নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি আলাপ সম্পূর্ন নিষিদ্ধ

এম আই এইচ রাজন

ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে

এম আই এইচ রাজন › বিস্তারিত পোস্টঃ

খোদার কসম দিয়ে বলতেছি : বাংলাদেশ ক্রিকেটের কিছু হলে, পুরো দেশে আগুন জ্বলবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

খোদার কসম দিয়ে বলতেছি : বাংলাদেশ ক্রিকেটের কিছু হলে, পুরো দেশে আগুন জ্বলবে। সরকার এবং বিএনপি জামায়াত কে বলতেছি, আপনারা আপনাদের সন্ত্রাসি কর্মকান্ড বন্ধ করেন। না হলে আমাদের তরুন সমাজ বসে থাকবে না।

এর আগে একবার নিউজিল্যান্ডের হোটেলের সামনে ককটেল ফাটিয়েছিলো পিকেটাররা।

আবার আজকে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের হোটেলের সামনে ফাটালো!

হোটেলের সামনে ককটেল ফাটানোর কারণে আজ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল।

আজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, কাল হয়ত দেশ ছেড়েই চলে যাবে।

আর আমরা এসব চেয়ে চেয়ে দেখবো? কখনই না। আমরা প্রতিরোধ গড়ে তুলবই।

দেশের পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে সিরিজ বয়কট করতেই বা কতক্ষণ?

যদি শ্রীলংকা না আসে? যদি এশিয়া কাপ খেলতে দলগুলো না আসে? তখন?

তখন তো আইসিসি ও পিছিয়ে যেতে পারে।

তার উপর চলছে ভেন্যু হটানোর ষড়যন্ত্র।

ভারত চেষ্টা চালাচ্ছে তাদের দেশে বিশ্বকাপটা নিয়ে যেতে।

আনন্দবাজারের রিপোর্টটা দেখে তো তাই মনে হলো।



কেন? কেন রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ের বলি হতে হবে আমাদের ক্রিকেটকে??

সময় আছে। এখনো সময় আছে। আমাদের ক্রিকেটটার জন্য কোনো ক্ষতি না হয়।





আওয়ামীলীগই করুক বা বিএনপি-ই করুক… ক্ষতিটা হচ্ছে এবং হবে আমাদের ক্রিকেটেরই।

আমরা এই ক্ষতিটা সহ্য করবনা কিন্তু।

আমাদের ক্রিকেটের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু মানুষ আপনাদের ক্ষমা করবেনা।

তাই বলি, দেশের ক্রিকেটের স্বার্থে হলেও দয়া করে ক্রিকেটটাকে আপনাদের রাজনৈতিক কামড়াকামড়ির আওতামুক্ত রাখুন।






রাজন এবং আবিদ

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

সৌভিক ঘোষাল বলেছেন: বাংলাদেশে অরাজকতা চলবে কি চলবে না সেটা সে দেশের মানুষ ঠিক করবেন, ভারতের নাগরিক হয়ে কি আর বলব। সবই দেখছি, পড়ছি। কিন্তু ভারত ওদেশে খেলতে যাবে কিনা সেটা তো সে দেশের সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে। আর ঠিক করবে ভারতের ক্রিকেট বোর্ড আর সরকার। দেশের গণতান্ত্রিক মহল তাদের মত জানাবে। তবে ক্রিকেটের স্বার্থে জামাত এর মত মৌলবাদীরা শান্ত হয়ে যাবে, এরকম মনে হয় না। আপনি হয়ত খুব ক্রিকেটপ্রেমী, কিন্তু ক্রিকেট রাজনৈতিক সমস্যার সমাধান করে দিতে পারবে না, যদিও পারলে আপনার মত আমাদের অনেকের ভালো লাগত।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

এম আই এইচ রাজন বলেছেন: আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। তবে ক্রিকেটের কোন সমস্য হতে আমরা দিবোনা।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

শফিক আলম বলেছেন: আসুন, আমরা দেশটাকে পাকিস্তান বানাই। বড়ই মজা, ঐ দেশে কেউ আসা-যাওয়া করে না। পাকিস্তান বানানোর জন্য যারা ঐ যোদ্ধাদের পাল-পুছ করতাছে আর আমরাও যারা নাচতাছি, সবাইকে অভিনন্দন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

এম আই এইচ রাজন বলেছেন: :-& :-& :-& :-&

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

ইনফা_অল বলেছেন: "রোম জ্বলছে, আর নিরো বাশী বাজাচ্ছে"!

সারা দেশের অর্থনৈতিক অবস্থার বারটা বেজে যাচ্ছে সেটা নিয়া খবর নাই, আর আপনি আসছেন ১৯ দলের ক্রিকেট নিয়ে... X((

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

এম আই এইচ রাজন বলেছেন: সরকার এবং বিএনপি যদি ভালো উদ্যোগ নেই, তাহলে দেশ এবং ক্রিকেট দুটোই বাঁচবে। আর একটা কথা মনে রাখবেন এই ক্রিকেটই বিশ্বের কাছে আমাদের আসল পরিচয়।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: "খোদার কসম দিয়ে বলতেছি : বাংলাদেশ ক্রিকেটের কিছু হলে, পুরো দেশে আগুন জ্বলবে। "

দেশ বড় না ক্রিকেট বড়!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

এম আই এইচ রাজন বলেছেন: আমার কাছে দুটোই.................

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

মনোজ কুমার বলেছেন: @ইনফা_অল ভাই । লেখক এবং আপনার উদ্দেশ্য কিন্তু একই। আপনি শুধু শুধু লেখকে ভুল বুঝলেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

এম আই এইচ রাজন বলেছেন: তালবিহীন পাবলিকের জ্ঞানহীন কথা।

ধন্যবাদ @@ মনোজ কুমার

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

নীলতিমি বলেছেন: ব্যাপার না - আবালেরা প্রতিনিয়তই এমন হুমকি দেয় পলিটিশানদের কিন্তু একটা ালও ছিঁড়তে পারে না।

আবাল পাবলিক সারাজীবনই আবাল ! /:) /:)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

এম আই এইচ রাজন বলেছেন: নিজের পরিচয়টাই প্রকাশ করলেন?? ;) ;)

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: লজ্জাজনক !
বলতে বাধ্য হচ্ছি রাজনীতিবিদরাই দেশের সবচেয়ে বড় শত্রু !
ক্ষমতাটাই ওদের কাছে সব , তাতে পুরো জাতীকে লজ্জায় ফেলতেও ওদের আপত্তি নেই ! ধিক্কার !

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

এম আই এইচ রাজন বলেছেন: ধিক্কার জানাই এসব পঁচা রাজনীতিবিদদের এবং তাদের চামচাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.