নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা হলে

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

কর্ণফুলীর মায়ায় গড়া আজন্ম পরিচিত এই শহরটা -

সন্ধ্যা নামলেই কী অপরিচিত হয়ে যায়!

সেই পরিচিত রাস্তা,পরিচিত ফুটপাথ, আইল্যান্ড;

সেই চেনা স্ট্রীট লাইট, হুশহাশ ছুটে চলা গাড়ি;

চেনা বিদ্যুতের তার- পাঁজরের হাড়ের মত;

আর চেনা স্টপেজ..

তবু রাত হলেই তাদের চরিত্র বদলে যায়!

অতি সঙ্গোপনে!

তারা সব জান্তব হয়ে যায়!

আসলে তারা কখন সত্যি?

দিনে??? না রাতে???

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

কুহক' বলেছেন: গ্রীন লাইট জ্বলে ওঠেনি। প্রতিক্রিয়াশীল গাড়ি সাঁই সাই যাচ্ছে আসছে...............

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বোধের সবুজ আলো গুলো সব একসাথে জ্বলে উঠলে হয়ত প্রগতির রথও সাঁই সাঁই করে ছুটবে- প্রতিক্রিয়াশীল গাড়িগুলোআর পেরে উঠবেনা...... :) :)

ধন্যবাদ কুহক আপনাকে :) ভালো থাকবেন...

২| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

আসিফ করিম শিমুল বলেছেন: কিছু জীবন্ত সত্য আছে যার উপাদান এক কিন্তু সময়ের গতিধারায় তাদের রূপ পাল্টে যায়।
শুধু প্রকৃতি নয়, মানুষের বাস্তব জীবনেও সেই সত্যগুলো সমভাবে প্রজোয্য।
আর সবকিছুতে বৈচিত্র না থাকলে সত্যই বলুন আর মিথ্যাই বলুন কিংবা শান্ত প্রকৃতির স্নিগ্ধতা বলুন অথবা যান্ত্রিক সভ্যতার অনাড়ম্বরতা বলুন যায় বলুন না কেন সবকিছুই যে মূল্যহীন হয়ে পড়বে।
তাই দিনের বেলায় যা স্পষ্ট দেখা যায়, চাঁদের আলোয় তা অলৌকিক মনে হয়। যাকে সব থেকে আপন ভাবা হয়, স্বার্থের একটু ব্যাঘাত ঘটলেই সেই সবার আগে সব থেকে পর করে দেয়। "এটাই নিয়ম, এটাই অপরিহার্য নীতি।"

৩| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা রইলো!

৪| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল লাগলো ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

শার্লক_ বলেছেন: + দিয়ে গেলাম।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ শার্লক... :)

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

বাংলার পাই বলেছেন: সত্য কথাই ফুটে উঠেছে কবিতাই। রাতে শহরের চেহারা বদলে যায়। দিনের সেই চির পরিচিত চেহারায় তাকে আর পাওয়া যায় না।

শুভেচ্ছা রইলো।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বাংলার পাই :)

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বোধের জগতে যখন যেমন হয়! :)


অফ টপিকঃ আপনি যেহেতু নতুন তাই বলছি, কমেন্টের রিপ্লাই সিরিয়াল মেনটেইন করে করা উচিত :)

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দুঃখিত... আসলে অনেক কিছুতে এখনো ধাতস্থ হতে পারিনি- ভুল হয়ে যাচ্ছে :(

৮| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০১

আজম মাহমুদ বলেছেন: ভালো লাগলো। সেই আপনার দেয়ার মন্তব্যের উত্তর দেখে আসার জন্য আমন্ত্রন।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আজম মাহমুদ :)

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.