নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

ডাঃ সাইফুল

ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।

ডাঃ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

আমাকে দিনে একবার ভাত দিয়েন , আমি বারান্দায় থাকব

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

আজ সকালে এক বোন আসলেন কোমর ব্যথার সমস্যা নিয় । বোনটি ঠিকভাবে হাঁটতে পারেন না । ৪ মাস আগে সিজারিয়ান অপারেশন হয়েছিল । প্রথমদিকে তেমন সমস্যা ছিল না । দুই মাস যাবত আস্তে আস্তে ডান পা দুর্বল হয়ে যাচ্ছে । গরু ছাগল হাস মুরগি সব বিক্রি করে চিকিৎসা করে যাচ্ছেন । কেউ বলে অপারেশন লাগবে , কেউ বলে লাগবে না । একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আসছে ।

আমি এসেস করে দেখলাম সিরিয়াস ডিস্ক প্রলাপস (L4/L5 Motor Defecit & no sensory defecit ) ।পায়ের মাংস শুকিয়ে যাচ্ছে । ভাল্ভাবে ফিজিওথেরাপি নিলে আশানুরূপ উন্নতি পাওয়া যাবে । তবে অনেক সময় লাগতে পারে । কিন্তু রোগীর আর্থিক অবস্থা ভাল না । ভিশন ফিজিওথেরাপি সেন্টার আমাদের নিজেদের ছোট একটি প্রতিষ্ঠান । যা ইনকাম হয় সবার বেতন এবং বাড়িভাড়ায় ব্যয় হয়ে যায় । লাভের কথা তো প্রশ্নই আসে না , মাঝে মাঝে খুব টান টান হয়ে যায় । তবুও যতটুকু কম রাখা যায় তাই বললাম । রোগী তো কান্না কাটি করে শেষ , সেই এতটাকা কিভাবে দেবে? কেঁদে কেঁদে বলতে লাগৎ, আমাকে দিনে একবার ভাত দিয়েন , আমি বারান্দায় থাকব । নিজের কাছে খুব খারাপ লাগল । কতটা বাধ্য হয়ে - ৪ মাসের এক বাচ্চা এবং ৩ বছরের আরেক বাচ্চা মায়ের কাছে রেখে চিকিৎসার জন্য ঢাকায় আসছে । দিন দিন সেই অচল হয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে আসছে এখানে ।

আমি বললাম আচ্ছা ঠিক আছে , টাকা নিয়ে সমস্যা হবে না , একবার খাওয়ার দরকার নেই । তিনবেলাই খাবেন । দুবেলা ফিজিওথেরাপি চিকিৎসাও ঠিক মত নিবেন । দেখি কি করা যায় । ইনশাল্লাহ আপনি অবশ্যই ভাল হয়ে যাবেন ।

আমরা না হয় উনার চিকিৎসার একটু সহযোগিতা করলাম । কিন্তু এই অবস্থা সারাদেশ জুড়েই । কে কয়জনকে সাহায্য দেবে! গরীবদের চিকিৎসা আসলে কোথায় ?

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম
ফিজিওথেরাপি চিকিৎসক , ভিশন ফিজিওথেরাপি সেন্টার ।

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

সৈকত জোহা বলেছেন: আপনি কোন মেডিকেল থেকে ডাক্তারি পাশ করেছেন

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

ডাঃ সাইফুল বলেছেন: আমি সি আর পি থেকে ২০১৩ সালে ব্যাচেলর অব ফিজিওথেরাপি সম্পন্ন করি । যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে ৫ বছরের গ্রাজুয়েশন কোর্স ।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: স্যালুট আপনাকে

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

ডাঃ সাইফুল বলেছেন: আমি সামান্য , আপনার সম্মানের জন্য আপনার কাছে কৃতজ্ঞ । ভাল থাকবেন ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

করুণাধারা বলেছেন: এদেশের সকলের উচিত গায়ক, নায়ক, কিম্বা ক্রীড়াবিদ হবার- তাহলে শুধু বিনা পয়সায় চিকিৎসাই নয়, নগদ কয়েক লক্ষ টাকার চিকিৎসা সহায়তা পাওয়া যাবে।

গরিবের জন্য এদেশে কোন চিকিৎসা নেই।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

ডাঃ সাইফুল বলেছেন: অসাধারণ বলছেন বস, কারণ সব কিছু বিক্রি করলেও অনেক সময় চিকিৎসার টাকা পূরন হয় না । ধন্যবাদ আপনাকে ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা না হয় উনার চিকিৎসার একটু সহযোগিতা করলাম ।
কিন্তু এই অবস্থা সারাদেশ জুড়েই ।
কে কয়জনকে সাহায্য দেবে! গরীবদের চিকিৎসা আসলে কোথায় ?

