নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা আর তার সৃষ্টীকে ভালবাসি। অপ্রয়োজনের চেয়ে প্রয়োজনে থাকতেই স্বাছ্যন্দ্য বোধ করি। অন্যায় এবং অন্যায় কারী কে ঘৃনা করি। প্রকৃতিকে ভালবাসি আর কৃত্রিমত্তা কে অপছন্দ করি। যা আছে তাতেই সুখ খোজার চেষ্টা করি।

ডা: মেহেদী হাসান

ডা: মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

সবজি সমাচার

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩


কোন কারনে নাস্তা করা হয় নাই, তাই গেলাম সিংগারা খেতে। হঠাৎ ই খেয়াল করলাম সিংগারার সাইজ টা আগের চেয়ে ছোট হয়ে গেছে। এতটাই ছোট একদম চোখে পড়ার মত, জিজ্ঞেস করলাম - জসিম ভাই সিংগারার সাইজ টা মনে হচ্ছে আগের চেয়ে ছোট হয়ে গেল। প্রতিউত্তরে ওনি যা শোনালেন তা আসলেই গভীর উদ্বেগের বিষয় বললেন- কি করব স্যার বলেন কাচা মরিচের যা দাম বাড়ছে আগের সাইজে সিংগারা বানাইয়া পোষাইতে পারি না।

চিন্তার বিষয় এটাই যে নিতান্ত কাচা মরিচের দাম বেড়ে যাওয়ার কারনে যদি গলির মোড়ের সিংগারার সাইজ ছোট হয়ে যায়। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম যখন উর্দ্ধগতির সীমা অতিক্রম করে তখন দেশের মানুষের পকেটের অবস্থা কি হয় বা তাদের খাবারের মেন্যুরই বা কি পরিবর্তন টা হয় সেটা বোঝার জন্য বোধ করি পিএইচডি করা লাগবে না।

জরূরী দরকারে বাজারে যাওয়ার সুযোগ টা পেয়েছিলাম গত কয়েক দিন আগে যেয়ে তো রীতিমত আমি অবাক কোন তরকারির দামই ৪৫ টাকার নিচে নাই।
সবচেয়ে কম দাম যেটা সেটা ই হল পটল ৪৫ টাকা।
ছোট বেলার অভ্যাস বসত ১০ টাকার কাচামরিচ দিয়ে দেন এ কথা বলাতে তো মনে হচ্ছিল বিক্রেতা আমাকে দৌড়ানিই দিবে..!!

দেশে এখন এত এত ইস্যু, এসব ছোট খাটো ইস্যু নিয়ে ভাববার সময় যেমন আমাদের রাজনীতিবিদদের নেই, তেমনি নেই আমাদের সাংবাদিকদের কিংবা সুশীল সমাজের। এসব নিউজে এখন আর ক্লিক পড়ে না গা সওয়া হয়ে গেছে তাই হয়তো...!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আমরা গা সওয়া জাতি তাই সবই আমাদের গায়ে সয়ে যায়।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

ডা: মেহেদী হাসান বলেছেন: এই সহনশীলতা কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়!!

২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি ডাক্তার মানুষ সিংগারা খাচ্ছেন নাস্তা হিসেবে? কি তেলের মাঝে ভাজে এসব সিংগারা?

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

ডা: মেহেদী হাসান বলেছেন: নাস্তা হিসেবে খাচ্ছিলাম কেন সেটাও প্রসঙ্গত!! আর যেখানে আছি এর চেয়ে ভাল কিছুর আশাও করতে পারছি না!!!

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এসব দেখার কেউ নেই।

দাম বাড়ুক বা কমুক যেন কারো কিছু যায় আসেনা?

সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.