নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা আর তার সৃষ্টীকে ভালবাসি। অপ্রয়োজনের চেয়ে প্রয়োজনে থাকতেই স্বাছ্যন্দ্য বোধ করি। অন্যায় এবং অন্যায় কারী কে ঘৃনা করি। প্রকৃতিকে ভালবাসি আর কৃত্রিমত্তা কে অপছন্দ করি। যা আছে তাতেই সুখ খোজার চেষ্টা করি।

ডা: মেহেদী হাসান

ডা: মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

অপমানই কি রক্তের প্রতিদান !!

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১



পৃথীবীর বুকে আমরাই একমাত্র জাতী যারা তাদের ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করেছে..!!
আর পৃথিবীতে আমরাই একমাত্র জাতী যারা তাদের ভাষাকে এত বেশী অবহেলা করেছে..!!

সত্যি বলি, টাইম ডাইলেশানে করে ভবিষ্যৎ এ এসে যদি কোন শহীদ দেখে যেতে পারতো তাদের রক্তের মূল্য আমরা কিভাবে অবলীলায়,তাচ্ছিল্যতা ভরে প্রতিদান দিচ্ছি!! ঠিক সেই মুহুর্তেই আন্দোলন থেমে যেত..!! হয়ত পরাধীন থেকে যেত আরও একটি দেশ! হয়ত ভীনদেশী কোন ভাষা হয়ে যেত একটি জাতীর রাষ্ট্র ভাষা!!

বুঝলাম ইংরেজী আন্তর্জাতিক ভাষা, বিশ্ব পরিমন্ডলে এ ভাষার গুরুত্ব অনেক, এ ভাষার ইম্পরট্যন্স অনেক অনেক বেশী তাই বলে কি নিজ মাতৃভাষা কে অবজ্ঞা করেই সেটা করতে হবে??

এতটা আপ্যায়ন খোদ আমেরিকাতে করা হয় কিনা আমি সন্দিহান, ভাষা'র যদি সেন্স থাকতো তাহলে লজ্জায়, অপমানে কবেই আত্নাহুতি দিত বাংলা ভাষা।

কি ভাবছেন!! ভাষার মাস না, তবুও কেন এরকম পোস্ট দিচ্ছি??
ভাবাটাই স্বাভাবিক, আমরা উৎসব প্রিয় জাতী যে কোন কিছুর উপলক্ষ ছাড়া তার কদর কিংবা প্রাধান্যতা চোখে পড়লে অবাকই হই।

আর এর কারনটাও পরিষ্কার হয়ে যাবে যদি আপনার আশে পাশে একটু তাকান..!!

সময় মনে হয় এসেই গেছে রাষ্ট্রীয় ভাবে কোন একটা ঘোষণা দেওয়ার যে, মাস মিডিয়া কিংবা রাজনৈতিক আলাপচারিতায় অযথাই ইংরেজীর বুলি আওড়ানোর বৃথা চেষ্টা না করার।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমরা কি করলে ভাষা শহীদ ত্যাগ অর্থপুর্ণ হতো?

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

ডা: মেহেদী হাসান বলেছেন: কেন আপনার কাছে কি মনে হচ্ছে!! যা হচ্ছে এতে করে তাদের অবদান কে খাটো করে দেখা হচ্ছে না???

২| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা অন্য রকম; আপনার ধারণা বলুন।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

ডা: মেহেদী হাসান বলেছেন: http://www.poriborton.com/national/9975

আজকের একটি নিউজ দেখুন!! ভাল লাগলো.।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: হুম আপনরা ধারনা টা বলুন।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

মুনাতাকিম সাইফ বলেছেন: সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি ছোট বাচ্চারা কার্টুন দেখে হিন্দি ভাষায় কথা বলে। ইংরেজিটা কার্টুন দেখে শিখলে ভবিষ্যতে কিছুটা হলেও কাজে দিবে কিন্তু হিন্দি!!!! আর কোলকাতার বাংলা সিরিয়াল এর কথা নাই বা বললাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.