নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

বেশ্যা বলে গালি দিয়ে তারে বশ্য হয়ে রই

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৯




বিশ্বাস করো এ সভ্যতা?
এখানে কোনো সুখ পাখি বাসা বাঁধেনি আজও।


একবারে নয়,
আমরা সত্যি ক্রমাগত মরি।


আমায় বলেছিল সে একটি পাগলা কুকুরের গল্প,
বলেছিল, আমি যেন ওটার কাছে না যাই।
আজ দেখি সে ঘটা করে কুকুরটার সাথে খেলছে!


বেশ্যা বলে গালি দিয়ে তারে বশ্য হয়ে রই।


ছেড়ে দিলে পাখি উড়ে যাবে,
আবার পড়বে সে কোনো ফাঁদে।
সে শিকারীও কি আমার মত ছেড়ে দেবে?
সবাই যদি প্রেমিক হত!
ভালোবেসে ছেড়ে দিত!


ধার ধারি না,
ধারবও না।
তুমি মহিয়শী থাকো,
আমি ও স্বর্গ চিনি।


বুঝতে যদি না পারো অন্ধ হও,
একটা মানুষ
আঁকড়ে ধরো, ভালোবাসো।


লুকাও অনিবার্য সত্য কিছু,
মেনে নাও, যেমন তুমিও।
শুধু প্রেমটুকু উদ্ধত থাক।


যত তারা দেখেছি দূর আকাশে অালোকিত,
আমার ভেবেছি তো ঠিকই,
আছড়ে পড়েছে কি কোনোদিন একটিও?

১০
ষাঁড়টি বলল আমায়,
তুমি মানুষ, কী সুন্দর তুমি!
বললাম, তুমিও একদিন মানুষ হবে জানি।

১১
ঘর্মাক্ত রিক্সালার হাত থেকে
পাঁচ টাকা ফেরৎ নিতে পারিনি কোনোদিন।
তোমাদের বলেছি, ঘামে ভেজা টাকা ধরতে ঘৃণা লাগে আমার।

১২
শিশুটির এক পা নেই, তবু শুধু হাসে!
শিশু বলে?

১৩
আমরা ফুলশয্যা পেতে বসে আছি-
দিনের আলো নিভে গেল,
ওরা গেল না তবু।
ওদের যে নেই কোনো ভিন্নদেশ!

১৪
এত প্রাণ পেরিয়ে
যে মানুষ, ভুলতে কি পারে সে কোনো জীবন?
শুধু ভালোবাসাটুকু অটুট থাক।

১৫
গাছেদের জীবন জানো?
সবাই ওরা আপনজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.