নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

ডাঃ সাইফুল

ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।

ডাঃ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

না

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ব্যস্ত পাঠক, সম্ভব হলে পড়ে নিবেন । কাজে লাগতে পারে। রহিম সাহেব (ছদ্ম নাম) কোমর ব্যথা নিয়ে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য আসলেন । এসেই চিকিৎসক হিসেবে আমাকে পেলেন। আমি যথারিতি দেখা শুরু করলাম । রহিম সাহেব সিরিয়াস কোমর ব্যথার রোগী, নড়া চড়া করতেই ব্যথায় মুখ ভারি হয়ে যায়। বয়সের কারনে লজ্জায় হয়তো কান্না কাটি করেন না, কম বয়স হলে হয়তো কান্নাই করতেন। যাই হোক উনার মুখ দেখে বুঝতে পারছি , উনার ব্যথা সিরিয়াস । এছাড়া কোমর একদিকে বেঁকে গেছে।

রহিম সাহেব এই বাঁকা কোমর সোজা হওয়ার আশায় অনেক চিকিৎসককে দেখিয়েছে , সবাই অপারেশনের কথা বলে। উনি সবার মুখের উপর না বলে দিয়েছেন। এলোপ্যাথি হোমিও প্যাথি সব শেষ করে অতি ঘনিষ্ঠ এক বন্ধুর পরামর্শে ফিজিওথেরাপিস্টের শরনাপন্ন হলেন। আমার সামনে বসেই বললেন, আপনারা কি অপারেশন ছাড়া PLID ভাল করতে পারেন? আমি সাথে সাথে উনার কিছু রেড ফ্লাগ চেক করেই, এক বাক্যে বলে দিলাম হ্যাঁ । কারণ উনাকে ব্যাখ্যা বিশ্লেষন করে সত্য বললেও অনেক সময় লাভ নেই, বরং কনফিউজড হয়ে উলটা কবিরাজ বা খনকারের কাছে চলে যেতে পারে। কারণ এই অবস্থায় রোগীর মাথাও অনেক সময় ভাল কাজ করে না ।

এবার রহিম সাহবে বলে বসলেন আপনারা কি কি থেরাপি দেন । আমি বললাম, এইভাবে বলবেন না। এটা দোকান না। আমরা আপনাকে এসেস করব, আপনার কি কি সমস্যা সব বের করব, তারপর ফিজিওথেরাপি চিকিৎসা পরিকল্পনা করব । উনি কিছুটা আশ্বস্ত হলেন । এবার উনার সুচিকিৎসার জন্য ৪০-৪৫ মিনিট ধরে এসেস করলাম, কিছুটা চিকিৎসা দিলাম । উনি মুখে সন্তোষজনক কিছু না বললে, উনার মুখ দেখে বুঝে নিলাম ব্যথার তীব্রতা কমছে। আকাশের মুখ যেমন বুঝে নিতে হয় বৃষ্টির খবর, তেমনি কিছু কিছু রোগীর চেহারা দেখে বুঝে নিতে হয়। উনারে কিছু বলে না, জিজ্ঞাসা করলে বলে এই এই তো আছে, আছে আগের মত।

চিকিৎসা এবং এসেস শেষে এবার রহিম সাহবে চার্জ জানতে চাইলেন, যদিও সেটা রিসিপশনকে জিজ্ঞাসা করার কথা, আমার বয়স কম বলে এবং অজানা অনেক কারনেই, এই চার্জ সহ অহরহ বিষয় আমার কাছে জানতে চায়। আমি মাইন্ড করি না, নিসংকোচে চার্জ বলে দেই ১০০০ টাকা। অনেকে ফিজিওথেরাপিকে ৩০০/৪০০টাকা ভাবে । তাই এই চার্জ শুনে অবাক হয়। যদিও একজন ভাল কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের চার্জ এর কমে সম্ভব না, উন্নত দেশে এক সেশন ফিজিওথেরাপি চার্জ বাংলাদেশি টাকায় ৭/৮ হাজার টাকার কম না । চিকিৎসা যেমন মানও তেমন । যদিও সব টাকা হেলথ ইনন্সুরেন্স থেকে আসে কিংবা সরকার দেয় । তাই মানুষের কষ্ঠ হয় না । কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট আলাদা । তাই কেউ সমস্যার কথা বললেই আমি নিজেই কমিয়ে দেই, অনেক ক্ষেত্রে নেই না । পরবর্তী ফিজিওথেরাপি চার্জের ক্ষেত্রে প্যাকেজ করে দেই । যাদের সাম্যর্থ নেই, তাদের ক্ষেত্রেও কম রাখি । অর্থাৎ টাকার জন্য কাউকে কখনও ফেরত দেই নাই, দেবও না ! যদি সে চিকিৎসা নিতে আগ্রহী হয় ।