.......................................................................................................
আপনার বক্তব্যর সাথে সহমত ,
আমি নিজে এধরনের অনেক সমস্যা অনুধাবন করি
কিছু কিছু ক্ষেত্রে সাহায্যর ব্যবস্হা করি, কিন্ত আমার প্রশ্ন একই
আর কত ? কি ভাবে এইসব জনসাধারনের সহজ চিকিৎসা হবে ???
.......................................................................................................

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

ডাঃ সাইফুল বলেছেন: উন্নত বিশ্বে চিকিৎসা খরচ সরকার দেয়, যতই লাগুক । সরকার মানুষের ইনকাম অনুযায়ী একটা টেক্স কেটে নেয় । আবার অনেক দেশে পাবলিক ইনসুরেন্স । নিজের পকেট থেকে কোন টাকা লাগে না ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

বাকপ্রবাস বলেছেন: আসলে আমরা অনেক ভাল ভাল কমেন্ট করতে পারব, কাজের কাজ কতটুকু করি বা সংযুক্ত সেটা নিজেরাই জানিনা। আপনার সাধ্যমত আপনি করেছেন আর শেয়ার করার দরুণ অনেক উতসাহ পাবে এগিয়ে আসতে। বড় সমস্যা হল রাষ্ট্র আর রাজনীতি নিজেদের নিয়ে ব্যস্ত এসব নিয়ে ভাবেনা সেটার প্রভাব সাধারণ এর উপরও পড়ে, তারা উদ্বুদ্ধ হয়না।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

ডাঃ সাইফুল বলেছেন: আমার হেলথের সিস্টেম হল আউট অব পকেট । যার পকেটে টাকা আছে , তার চিকিৎসা আছে , যার টাকা নেই , তার চিকিৎসা নেই । অনেক দেশেই চিকিৎসার সব খরচ সরকার দেয় , সরকার তার নাগরিকদের কাছ থেকে তাঁদের ইনকাম অনুযায়ী ট্যাক্স কেটে নেয় , কোথাও আবার ইনসুরেন্স । আবার দেশেও একটা পরিবর্তন প্রয়োজন ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

মোস্তফা সোহেল বলেছেন: করুনা ধারা আপু বলেছেন,এদেশের সকলের উচিত গায়ক, নায়ক, কিম্বা ক্রীড়াবিদ হবার- তাহলে শুধু বিনা পয়সায় চিকিৎসাই নয়, নগদ কয়েক লক্ষ টাকার চিকিৎসা সহায়তা পাওয়া যাবে।

গরিবের জন্য এদেশে কোন চিকিৎসা নেই। একদম ঠিক।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

ফেনা বলেছেন: আসলে দেশে একটা যুগান্তকারী পরিবর্তন দরকার।

জাগবে একদিন এই জনতা
রাজপথে হবে যে দেখা
ভয় পাবি তুই- পেতেই হবে
লাল রক্ত তোর ভেসে যাবে;
জনতার মুতে।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

ডাঃ সাইফুল বলেছেন: আমার হেলথের সিস্টেম হল আউট অব পকেট । যার পকেটে টাকা আছে , তার চিকিৎসা আছে , যার টাকা নেই , তার চিকিৎসা নেই । অনেক দেশেই চিকিৎসার সব খরচ সরকার দেয় , সরকার তার নাগরিকদের কাছ থেকে তাঁদের ইনকাম অনুযায়ী ট্যাক্স কেটে নেয় , কোথাও আবার ইনসুরেন্স । আবার দেশেও একটা পরিবর্তন প্রয়োজন ।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাঝে মাঝে আমি কিছু ফিজিওথেরাপি রোগী পাঠাতে চাই
আপনার সাহায্য কামনা করি ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮

ডাঃ সাইফুল বলেছেন: অবশ্যই পাঠাবেন । ভিশন ফিজিওথেরাপি সেন্টার , হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭ , উত্তরা , ঢাকা । এপয়েনম্যান্ট ০১৯৩২৭৯৭২২৯

