নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/easin.es

ইয়াসিন_ই

nothing

ইয়াসিন_ই › বিস্তারিত পোস্টঃ

পুরুষরা মিথ্যেবাদী এবং নিখুঁত অভিনয়শিল্পী... .

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭

আমরা ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে ছোটবেলা থেকেই সকল ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার প্রমান দিতে হয়।আমরা সেই যোগ্যতা প্রমানের চাপ নিয়েই বড় হই।আর সেই প্রমানের পালা আর শেষ হয় না।
আমাদেরকে ছোট বেলা থেকেই অনেক মিথ্যে শেখানো হয়।
ছেলেদের কাঁদতে মানা,কোন ব্যথা বা কষ্ট পেলে দেখাতে হবে আমার কিছুই হয়নি,ছেলে হয়ে কাঁদলে লোকে কি বলবে।সকল কষ্ট,আবেগ অনুভিতিগুলো সবসময় ভেতরেই চেপে রাখতে হয়।
কিন্তু,একজন পুরুষ যতই শক্তিশালী বা কঠিন হৃদয়ের হোক না কেন,সবার মত কোন কষ্ট বা ব্যথা পেলে তারও কান্না আসে।
.
এবং সব পুরুষরাই কাঁদে,যখন ...
বাবা কে কোন কস্টে দেখে।
মা কোন যন্ত্রণায় থাকে।
ভাই কোন বিপদে থাকে।
বোন যখন বিয়ে করে চলে যায়।
প্রিয় মানুষটা যখন কষ্ট দেয়।
সন্তান যখন কস্টে থাকে।
পরিবার যখন কোন সমস্যায় পড়ে।
.
পুরুষদের ত্যাগ এবং বিসর্জনগুলো বেশীরভাগ সময়ই চাপা পড়ে থাকে...
যোগ্যতা থাকার পরও আমাদের যখন কোন কাজ বা চাকুরী হয় না,তখন আমাদের নামের সাথে "বেকার" নামটা যোগ হয়ে যায়।আর এই "বেকার" শব্দটা আমাদের অনেকের কাছে অভিশাপের মত।
আমাদেরকে সবচেয়ে বড় যোগ্যতার প্রমান দিতে হয় বিয়ের সময়,
আমাদের বিয়ের সকল কিছু নির্ধারিত হবে,আমাদের ব্যাংক ব্যাল্যান্স কতবেশি আছে তার উপর।
আর যখন আমরা বাবা হই,
একজন বাবাকে প্রতিদিন সবকিছুর সাথে লড়াই করতে হয়,শুধুমাত্র তার পরিবারের সুখের জন্য।তবে সকল বাবাদের একটি হিংস্র এবং ভয়ঙ্কর রূপ আছে,সেটা তখনই দেখা যায়,যখন তার সন্তান বা পরিবার কোন বিপদে পরে বা কেউ তার পরিবারের ক্ষতি করতে চায়,সে তার পরিবারের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত থাকে,নিজের জান দিয়ে হলেও সে তার সন্তান এবং পরিবারকে রক্ষা করার চেষ্টা করে।আর বাবারা এমনই হয়।
.
এখন পুরুষরাও নির্যাতিত হচ্ছে,
কিন্তু সেই নির্যাতিত পুরুষরা বেশিরভাগ সময়ই চুপ থাকে লোকলজ্জা এবং সমাজের কারনে।আর যারা এর প্রতিবাদ করে তাদের বেশীরভাগই ন্যায় বিচার পায় না।
এবং, তখন খুব খারাপ লাগে,যখন পুরুষ নামের কিছু পশুর দ্বারা কেউ নির্যাতিত বা ধর্ষিত হয়,তখন সমাজ সেই পশুগুলোর সাথে পুরো পুরুষজাতীকে দোষারোপ করে।
.
.
.
শেষ কথা,
আমরা একসময় সবকিছু বুঝতে পারি,আস্তে আস্তে সব কিছুর সাথে নিজেদেরকে মানিয়ে নেই।একটি বড় গর্ত করে নিজেদের সকল স্বপ্ন,ইচ্ছে এবং চাওয়া পাওয়া গুলো সেখানে দাফন করে দেই।চোখের পানিগুলো আর বের হয় না ভেতরেই শুকিয়ে যায়।এরপর আমরা মিথ্যেবাদী হয়ে যাই যত কষ্টই হোক মুখে হাসি নিয়ে বলি ভালো আছি।আমরা যতদিন বেঁচে থাকি ততদিন এই ভালো থাকার অভিনয় এতটাই নিখুঁতভাবে করে করি যে,আমাদের এই অভিনয় গুলো কখনো কেউ ধরতে পারে না। :)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২০

