নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/easin.es

ইয়াসিন_ই

nothing

ইয়াসিন_ই › বিস্তারিত পোস্টঃ

টেকনোলজি সম্পর্কে কিছু তথ্য... ১ম পর্ব... (যা অনেকেরই হয়ত অজানা)

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫২



আসসালামু আলাইকুম
আমরা সকলেই এখন টেকনোলজির সাথে কোন না কোনভাবে জড়িত,আর এর উন্নতি প্রতিনিয়তই হচ্ছে যার ফলে আমাদের জীবন আরো সহজ থেকে সহজতর হচ্ছে।একসময় যা সপ্ন ছিল আজ তা বাস্তব।
টেকনোলজির এমন অনেক তথ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না।
তারই কিছু তথ্যের ধারাবাহিকতায় আজ ১ম পর্ব শেয়ার করা হল:
.
.
* Christopher Sholes তিনি প্রথম ১৮৬৮ সালে কোয়ারর্টি কিবোর্ড উদ্ভাবন করেন।
(প্রায় ১৪৮বছর আগে)
.
.
* ৮৬% মানুষ তাদের ইউএসবি ডিভাইস প্লাগ করে উল্টা করে।
(নতুন কোন ডিভাইসে ইউএসবি প্লাগ করার সময় আমারও এমন হয়)
.
.
* প্রথম এলার্ম ক্লক শুধু 4:00am এ এলার্ম রিং বাজত।
(শুধুমাত্র ভোর চারটা বাজে রিং বাজত)
.
.
* গুগল তাদের প্রথম টুইট করেছিল ফেব্রুয়ারি ২০০৯ সালে এবং তা ছিল:
01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010
যা বাইনারি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয়: I’m feeling lucky
(আমিও প্রথম টুইটার একাউন্ট খুলি ২০০৯ সালেই)
.
.
* প্রথম ভিসিয়ার তৈরি হয়েছিল ১৯৫৬ সালে যার সাইজ ছিল একটা পিয়ানোর সমান।
(এখন আমাদের মোবাইলের ভেতরেই সব আছে এবং তা আমাদের ছোট পকেটেই থাকে)
.
.
* ৩০নভেম্বরকে কম্পিউটার সিকিউরিটি ডে হিসেবে জানা হয়।
(অনেকেই হয়ত জানে না)
.
.
* Anthony Greco ছিলেন প্রথম ব্যাক্তি যিনি ২০০৫ সালে এরেস্ট হয়েছিলেন স্প্যাম মেসেজ পাঠানোর কারনে।
(তখন আমি কম্পিউটারের খুবই অল্প বেসিক কিছু জানি মাত্র)
.
.
* আরবে মাত্র ৪% নারী ইন্টারনেট ব্যাবহার করে।
(ইন্টারনেট ছাড়া বাকি ৯৬% কিভাবে চলে)
.
.
* Nintendo ১৮৮৯ সালে ছিল একটি প্লেয়িং কার্ড কোম্পানি।
(আর এখন আমরা Nintendo কে গেমিং ডিভাইস হিসেবে চিনি)
.
.
* ইউএসএ তে গেমারদের এভারেজ বয়স ৩৫
(আমাদের দেশের গেমারদের এভারেজ বয়স কত হতে পারে)
.
সুত্র: ইন্টারনেট
.
.
ফেসবুকে আমি: http://www.facebook.com/easines

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১০

অশ্রুকারিগর বলেছেন: স্পার্ম মেসেজ দেখে টাশকিত হয়ে গেছিলাম। পরে বুঝলাম আপনি সম্ভবত স্প্যাম লিখতে চেয়েছেন।

টুকিটাকি সব মজার তথ্য উপস্থাপনের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৯

ইয়াসিন_ই বলেছেন: আমিও দেখে টাস্কি খেলাম :-&
ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.