নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/easin.es

ইয়াসিন_ই

nothing

ইয়াসিন_ই › বিস্তারিত পোস্টঃ

মেইড ইন বাংলাদেশ (ওয়ালটন প্রিমো ই৮আই, ই৮এস এবং এনএফ৩)

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আসসালামু আলাইকুম,
আমাদের দেশে স্মার্টফোন তৈরির কার্যক্রম গতবছর থেকেই শুরু হয়েছে।বর্তমানে ওয়ালটন দেশেই স্মার্টফোন তৈরি করছে।আমরা অনেকেই এটা জানি যে,দেশে স্মার্টফোন তৈরি হলেও এর প্রায় সকল কাঁচামাল চায়না থেকে আসছে, এর কারন আমাদের দেশে এই সমস্ত কাঁচামাল তৈরির সামর্থ্য এখনো হয়নি।তবে ভবিষ্যৎতে হয়ত আমাদের দেশেই সব কিছু তৈরি হবে।
বাজারে এখন ওয়ালটনের "মেইড ইন বাংলাদেশ" তিনটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে।


• ওয়ালটন প্রিমো ই৮আই
• দামঃ ৩৫০০টাকা
• এন্ড্রয়েড ৬.০
• ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর
• গ্রাফিক্স মালি ৪০০
• রেম ৫১২ এমবি
• রম ৮জিবি
• ডিসপ্লে ৪.৫" (৪৮০*৮৫৪)
• ক্যামেরা ব্যাক ৫এমপি এবং ফ্রন্ট ২এমপি
• ব্যাটারি ১৭০০ এমএ এইচ
• *স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোনটির দাম কিছুটা কম হলে ভালো হত।


• ওয়ালটন প্রিমো ই৮এস
• দামঃ ৩৯৯৯টাকা
• এন্ড্রয়েড ৭.০
• ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর
• গ্রাফিক্স মালি ৪০০
• রেম ১জিবি
• রম ৮জিবি
• ডিসপ্লে ৪.৫" (৪৮০*৮৫৪)
• ক্যামেরা ব্যাক ৫এমপি এবং ফ্রন্ট ৫এমপি
• ব্যাটারি ১৬০০ এমএ এইচ
• *আমার মতে এই দামে বেষ্ট স্মার্টফোন এটি।


• ওয়ালটন প্রিমো এনএফ৩
• দামঃ ৭০৯৯টাকা
• এন্ড্রয়েড ৭.০
• ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর
• গ্রাফিক্স মালি ৫০০
• রেম ১জিবি
• রম ৮জিবি
• ডিসপ্লে ৬.০" (৭২০*১২৮০)
• ক্যামেরা ব্যাক ৮এমপি এবং ফ্রন্ট ৮এমপি
• ব্যাটারি ৩৩০০ এমএ এইচ
• *দাম কিছুটা বেশি হয়ে গেছে, যদি রেম ২জিবি,সাথে রম ১৬জিবি হতো তবে এই বাজেটে বেষ্ট অপশন হতো।


স্মার্টফোন গুলো সম্পর্কে আরো তথ্য জানার জন্য গুগলে সার্চ করুন।

আশা করি ওয়ালটন আমাদের দেশের সকল ইউজারদের কথা ভেবে মানসম্মত এবং ভালো মানের এন্ট্রিলেভেলের পাশাপাশি মিডরেঞ্জ স্মার্টফোন তৈরি করবে।প্রসেসরের ক্ষেত্রে মিডিয়াটেকের বদলে স্নাপড্রাগন ব্যাবহার করবে।
সাথে সকল কাস্টমার কেয়ারের মান আরো ভালো করবে।এবং স্মার্টফোন ব্যাবহারকারীরা যাতে কোন ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখবে।

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/easin.es

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু আমরা মুখেই হাতি মারি বলে আমিও এর ফোন ব্যাবহার করবো না।।
তথ্যটি গুরুত্বপূর্ন।।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

ইয়াসিন_ই বলেছেন: মুখেই হাতি মারি!

২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: কিনতে মনচায়।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

ইয়াসিন_ই বলেছেন: কিনেই ফেলুন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

হাঙ্গামা বলেছেন: টাকা খরচ কইরা গার্বেজ না কিনাই ভালো।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

হাঙ্গামা বলেছেন: ওয়ালটন স্মার্টফোন না।
ওভার স্মার্ট ফোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.