নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি আলাপ সম্পূর্ন নিষিদ্ধ

এম আই এইচ রাজন

ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে

এম আই এইচ রাজন › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কমেন্টের জবাব কেন দেওয়া হয় না? কি আলাদা কোন ভাব নেওয়ার জন্য??

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

অনেক ব্লগার দেখি পোষ্ট দেওয়ার পরে পোষ্টে কমেন্ট পেলে কমেন্টের জবাব দেন না। তার পোষ্টের ব্যাপারে অনেক ব্লগার অনেক কিছু জানতে চায়। কিন্তু তিনি কোন জবাবই দেন না। অনেকে আবার পুনরায় ১ম পাতায় আরেকটা পোষ্ট ছাড়েন। কিন্তু সে আগের পোষ্টের কোন জবাবই দেন না।

এসব দেখি অনেক সময় সিনিয় ব্লগারদের ব্যাপারে ঘটে।



জানতে চাই এটা কি আপনাদের আলাদা কোন ভাব????

নাকি সময়ের অভাব????




আশা করি সকল ব্লগার সাড়া দিবেন।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬

তূর্য হাসান বলেছেন: ভাল একটা বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। এ ব্যাপারে আমি একটা পোস্ট দেব ভেবেছিলাম। আমার কাছে এটা অসৌজন্যতা বলে মনে হয়।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

হযবরল আমি বলেছেন: জানতে চাই এটা কি আপনাদের আলাদা কোন ভাব????
নাকি সময়ের অভাব????
---
হয়তবা দুটোই ...

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪

এম আই এইচ রাজন বলেছেন: ভাব বুঝছেন???

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। সিনিয়র জুনিয়র বলে কোন কথা নেই, যেই এই কাজটি করুক না কেন ব্যাপারটি শোভন নয়। পুরানো ব্লগারদের ক্ষেত্রে এই ব্যাপারটি অবশ্যই দৃষ্টিকটু। যে কেউ তার ব্যক্তিগত ব্যস্ততার কারনে জবাব দিতে দেরী করতেই পারেন, তবে ইচ্ছাকৃত ভাবে এই কাজ কোন ভাবেই সমর্থনযোগ্য নয়।।


আর নতুন ব্লগারদের ক্ষেত্রে মূল সমস্যাটি হলো অনেকেই ব্লগ এবং ফেসবুকের পার্থক্যটি ঠিক বুঝে উঠতে পারছেন না। গত ৫ ফেব্রুয়ারীর পর ব্লগ এবং ব্লগার শব্দটি অনেক বেশি নন্দিত এবং নিন্দিতও বটে। ব্লগার পরিচয় বহন করাটা এখন একটা ক্রেজ।

ফলে অনেকেই এখানে আসছেন তারা ব্লগ কি তা সঠিক ভাবে এখন বুঝে উঠতে পারেন নি, ব্লগে তারা সময় দিচ্ছেন না, ব্লগের সাধারন কালচারগুলো তারা আয়ত্ব করতে পারেন নি। ফলে এই ধরনের কিছু ব্যাপার হচ্ছে।

আর এই ক্ষেত্রে অনেক পুরানো ব্লগারদের ইচ্ছাকৃত মন্তব্যের জবাদ দিতে দেরী, তাদের সামনে দৃষ্টান্তও স্থাপন করছে।

সামগ্রিক বিষয়টি অবশ্যই হতাশাজনক।


২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

স্বপনচারিণী বলেছেন: সেই দিক থেকে আমি ভীষণ ভাগ্যবান। পোস্ট দেয়ার চেয়ে মন্তব্য করতে আমার খুব ভাল লাগে। তাই মাঝে মাঝে দেয়া আমার টুক টাক পোস্টে অনেকে মন্তব্য করে। এতে ভীষণ কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করি। নতুন-পুরনো সবাইতো আমরা একই পরিবারের সদস্য।তাই নিজ দায়িত্তেই সবার সাথে এই সম্পর্কটুকু রাখা উচিৎ। আপনার জন্য অনেক শুভ কামনা।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

এম আই এইচ রাজন বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা।

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

ম্যানিলা নিশি বলেছেন:
কি অবস্থা দেখেন এইখানে

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

এম আই এইচ রাজন বলেছেন: কিছু বলার নাই..............

