নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুঁজিনি কখনো আকাশের মানে...

আফসানা যাহিন চৌধুরী

আমার পথচলা আমার পথে

আফসানা যাহিন চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লাশের চোখ থেকে

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২১

তুমি আবার ফিরে আসলে
নতুন একটা টীপের পাতা কিনব।
চমৎকার রঙ-বেরঙা একটা টীপের পাতা।

আমার কোন কাঁচের চুড়ি নেই।
তোমাকে বলব কিনে দিতে-
জন্মদিনে।

তুমি ফিরে আসলে
তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো
শোনাব সব এক এক করে-
সে তুমি হাসো, ভেঙচি দাও, যাই করো।
আগে দেখব আমাকে নিয়ে ক’টা লিখলে...
নাহয় শোনাবই না,
হতভাগী কবিতা...!

একবার কি ফিরবে?
ঘাড় ফিরে কি দেখবে একবার,
কাঁটাতারের ওপাশে আমার আস্পর্ধা দিনদিন কেমন বাড়ছে???
আমি হাত গলিয়ে দিয়েছি কাঁটাতারের ফাঁক দিয়েই-
একবার ছুঁতে চাই তোমাকে...
একটাবার কি ফিরবে???


অজস্র সবুজ পাতার ফাঁক দিয়ে
চিকচিক করে স্বর্ণরোদ গলে আসে গায়।
আমি তো তোমাকে আড়াল করিনি!
বদলাইনি কিছুই!
তবু ভুল সময়, ভুল স্পর্শ তোমাকে নিয়ে গেছে ভুল দিগন্তের কাছে...

এখনও আমি দৃষ্টিবিভ্রান্ত!!!

এই তাহলে নষ্ট প্রেম???
যদি তুমি ফিরে আসো,
আমি সবকিছুর সংজ্ঞা বদলে দেব-
সময়, প্রেম, স্পর্শ, কাঁটাতার, সব......!


যতবার তুমি গোলাপ হাতে নিয়েছ
আমি ততবার কেঁদেছি;
তুমি দেখইনি..
তুমি বিমোহিত ছিলে রূপে, গন্ধে- বিলাসে!

যতবার তুমি দীঘির জলে ডুবেছ,
আমি ততবার স্থির হয়ে থাকতাম....!
জানতাম না,
কত তেরো নদী, তেরোশ’ দীঘির জলে ভীজে তুমি একসা!!!



আমার কেবল একথালা আকাশ,
তাতে একপেটা-আধপেটা রোদ্দূর,
কখনো-সখনো এক চিমটি জোৎস্নার ছিটে।
আমার তাই ছিল নৈবেদ্য তোমার পূজার................

কেন তুমি পুরোহিতই ছিলে?
কেন তুমি দেবতা ছিলেনা???
কেন???


যজ্ঞে তবু হোমানলটা আমার হাতে জ্বালিয়েছিলাম-


শিখা চিরন্তন....................

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

টুম্পা মনি বলেছেন: কবিতাটা খুব ছুঁয়ে গেল। আবেগে যেন টুইটুম্বুর।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ টুম্পামণি। আমার ভেতরের কথাগুলো আপনাকেছুঁয়ে গেল- এটাই আমার সার্থকতা। অনেক ভালো থাকুন :)

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩০

আবু শাকিল বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম আপু ।

খুব সুন্দর পঙক্তি :)

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল, ভালো থাকবেন :)

৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৪

জাফরুল মবীন বলেছেন: খুব সাবলীলভাবে ও সহজ ভাষায় লেখা কবিতাটি বেশ ভাল লাগল।

অনেক শুভকামনা রইলো কবির জন্য।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসংখ্য দন্যবাদ ও কৃতজ্ঞতা জাফরুল মবীন :) আশা করছি পরবর্তীতেও সাথে থাকবেন।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো । :)

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ করমের কালি শেষ :)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।

শুভেচ্ছা অনেক :)

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ন রায়হান এবং কৃতজ্ঞতা.. :) ভালো থাকুন।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৫

তুষার কাব্য বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা..চমত্কার লিখেছেন..শুভকামনা নিরন্তর...।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কথারা সার্থক হল ভাই.. :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাথে থাকবেন সবসময়।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

কালো গুপ্তচর বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক শুভকামনা রইলো।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কালো গুপ্তচর :) ভালো থাকবেন..

৮| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০১

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সবার জবাব দেবার আগে আমি বলি, আমার কাছে এতগুলা কমেন্টের একটারও নোটিফিকেশন আসেনি। আমি এখন আমার নিজের ব্লগে ঢুকে দেখলাম সবার কমেন্ট। সুতরাং সময়মত প্রতউত্তর না করতে পারায় দুঃখিত এবং ব্লগের আডটিং এর সাথে জড়িতদের দৃষ্টি আকর্ষণ করছি :( :(

৯| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৭

শ্রাবণধারা বলেছেন: বেশ চমৎকার; আমি তুমি টাইপ প্রেমের কবিতার বাইরে বেশ নতুন - অনুভুতিটা লুতুপুতু মার্কা নয়, বেশ শক্তপোক্ত । একেবারে শেষের লাইন গুলো (পূজা, পুরোহিত, নৈবেদ্য) বাদ দিলে , সুখপাঠ্য ।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই শ্রাবন ধারা। আমি দুঃখিত নোটিফিকেশন না পাওয়ায় দেরী হল :( :(


মন্তব্য খুব ভাল লাগল :) কৃতজ্ঞতা জানাচ্ছি..

আর শেষের লাইন গুলোর ব্যাপারে যদি আত্নপক্ষে বলি- তাহলে বলতে পারি এটুকুই যে, আমাদের ওরিয়েন্টাল অঞ্চলের মেয়েদের প্রেম-ভালোবাসাটা ইউজুয়ালি এমনই- মানে প্রেম নিবেদন করতে গিয়ে একেবারে আত্ননিবেদন করে বসে। যতটা না ভালোবাসা আদায়ের প্রতি সচেতন থাকে, তার চেয়ে বেশী অচেতন থাকে স্যাক্রিফাইসিং মুডে.. :(

যাই হোক, আগামীতেও সাথে থাকবেন আশা করছি। ভালো থাকুন।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যতবার তুমি গোলাপ হাতে নিয়েছ
আমি ততবার কেঁদেছি
তুমি দেখইনি..
তুমি বিমোহিত ছিলে রূপে, গন্ধে- বিলাসে!


বাপরে! আপনি তো দূর্দান্ত কবি।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কবি হওয়া প্রচন্ড কঠিন ভাই...

তবে, ভাবনাগুলোকে কথায় লিখার পর, কথাগুলো যদি কারো ভাল লেগে থাকে, বা কারো মন ছুঁলো বলে যায়, তখন নিজের কথাগুলোকে স্বার্থক মনে হয় :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)
ভালো থাকবেন।


আর দেরীর জন্যে দুঃখিত..

১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২

শ. ম. দীদার বলেছেন: 'যদি তুমি ফিরে আসো,
আমি সবকিছুর সংজ্ঞা বদলে দেব-
সময়, প্রেম, স্পর্শ, কাঁটাতার, সব......!'

চমৎকার লিখেছেন। শুভ কামনা সব সময়।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ শ. ম. দীদার :)

ভালো থাকবেন এবং সাথে থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.