নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কিছু জানার আগে পৃথিবী সম্পর্কে জানুন,আমাকে জেনে নিতে পারবেন। আমি এ পৃথিবীরই ক্ষুদ্র উপাদান!

ইগোযুক্ত কিংকর্তব্যবিমূঢ়

অতি সাধারণ অথচ ভীষণ রকমের আত্মহংকারী।।

ইগোযুক্ত কিংকর্তব্যবিমূঢ় › বিস্তারিত পোস্টঃ

হিটলারের থ্যাচার!

০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৪১

থ্যাচার!

বিশ্বাস করা লাগবেনা তবু শুনো;

প্রথমে প্রেমে পড়ি তোমার কথার। তুমি কথা বলো আর আমি বিমুগ্ধ দর্শক হয়ে শুনি!
তারপর প্রেমে পড়ি তোমার কালো ফ্রেমে বাধাঁনো
ছোট চশমার আর
তোমার চশমার ফাঁক দিয়ে চাহনির!

তারপর আবার, প্রেমে পড়ি তোমার ঘন কালো চুলের।
তোমার ঐ দোদুল্যমান এক ঝাপটা অবাধ্য চুলের প্রেমে পড়ি!

তারপর থেকে অজস্রবার তোমার প্রেমে পড়ি।
না রে! আমি হিসেবটাতে বরাবরই কাঁচা রয়ে গেলাম।
তাই ঠিক মনে নেই কতবার তোমার প্রেমে আমি নিজেকে
হারিয়েছি!

এবার তোমার হাসির প্রেমে পড়লাম!
খবরদার এভাবে আর হাসবে না।
তোমার হাসি দেখে আমার বুকে তুফান ছোটে;
আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে,আমি দেখতে পারি না
অমন সুন্দর হাসি, আমার চোখ ঝলসে যায়!

আমি খেয়াল করেছি তুমি এই হিটলারকে খেয়াল করেছো
অপলক দৃষ্টিতে আমার তোমায় দেখা তুমিও দেখেছো!
হাওরের দখিনা হাওয়া তোমার চুলের গন্ধ শুঁকার দিনে আমি আমার 'তুমি'
করেছি আবিষ্কার!

তুমি এমনই থাকবে তো? আরো কয়েক যুগ কিংবা কয়েক
হাজার বছর...

থাকো না প্লিজ,,,!! আমার আর কোনো আবদার নাই। শুধু
মাঝেমাঝে তোমার অনুমতি ছাড়াই তোমার প্রেমে পড়বো।
তোমার সমস্ত সত্ত্বার প্রেমে পড়েছি আমি। বারবার অথবা
বহুবার তোমার প্রেমেই পড়তে চাই।

তোমার নিষেধ শুনে কে?
ভুলেও ভুলে যেওনা
আমি হিটলার, আমি একনায়ক, আমি একজনই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.