নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে কিছু জানার আগে পৃথিবী সম্পর্কে জানুন,আমাকে জেনে নিতে পারবেন। আমি এ পৃথিবীরই ক্ষুদ্র উপাদান!

ইগোযুক্ত কিংকর্তব্যবিমূঢ়

অতি সাধারণ অথচ ভীষণ রকমের আত্মহংকারী।।

ইগোযুক্ত কিংকর্তব্যবিমূঢ় › বিস্তারিত পোস্টঃ

গোলাপি শাড়ি

১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:১২

গভীর রাতে আসবে বলে এলে শেষ রাতের ঘুমের ঘোরে
গুমোঠ আধাঁর যখন চলে যাচ্ছে,
বৃক্ষরা ঘুম ভেঙে জেগে উঠছে
পাখিরা যখন সুরের আহবান করছে
ঠিক তখন,
হয়তো তোমাকে দেখেছি
কাঁদা মাড়িয়ে পিছনে না তাকিয়ে চলে যেতে অচেনা পথে।

ঝিরঝির বৃষ্টিতে, আমার জানালার পাশ দিয়ে
নীল ছাতার নিচে, গোলাপি শাড়ি গায়ে,
দেখেছি তোমায় চলে যেতে, মেঘের মত।

মনে আছে?
একদিন সকাল বেলায় সবুজের নীড়ে,
দেখেছি দাঁড়িয়ে তুমি,দূর দেশে তাকিয়ে
আমায় দেখছিলে মুগ্ধ নয়নে,
হঠাৎ চলে গেছ পানকৌরির মত উড়ে।

আজ মধ্য নিশিতে এসেছিলে
আলতো ছুঁয়ে দিলে আমার নয়নে,
চোখ খুলে দেখি নেই তুমি,
হয়তো তোমায় দেখেছি ঘুমের ঘোরে,স্বপ্নের দেশে,
কোথাও দেখেছি তোমায়,বাস্তব নয়তো কল্পনায়।

দোষ দেব না তোকে আমি, গোলাপি শাড়িটার দোষ
ওই শাড়িতে তোকে দেখে আমি হয়েছি বেহুঁশ,,
এত কিছু বুঝি না আমি তোর প্রেমেই পরেছি
ওই গোলাপি শাড়িতে আমি আমার মনোকে ছুড়েছি !

(১৬/০৭/১৭ , রাত্রি ২টা বেজে ১১ মিনিট।)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.