ওইদিনের বিষয় আলাদা ছিল, রহিম সাহেব এসেই বলেন এই দেশের চিকিৎসা উনার পছন্দ না । বিরাট বড়লোক বুঝিয়ে দিলেন । আমি বুঝে নিলাম, টাকা পয়সা উনার কাছে তেজপাতা । আমি সহজেই বলে দিলাম ১ হাজার টাকা । উনি আকাশ থেকে পরলেন । এত চার্জ!!! আমি তো জানি ফিজিওথেরাপি চার্জ ২০০/৩০০ টাকা!

মনে মনে কই মিয়া ৪৫ মিনিট ধরে দেখলাম, তখন ভাল লাগছে আর এখন টাকা দেওনের বেলায় আকাশ থেকে পড় । তোমারে এক হাজারই দেওন লাগবে, যতই আকাশ থেকে পড়, আর বাতাস থেকে পড় !

যাই হোক মাছ বাজারে মত অনেক দরকষাকষি করে , উনার কোন সমস্যা ছাড়াই টাকা কম দিলেন । শেষতক মহান আল্লাহর পাকের মর্জিতে উনি আমাদের এখানে ২ সপ্তাহ চিকিৎসা নিলেন । ২ সপ্তাহ পর অনেকটাই ভাল, যদিও মুখে বলে না , আমি চেহারা দেখে বুঝে নেই উনি ভাল হচ্ছেন; কিন্তু পুরোপুরি না । আগে ২ মিনিট হাঁটলেই পায়ে ব্যথা শুরু হত, এখন এক দেড় ঘন্টা হাটলে কোমরে ব্যথা হয় । বিছানা থেকে নড়াচড়া করতে গেলে যেই ব্যথা হত, সেটা আর হয় না । যাই হোক উনি খুব ব্যস্ত মানুষ, তবে মাঝে মাঝে আসেন, তবে হাসি মুখেই আসেন এখন । ব্যথার কথা জিজ্ঞাসা করলে মুখ ভার করে পেলেন।

তারপর কয়েকমাস আর দেখা নাই। একবার ফোন দিয়ে বলল, ডাঃ আমি কবে পুরোপুরি ভাল হব। আমি বললাম আল্লাহ জানে, আপনি তো ভালই আছেন, এইভাবে ভাল থাকার চেষ্টা করেন ।

হঠাৎ অন্য আরেকদিন ফোন দিয়ে বললেন, ডাঃ আমার অবস্থা খারাপ ! এক মিনিটও হাটতে পারি না । এবার আমি আকাশ থেকে পড়লাম । ঘটনা জানার চেষ্টা করলাম, রহিম সাহেব বিদেশ থেকে অপারেশন করে আসছেন । তেমন সমস্যা ছিল না, হালকা ব্যথা ছিল কোমরে, ভাল চেকআপের জন্য বিদেশে গিয়েছিলেন । ওখানকার চিকিৎসকের পরামর্শে অপারেশন করিয়েছেন । সম্পূর্ন ভাল হওয়ার আশায় রহিম সাহেব অপারেশন করালেন । হিতে বিপরীত, উনাকে আবার অপারেশনের পরামর্শ দিলেন । এবার রহিম সাহেব মুখের উপর না করে দিলেন, বাংলাদেশী চিকিৎসকদের যেমন আগে করেছিলেন। আবার চিকিৎসা শুরু করলাম, এই আরেক যুদ্ধ, এবার তিনমাস দেখলাম । অনেকটা আগের অবস্থায় আসছে, তবে এখনও অপারেশনের পূর্বের অবস্থায় ফিরতে পারেন নাই। কবে ফিরবেন সেটাও অজানা ।