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

রিমন রনবীর বলেছেন: এক ব্লগার এ ব্যাপারটা নিয়ে খুব বড়সড় কথা বলে একটা পোস্ট দিয়েছিল কবে যেন। অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছিল,আমিও করেছিলাম। তবে মজার ব্যাপার হল তিনি একটা কমেন্টেরও উত্তর দেননাই :D

ব্যপারটা হল, কারো পোস্টে কমেন্ট করার পর তার প্রতিক্রিয়া জানতে আমরা মুখিয়ে থাকি,আমরা জানতে ভালবাসি - আমার কমেন্ট লেখক কিভাবে নিলেন,সেই উত্তরটা একটা থ্যাংকস হলেও একটা তৃপ্তি পাওয়া যায়। কয়েকজন ব্লগার উত্তর কোনকালেই দিতেন না,এটা তাদের ভাব অবশ্যই।এদেরকে চিনে রাখুন - এভয়েড করুন-নিজেদের ভুল নিজেরা বুঝতে পারবে। পারলে সবার পক্ষ থেকে একটা লিস্ট করা যায় কারা কারা ভাব মেরে কমেন্টের উত্তর দেয় না-এটা খুবই অভদ্রতা মনে হয় আমার কাছে। কমেন্ট এভয়েড করে যাওয়াটাও অভদ্রতা মনে হয়।

আবার অনেকে আছেন, যাদের সময় স্বল্পতার কারনে ঠিকমত উত্তর দেয়া হয় না, অথবা দেরীতে উত্তর দেন। তাদের কথা ভিন্ন। উত্তরের জন্য অপেক্ষা করা যেতেই পারে,কিংবা না-ই দিতে পারেন এটা তার নিজঃস্ব ব্যাপার। ভাব নেয়ার জন্য না। আবার অনেকের পোস্টে চার-পাঁচশ মন্তব্য আসে। প্রতিটার উত্তর তাদের দেয়া দুরুহ ব্যাপার, তাইনা? তারপরও বিনয়ী ব্লগারগন উত্তর দিয়ে থাকেন।

আশা করি, সবাই অন্তত একটা ধন্যবাদ হলেও উত্তর দিতে চেষ্টা করবেন। এতে ব্লগিং এ উৎসাহ আসে।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

এম আই এইচ রাজন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

আন্ধার রাত বলেছেন:

মন্তব্য করেছি- ৩১৮৬
মন্তব্য পেয়েছি-১৭৮১
---------------------
গ্যাপ---------১৪০৫

অতএব আমি দোষমুক্ত B-)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

এম আই এইচ রাজন বলেছেন: বস.................

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

এম আই এইচ রাজন বলেছেন: লেখক বলেছেন: কিছু বলার নাই...

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

তূর্য হাসান বলেছেন: কেউ একটা ব্যদ্দপ সমগ্র পোস্ট দেবেন নাকি?!!!

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

এম আই এইচ রাজন বলেছেন: কেন???

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

সোহানী বলেছেন: সহমত @ স্বপনচারিণী

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

প‌্যাপিলন বলেছেন: সেলিব্রেটি বোল্গাররা সব কমেন্টের রিপ্লাই দেয়না, এইডাই নিয়ম (ধারা ক এর ৮ :P)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

এম আই এইচ রাজন বলেছেন: ৪২০ :-P :-P :-P :-P

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

সোহেল রনি বলেছেন: কমেন্টের রিপ্লাই না দেয়াটা দুঃখ জনক।

তবে একটা হিট পোষ্ট যেখানে ১০০প্লাস কমেন্ট পড়ে সেখানে সব কমেন্টের উত্তর দেয়াটা সময়সাধ্য আবার অনেক সময় এমন কিছু কমেন্ট পড়ে যেগুলোর কোন উত্তরই হয়না।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

এম আই এইচ রাজন বলেছেন: ওরকম কিছু না...........

