নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা আর তার সৃষ্টীকে ভালবাসি। অপ্রয়োজনের চেয়ে প্রয়োজনে থাকতেই স্বাছ্যন্দ্য বোধ করি। অন্যায় এবং অন্যায় কারী কে ঘৃনা করি। প্রকৃতিকে ভালবাসি আর কৃত্রিমত্তা কে অপছন্দ করি। যা আছে তাতেই সুখ খোজার চেষ্টা করি।

ডা: মেহেদী হাসান

ডা: মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

সুরকার খুজছি

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

আমার লেখা অনেক পুরোনো একটি গান, ভাল সুর করতে পারেন কেউ থাকলে সুর করে দিলে কৃতজ্ঞ হব।
নিজের কণ্ঠেই কভার করার ইচ্ছা।

তুমি যদি থাকো পাশে
চলে যাব দূরে ভেসে
স্বপনেরও সীমানায়.........।
তুমি যদি থাক পাশে
যেতে পারি আমি মিশে
রংধনুর ঐ রঙের মায়ায়......।


তোমায় নিয়ে সাজিয়েছি
সারাটি জীবন আমার
রবো দুজন পাশাপাশি
ভাঙ্গবো সীমানা ভালবাসার......। (২)

সুখেরি ছায়ায় পড়ে যে ভাটা
তুমি না থাকলে পাশে
কালো মেঘে যায় যে ঢেকে
ভালোবাসার আকাশে.........। (২)

তোমায় নিয়ে সাজিয়েছি
সারাটি জীবন আমার
রবো দুজন পাশাপাশি
ভাঙ্গবো সীমানা ভালবাসার......। (২)

তুমি ছিলে হৃদয় জুড়ে
রবে শুধুই তুমি
শূন্য এ বুকে দিয়েছো যে প্রাণ
আর কিছুই চাই না যে আমি......।(২)

তোমায় নিয়ে সাজিয়েছি
সারাটি জীবন আমার
রবো দুজন পাশাপাশি
ভাঙ্গবো সীমানা ভালবাসার......। (২)

তুমি যদি থাকো পাশে
চলে যাব দূরে ভেসে
স্বপনেরও সীমানায়.........।
তুমিন যদি থাক পাশে
যেতে পারি আমি মিশে
রংধনুর ঐ রঙের মায়ায়......।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

কামরুননাহার কলি বলেছেন: বাহ বেশ সুন্দর। তবে নিজের কণ্ঠে সুর করলে আমাদেরকে শুনাবেন কিন্তু।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

ডা: মেহেদী হাসান বলেছেন: গান গাওয়ার অভ্যেস সেই ছোট বেলা থেকেই, :) টুকটাক কভার ও করি.। সেই ভাবনা থেকেই লেখা। তবে সুর করাটা আমার কাছে সব সময়ই ভারী কিছু মনে হয় কারন এমন অনেক বাজে লিরিকও দেখেছি শুধু মাত্র সুরের যাদুতে টপ লিস্টে চলে আসতে। তাই সেটা করতে ভয় পাচ্ছি। অবশ্যই শোনাবো। ধন্যবাদ আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য। :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুরকার পাওয়ার পর নিজের গান আমাদের শোনাতে ভুলবেননা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১১

ডা: মেহেদী হাসান বলেছেন: অবশ্যই অবশ্যই, দেখা যাক সুরকার পাওয়া যায় কিনা!!

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

সাইন বোর্ড বলেছেন: অন্তরা থেকে স্থায়ীতে যাওয়ার ছন্দ ঠিক নেই, যদিও অামি সুরকার নই ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

ডা: মেহেদী হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য। চেষ্টা করব আরও ভাল করার
..

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: লিরিক্স ভাল লেগেছে, আশাকরি একজন ভাল সুরকারের ছোঁয়ায় এটি একটি সুরেলা গান হয়ে গীত হবে মুখে মুখে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

ডা: মেহেদী হাসান বলেছেন: শুকরিয়া, আপনার প্রত্যাশা দারুন উৎসাহের জন্ম দিয়েছে। দোয়া করবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.