ঠিক গতকালও একই রকম আরেক ঘটনার সম্মুখিন হলাম, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের আউটডোর ফিজিওথেরাপি ইনচার্জ ডাঃ আনিস সাহেবের রোগি, মোটামুটি ভালই ছিল, হঠাৎ করে প্রতিবেশী দেশ থেকে অপারেশন করে আসছেন । এখন অবস্থা আগের চেয়ে অনেক অনেক খারাপ । মুখের উপর বলতে ইচ্ছে করল, না। কিন্তু বলা হয় না, আসলে মানুষ অসুস্থ হলে খুব দিশেহারা হয়ে যায়, কি করবে কি করবে না, সব ভুলে যায়, যে যাই বলে তাই করে। না খুবই কমই বলে।

সবাই ভাল থাকবেন, কোমর ব্যথা সিরিয়াস হলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিবেন । সুস্থ থাকেন, ভাল থাকেন ।

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
কো-অর্ডিনেটর, ভিশন ফিজিওথেরাপি সেন্টার , উত্তরা, ঢাকা ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: টাকার জন্য ফিরিয়ে দেন না, দেবেনও না জেনে ভালো লাগছে। শুভকামনা আপনার জন্য।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০১

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

শাহ আজিজ বলেছেন: স্পাইনে ক্ষয়ে যাওয়া ডিস্ক লাগান কিনা?

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৪

ডাঃ সাইফুল বলেছেন: কেমন ক্ষয়ে গেছে , আপনার কোন রির্পোট থাকলে আমাকে মেইল করতে পারেন । কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন ।
[email protected]
www.visionphysiotherapy.com
01787152872

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোটামুটি বিরামহীন ভাবেই এক চেয়ারে বসতে হয়,
ইদানিং পায়ুদেশের উপরের হাড্ডিতে বেশ ব্যাথা অনুভব করি। চিকিৎসা পদ্ধতিে বাতলে
দিলে বাধিত হবো।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৯

ডাঃ সাইফুল বলেছেন: Coccydynia হতে পারে । এটা সার্চ নিয়ে কিছু ব্যায়াম দেখে নিতে পারেন । সমস্যা হলে যোগাযোগ করবেন
[email protected]
www.visionphysiotherapy.com
01787152872
ভিশন ফিজিওথেরাপি সেন্টার
হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা , ঢাকা ।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:১০

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন । আপনার জন্যও শুভ কামনা ।

৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগল। উপকারী মানুষজন সবসময় হেপী হয়।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

ডাঃ সাইফুল বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।

৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: গত মাস ২ য়েক আগে একদিন দুপুরে পাম পায়ের হাটু ও পাতার মাঝামাঝি সামনের অংশে বিদ্যুৎ এর শকের মত ব্যাথা করে উঠে হাত দিয়ে চেপে ধরে রাখতেই ব্যাথা মিলিয়ে যায় । এভাবে অসয্য ব্যাথা কয়েকদিন পর পর করতে থাকে ১০-৩০ সেকেন্ড এর মত থাকে। ডাক্তার দেখিয়েছি, ঐষধ খাচ্ছি। রক্ত পরীক্ষা ও এক্সরে করছি কোন নেগেটিভ রিপোর্ট আসেনি। এটাকে কি ধরনের অসুখ বলে । এটা মারাত্মক কোন সমস্যা ?

ইদানিং একটু হাটলেই পায়ের ভিতর হাড় যেন ব্যাথা করে। পা কামড়ায়। ডান্ডা লাগালে আরও বেশি সমস্যা হয়।
পরামর্শ দিবেন দয়াকরে। কি ধরনের চিকিৎসা করাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.