১২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই রকম অনেকের পোষ্টে আর কমেন্ট করি না ;)

কয়েকবার পুন: পুন: চেক করার পরও যখণ দেখি নতুন পোষ্ট এসে গেছে অনেক গুলৌ বা জাম্প করে কিছূ কিছূর উত্তর দিচ্ছে-তখন স্বাভঅবিক ইন্টাএকশনের প্রতিক্রিয়া না পেয়ে খুবই খারাপ লাগে। ভাব সময়ের অভাব সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়- সো অবশিষ্ট থাকে আপনার কথিত ভাব!!!! তাই সেই ক্ষেত্রে জাষ্ট এভয়েড এন্ড ইগনোর পলিসিই বেষ্ট :)

পোষ্ট পড়ে চলে আসি- যদিও এটুকুতেও খারাপ লাগে- কমেন্ট না করে চলে আসলাম!!!!

কিন্তু কি আর করা- ঢিলটি দিলে পাটকেলটি পেতেই হয় :)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

এম আই এইচ রাজন বলেছেন: কিন্তু কি আর করা- ঢিলটি দিলে পাটকেলটি পেতেই হয় 8-| 8-| 8-| বুঝেন

১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি তো অনেক মন্তব্যের জবাব সময় মত দিতে পারিনা। মন্তব্যের জবাব দিতে দেরি হয়। তবে কোন পোষ্টে মন্তব্যের জবাব দেইনি এমন কখনো হয়নি। কারন আমি ব্লগে দিনে ১ ঘন্ঠার বেশি সময় দিতে পারিনা। এটা ইচ্ছাকৃত না। এটা আমার প্রফেশানাল ব্যস্ততার কারনে।

আজকে একটা পোস্ট দিয়েছি । আজকে যতক্ষন ব্লগে আছি ততক্ষন মন্তব্যের জবাগ গুলো দেই। কিন্তু কাল যদি ব্যস্ততার কারনে ব্লগে আসতে না পারি অনেক মন্তব্য জমা হয়ে যায়। এভাবে ১ সপ্তাহ না আসলে আরো অনেকগুলো মন্তব্য জমা হয়ে যায়। এখনো প্রায় ১০০ টা মন্তব্যের জবাব দিতে বাকি :( তবে এটা ভাব ধরার জন্য না । সময়ের অভাবে এমন হয়েছে। এখানে সবাই ব্লগার । ভাব ধরার কিছু নেই।


আপনার পোস্ট পড়াতে ভালো হয়েছে। এখন থেকে সব মন্তব্যের জবাব সময়মত দিতে চেষ্টা করব।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

সুমন কর বলেছেন: ভাই আমি কিন্তু দেখার সাথে সাথেই দেই!!

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি যতক্ষণ ব্লগে থাকার সুযোগ পাই, ততক্ষণ শিকারি বাঘের মত অবস্থা থাকে- কেউ মন্তব্য করলেই ঝাঁপিয়ে পড়ে উত্তর দিয়ে দেই!

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমার কমেন,ট কি মুছে দেয়া হয়োচে?

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

এম আই এইচ রাজন বলেছেন: কেন????

১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: উফ সরি। আসলে অফলাইনে পড়ে ঘুম ঘুম চোখে কমেন্ট করেছিলাম তাই ভুলটা হলো। এই পোষ্টের কমেন্ট অন্য পোস্টে চলে গেছে। :(

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

এম আই এইচ রাজন বলেছেন: মানে কি??

১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

দি সুফি বলেছেন: উত্তর না পেলে বেশ বিরক্তি লাগে। পরবর্তীতে ঐ লেখকের পোষ্টে কমেন্ট করা থেকে বিরত থাকি।
কমেন্টের জবাব না দিলে জরিমানা করা উচিত X(( X((

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

এম আই এইচ রাজন বলেছেন: তাই???????????

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

কেএসরথি বলেছেন: আসলে ব্যাপারটা একদম তাই।

মেয়ে নিক/বেরি বেরি সিনিয়র ব্লগার/তথা-কথিত-মডু নিক - দেখার পরই কিছু কিছু ব্লগার রিপ্লাই দেন।

এর কারন আর কিছুই না। একটু নিজেদের দাম বাড়ানো। আর মহিলা নিকের সাথে কথা বলার মানে তো বুঝতেই পারছেন - একদম লুলসম্রাট।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২

এম আই এইচ রাজন বলেছেন: ওরা একদম ফালতু...........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.