নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/easin.es

ইয়াসিন_ই

nothing

ইয়াসিন_ই › বিস্তারিত পোস্টঃ

টেকনোলজি সম্পর্কে কিছু তথ্য... ৩য় পর্ব... (যা অনেকেরই হয়ত অজানা)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

আসসালামু আলাইকুম,
দিন বদলাচ্ছে সাথে প্রযুক্তিও বদলাচ্ছে। প্রযুক্তির দুনিয়ায় প্রতিনিয়তই নানা রকম ঘটনা ঘটে চলছে,কিছু ভালো কিছু খারাপ। এমন প্রযুক্তির অনেক বিষয় রয়েছে,যা আমাদের মধ্যে অনেকেই হয়ত জানে না।
টেকনোলোজি সম্পর্কে অজানা কিছু তথ্যের আজ ৩য় পর্ব শেয়ার করা হল:



আপনি যদি পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান,তবে আপনাকে ৮ঘন্টা স্থিরভাবে বসে থাকতে হবে।

যিনি পিএনজি ফাইল আবিস্কার করেছিলেন তিনি চেয়েছিলেন এর উচ্চারন হোক "ping"

আলাস্কা হল আমেরিকার একমাত্র রাজ্য যার নাম কোয়াটি কিবোর্ডের প্রথম সারি দিয়েই টাইপ করা যায়।

উবুন্টু হল লিনাক্সের একটি জনপ্রিয় ড্রিস্টিবিউশন,উবুন্টু নামটা এসেছে আফ্রিকা থেকে,
"Ubuntu"এর ইংরেজি অর্থ হল “I am because of you”

শস্ত্রচিকিৎসকদের মধ্যে যারা ভিডিও গেমস খেলে বড় হয়েছে, তারা অন্য শস্ত্রচিকিৎসক থেকে ৩৭% কম ভুল করে থাকেন।

১৯৩২ সালে Doug Engelbart প্রথম কম্পিউটার মাউস তৈরি করেছিলেন কাঠ দিয়ে।

এ্যাপলের লিসা ছিল প্রথম কমার্শিয়াল কম্পিউটার যার গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ছিল (GUI) এবং মাউস।

সাগা মেগা ড্রাইভ গেমস যেটা ২০১০ সালে রিলিজ হয়েছিল, সেটা এত পপুলার ছিল যে,রিলিজ হওয়ার আগেই সোল্ড আউট হয়ে গিয়েছিল।


ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easin.es



যারা আগের পর্ব মিস করেছেন তাদের জন্যঃ
http://www.somewhereinblog.net/blog/EASIN_ES/30207044

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

নাবিক সিনবাদ বলেছেন: ভালো পোস্ট

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৭

ইয়াসিন_ই বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: ২টি জানা ছিল। বাকিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

ব্লগে, ফেবুর লিংক দেবার দরকার নেই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

ইয়াসিন_ই বলেছেন: স্বাগতম।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

জাহিদ অনিক বলেছেন: উবুন্টু হল লিনাক্সের একটি জনপ্রিয় ড্রিস্টিবিউশন,উবুন্টু নামটা এসেছে আফ্রিকা থেকে,
"Ubuntu"এর ইংরেজি অর্থ হল “I am because of you”
- এতদিন উবুন্টু ইউজ করেও এটা জানা ছিল না।

ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

ইয়াসিন_ই বলেছেন: আমিও একসময় জানতাম না,
স্বাগতম।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

ফয়সাল রকি বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.