০১৭৮৭১৫২৮৭২ ( আমার ব্যক্তিগত নাম্বার ) । প্রয়োজনে অবশ্যই কল দিবেন । খুব খুশি হব ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।
সারাদেশে উন্নয়ন মেলা হচ্ছে, কনসার্ট হচ্ছে।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

ডাঃ সাইফুল বলেছেন: সত্য কথা বলতে কি, আমাদের পুরো হেলথ সিস্টেমটাই গন্ডগোল । আউট অব পকেট হেলথ সিস্টেম । যার পকেটে আছে , তার চিকিৎসা আছে , যার টাকা নাই , তার চিকিৎসা নাই ।

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আরোগ্য বলেছেন: ভালো একটি কাজ করেছেন। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিক।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

ডাঃ সাইফুল বলেছেন: দোয়া রাখবেন । ভাল থাকবেন ।

১১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

ওমেরা বলেছেন: মানুষ টাকার জন্য চিকিৎসা পাচ্ছে না এটা শুনলে আমার খুব কষ্ট হয়, আমাদের টাকা ছিল কিন্ত আমার আম্মুর চিকিৎসা ছিল না।

আমার অনেক ইচ্ছা আছে এদের জন্য কিছু একটা করব। ইনশা আল্লাহ।

আল্লাহ আপনাকে এর প্রতিদান নিশ্চয় দিবেন ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

ডাঃ সাইফুল বলেছেন: ভাগ্য আসলেই বিচিত্র্য । আপনার আম্মুকে আল্লাহ জান্নাতবাসী করুক আমিন ।

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাদের মত কিছু ডাক্তার মানবিকতা দেখান অনেক সময়। তবে তাঁদের সংখ্যা খুবই নগন্য। ডাক্তারদের গরীব রোগীদের অর্থের ব্যপারে আরো উদার হতে হবে। তাহলে অনেকের উপকার হবে...

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩

ডাঃ সাইফুল বলেছেন: আসলে টোটাল সিস্টেম টাই গন্ডগোল । কেউ কারো মুখাপেক্ষী হওয়া উচিত নয় । সরকার মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন করবে, সবার ইনকাম অনুযায়ী হেলথ ট্যাক্স কেটে নেবে । এটাই হওয়া উচিত ছিল ।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

শুভবাদী রোদ বলেছেন: দেশের সার্বিক পরিস্থিতিটা, হেলথ সেক্টরে ঠিক এমন-ই। আমার এক আত্মীয়া বছরকয়েক আগে শ্যামলীর একটি সরকারি হসপিটালে ভর্তি হয়। তখন তাকে দেখতে গিয়ে আমার নিজের অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, এত নোংরা, গন্ধ, বাজে পরিবেশ। তার উপর, সীট না পেয়ে রোগী আছে সিঁড়িতে, বারান্দায়, সব জায়গায়।
গরিব চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে সোনার বাংলায়, এটাই তাদের নিয়তি। আমি ব্যক্তিগতভাবে আমার গরিব আত্মীয়স্বজনের চিকিৎসার বিষয়ে আর্থিক সাহায্য করে থাকি, চেষ্টা করি যাতে তাদের কষ্ট একটু হলেও লাঘব করা যায় কি-না। এই বিদেশে প্রবাসে থেকেও নিয়মিত খোঁজ খবর নেই। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে করার চেষ্টা করি, তাহলেও কিন্তু কিছুটা কাজ হয়। সরকার যেহেতু দায়িত্ব নেবে না, উদ্যোগও নেবে না, আমাদেরকেই সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। যাকাতের টাকাটা লুঙ্গি আর শাড়ি কেনায় ব্যবহার না করে, আমরা গরিব আত্মীয়ের চিকিৎসা পারপাসে কাজে লাগাতে পারি। ডাঃ সাহেব যদি কোনো উদ্যোগ নিতে চান, তবে আমি পাশে থাকতে পারি। ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইজান । ভাল থাকবেন । আমি অবশ্যই আপনার সাথে প্রয়োজনে যোগাযোগ করব ।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

সূর্যালোক । বলেছেন: বেঁচে থাকুন । সালাম । পোস্ট করার জন্য ধন্যবাদ ।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬

ডাঃ সাইফুল বলেছেন: ওয়াইলাইকুম সালাম । ভাল থাকবেন ।দোয়া রাখবেন ।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে সালাম। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

ডাঃ সাইফুল বলেছেন: আপনাকে সালাম । ভাল থাকবেন ,সুস্থ থাকবেন । দোয়া রাখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.