নতুন নকিব বলেছেন:



ভাল লিখেছেন।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

ইয়াসিন_ই বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

কামরুননাহার কলি বলেছেন: নিজের ভালো টা সবাই গাইতে পারে ভাইয়া।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

ইয়াসিন_ই বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

বারিধারা ৩ বলেছেন: পুরুষ নির্যাতন একটা ফেক টার্ম। পুরুষ আবার নির্যাতিত হয় কি করে? নারীর সাহস আছে পুরুষের সাথে মারামারি করার? বড়জোর পারবে কথায় কথায় জর্জরিত করতে। পুরুষ সহজেই তা এড়াতে পারে - উচিত জবাব দিয়ে অথবা ঘর থেকে বেরিয়ে গিয়ে।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০১

ইয়াসিন_ই বলেছেন: শুধু কি মারামারি করাকেই নির্যাতন বুঝায়?এখন আর সময় আগের মত নেই যুগ পাল্টিয়েছে।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

ইয়াসিন_ই বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

টারজান০০০০৭ বলেছেন: পুরুষদের এবিষয়ে পোস্টও দিতে নেই, ভাইডি ! পোস্ট দিতেও মানা ! ছিঃ, পুরুষ মানুষ, পুরুষদের নিয়ে পোস্ট দিলে লোকে কি বলিবে !!!

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫০

ইয়াসিন_ই বলেছেন: টারজান ভাই ঠিক বলেছেন, পুরুষদের নিয়ে কোন বিষয়েই পোষ্ট দিতে নেই। ছিঃ আমি এ কি করলাম! লোকে আমাকে এখন কি বলবে।

৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

উদভ্রন্ত বালক বলেছেন: যথার্থ বলেছেন ভাই । এটাই বাস্তবতা সমাজের চিত্র । ধন্যবাদ সুন্দর করে লিখার জন্য ।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

ইয়াসিন_ই বলেছেন: আপনাকে স্বাগতম।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

সজিব ইসলাম বলেছেন: ভালোই লিখেছেন, কিন্তু সমস্যা কি জানেন ভাই আমাদের সমাজে একটা জিনিষ খুব ভালো ভাবে প্রতিষ্ঠা পেয়েছে সেটা হলো "পুরুষ মানেই নির্যাতনকারী" কিন্তু এই সমাজে পুরুষরা যে নিরব নির্যাতনের স্বিকার এইটা কি কোন নারী স্বিকার করবে? ভালো খারাপ নারী পুরুষ উভয়ের মাঝে আছে। এইরকম অনেক পুরুষ আছে যারা অবাধ্য স্ত্রী নিয়ে ঘর করছে সুধু ছেলে মেয়েদের ভবিশ্যত চিন্তা করে। নারী যে নেই তা নয় তবে শুধু পুরুষকে দোষারোপ কেন?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৭

ইয়াসিন_ই বলেছেন: নারী পুরুষ উভয়ই বর্তমানে নির্যাতিত হচ্ছে, তবে পুরুষদের তুলনায় নারীরাই বেশী নির্যাতিত হচ্ছে।
"পুরুষ মানেই নির্যাতনকারী" এটা তো বহুকাল আগেই প্রতিষ্ঠা পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.