নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অক্ষম

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

পালাই, পালাই, ভাল্লাগেনা, পালাই বহুদূর।

পালাই ছুটে কোন অজানায়, পালাই অচিনপুর।



খানিক থামি- একটু জিরোই, ভাঁজি একটা সুর।

সব ভেঙে যায়, হুঁশ ফিরে পাই, ভাল্লাগেনা ধুর!



আবার ছুটি দিক ও বীদিক, পালাই পালাই ছুট!

ছুটছি একা, পথহীন একা, একলা স্বপ্নভূক।



একটু ছায়া, একটা আঁচল, কোথায় থামা যায়?

নরম ঘাসে রোদের আদর লুটোপুটি খায়।



রাত-বিরেতে কালো আকাশ, হা-হুতাশের ঢল;

ছিটকে পালাই যেথায় আছে জোছনা টলোমল।







যতই পালাই, সব ভেঙে যায়- পেছন পায়ে পায়,

ধ্বংসাবশেষ খামচে ধরে, ফসিল ডাকে আয়...!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পালাতে চাইলেই কি পালানো যায়?
কবিতা ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: না পালালে বেঁচে থাকাটা দুর্বিষহ ঠেকে রে ভাই... কী করব???

তবু পালিয়েও শান্তি নেই :(

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পালাতে চাইলেই কি পালানো যায়?
কবিতা ভালো লেগেছে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: পালাতে অক্ষম !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: :( :(

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭

জেন রসি বলেছেন: যতই পালাই, সব ভেঙে যায়- পেছন পায়ে পায়,
ধ্বংসাবশেষ খামচে ধরে, ফসিল ডাকে আয়...!

চমৎকার্‌।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ জেন..

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++
পালাবেন না প্লিজ :)
শুভেচ্ছা :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আচ্ছা যান, পালাব না :)

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অপূর্ণ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

বাংলার পাই বলেছেন: সবাই পালাতে চায়। কিন্তু কেউ পালিয়ে যেতে পারে না।

কবিতা ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সেটাই তো... :( কী করা........?


৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

কলমের কালি শেষ বলেছেন: লাভ নাই..!! পালালে এখানে কবিতা লিখবে কে !!.. :P

পালানোর স্পৃহাজড়িত কবিতা ভালো হয়েছে । :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কলমের কালি....! :) :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কলমের কালি............. :) :)

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

বিপরীত স্রোতে ছুটতে চাইলেই কি পারা যায়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সঠিক উত্তর- ‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‍‌"না"

আমার ইচ্ছা- "তবু........"

:( :(

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যতই পালাই, সব ভেঙে যায়- পেছন পায়ে পায়,
ধ্বংসাবশেষ খামচে ধরে, ফসিল ডাকে আয়...!

বাহ! খুব সুন্দর , আমারও মাঝে মাঝে পলানোর ইচ্ছা করে। কিন্তু জীবন বলে, 'পলাবি কোথায়?' :P :(

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা। নোটিফিকেশনের সমস্যার কারণে আপনার কার মন্তব্যটির খবর পাইনি। দেরীর কারণে দুঃখিত।

আসলেই তাই- পালাতে চাইলেও পালানো হয়না। আপনাকে তাও তো জীবন পালাতে দেয়না, আমাকে-- ঐ যে- ফসিল দেয়না পালাতে :(


ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.