্টির
ওপার লিলায় তোমাকে দেখিতে না পাই।
সবকিছুই তুমি না সব কিছুই তোমার।

আমি তোমাকে অনুবভে পাই কিন্তু জ্ঞানচক্ষুর
পরিধি নাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.