নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা আর তার সৃষ্টীকে ভালবাসি। অপ্রয়োজনের চেয়ে প্রয়োজনে থাকতেই স্বাছ্যন্দ্য বোধ করি। অন্যায় এবং অন্যায় কারী কে ঘৃনা করি। প্রকৃতিকে ভালবাসি আর কৃত্রিমত্তা কে অপছন্দ করি। যা আছে তাতেই সুখ খোজার চেষ্টা করি।

ডা: মেহেদী হাসান

ডা: মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

চেতনার পরিবর্তন

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২



একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হলো "মানুষ চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে তার জীবন যাত্রার পরিবর্তন ঘটায়"
হ্যা আসলেই তাই!!

একজন রিক্সা চালক সারা জীবন রিক্সা চালায় কারন সে তার চিন্তা চেতনার পরিবর্তন করার প্রতি সচেষ্ট হয় না। যেটা সে চাইলেই পরিবর্তন করে তার জীবন যাত্রার মান পরিবর্তন করতে পারতো।

আমাদের অধিকাংশ মানুষই এরকম আমরা অনেক বড় বড় সেক্রিফাইস করতে রাজি আছি কিন্তু আমাদের নিজেদের চিন্তা চেতনার সফটওয়্যার এর ভার্সনটাকে আপডেট করতে নারাজ।

ভাবখানা এমন যে, প্রথমে আমার ব্রেনে যা আপলোড করা হবে তাই একমাত্র আসল আর বাকি সব ভূয়া।
আমরা প্রতি নিয়ত আমাদের ল্যাপটপ, কম্পিউটার কিংবা সেল ফোনের সফটওয়্যার গুলোর আপডেট ভার্সন খোজ করি কারন আমরা বুঝি লেটেস্ট ভার্সন হবে আরো চমকপ্রদ আরো কমফোর্টেবল আরো গতিশীল ।

এই সেইম ব্যাপারটাই নিজেদের চিন্তা চেতনার বেলায় সজ্ঞানে ইগনোর করার আপ্রান চেষ্টা করি।
যার ফলে আমাদের জীবন যাত্রার মান ও হয়ে পড়ে অবসোলেট সফটওয়্যার এর মত।

আমাদের চারপাশে যে মানুষগুলো তাদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়েছে তারা কমপক্ষে একবার হলেও তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে পেরেছিল।

সো ব্যপার টা সিম্পল If you want to change your life, change your way of thinking first.

ও হ্যা আরেকটা কথা পরিবর্তন কিন্তু নিজেই পরিবর্তনশীল।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.