নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

যারা মনে করেন নিজের বইয়ের প্রচার করা মহাপাপ তাদের উদ্দেশ্যে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

এবারের বইমেলায় আমার সম্পাদনায় একখান কিতাব বের হয়েছে। প্রচারণা তেমন ছিল না বলেই চলে। বইমেলায় গিয়েছিলাম মাত্র দুদিন। ফলাফল! বই কিনেছেন আমার গুটিকয়েক বন্ধু, কলিগ, ভার্সিটির লেকচারার এবং গোটা বিশ পচিশেক মানুষ।

আপনার প্রশ্নঃ লেখা ভাল হলে এমনিই মানুষ বই কিনবে।

আমার উত্তরঃ মনে করেন আমি ভাল লিখি, আপনি কি করে জেনেছেন? অপরিচিত কোন লেখকের বই পড়েছেন আপনি প্রচারণা না দেখে?

বাংলা একাডেমীতে গিয়ে দেখুন নিচে পরে আছে হাজার হাজার তরুন বই প্রকল্পের বই। একটা বই কিনে আসুন ১৫-২৫ টাকা দিয়ে। বাসায় এসে পড়ুন। দেখুন তাদের লেখা কোন অংশে মার্জিত লেখার চেয়ে খারাপ কিনা। একটু বাড়িয়ে বললে হুমায়ন আহমেদ, জাফর ইকবালও হতে পারতেন তারা লেখনি দিয়ে। হয়েছেন কি? আপনি কি তাদের বই পড়েছেন? এমনকি ৫০% কমিয়ে এখন ১৫টাকা করে একটা ৭০-৮০ পৃষ্ঠার বই বিক্রি করছে। এখনও কি আদৌ তাদের বই পড়ছেন?

আপনার প্রশ্নঃ নিজের বই প্রচারণা করলে সে কিভাবে লেখক হয়? তার তো মার্কেটিং এর চাকরী করা উচিৎ।

আমার উত্তরঃ ২০-৩০ হাজার টাকা আপনার পকেট থেকে ঢেলে নতুন লেখকদের বই প্রকাশ করে দেনতো, এজন্যে তাদের মার্কেটিং করা লাগেনা। ২-৩জন প্রকাশক বাদে কজন প্রকাশক নতুন লেখকদের বই পয়সা ছাড়া বের করে? আর সেই ২-৩জন প্রকাশকও বা কয়জন নতুন লেখককে সুযোগ দেয়?

শুনুন হযরত/জনাব/ঠাকুর, প্রতিবছর বইমেলায় আনুমানিক ৩৫০০+ বই বের হয়, যার মধ্যে ৩০০০+ ই নতুন লেখক (সোর্সঃ জানা নেই)। এটা প্রতিযোগিতার মার্কেট। যে যত ভাল প্রচারণা করতে পারবে তিনিই টিকে থাকবে। অন্যথায় ভাল লেখা ধুয়ে আপনি গিলে খেতে পারেন। পেট ভরবে।

একটা কথা বলি শুনুন, যেসব লেখকরা এখন নিজের প্রচারণা করছে তারাই আগামী, তারাই ভবিষ্যৎ। যারা প্রচারণা করছেনা তাদের লেখা যতই ভাল হোক না কেন তারা এই বাজারে কখনই টিকবেনা। মানুষের এখন খুড়ে খুড়ে প্রতিভা বের করার সময় নেই। যেটা চলছে সেটাই মানুষ খাবে।

আপনার প্রশ্নঃ তারপরেও নিজের বইয়ের প্রচারণা আরর নিজের গালে চুমা দেয়া একি কথা। আর যাদের প্রতিভা আছে তারা একসময় আলোচনায় আসবেই।

আমার উত্তরঃ একজন লেখকের প্রথম বই বিক্রি না হলেও স্বাভাবিকভাবে নিয়ে আবারো দ্বিতীয় বই বিক্রি হবে। সেটাও যদি একই ফলাফল দেয় তবে তৃতীয় বই বের করার আগে সে তিনহাজার বার ভাববে। আর আপনারা যতদিনে তার প্রতিভা খুঁজে বের করবেন ততদিনে সে কবরে।

সুতরাং, নতুন লেখকদের নিজেদের প্রচারণা দেখে জ্বালাপোড়া হওয়া বুদ্ধিজীবী ভাইয়েরা আবেগীয় দৃষ্টিকোণ থেকে না তাকিয়ে লেখকদের অবস্থাটাও একবার বুঝবেন অন্তত। তাদের পেটে লাথি মারবেন না।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১০

সায়েদুল ইসলাম এর বাংলা ব্‌লগ বলেছেন: আমাদের জন্যই অনেক প্রতিভা হারিয়ে যায়

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, ঠিক তাই। এখন আমরাতো আর আমাদেরকে পরিবর্তন করতে পারছিনা। অপরিচিত লেখকদের বই ছুয়েও দেখছিনা। তাই প্রচারণা খুব দরকার।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন ।
প্রচারণা না করলে কারো পক্ষেই জানা সম্ভব না ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, কিন্তু আজকালকার বুদ্ধিজীবীরা এটা মানতে নারাজ। কেন তা জানিনা।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫

শাহিন-৯৯ বলেছেন: কথায় বেশ যুক্তি আছে, তবে আমার মনে হয় এভাবে প্রচার না করে, আগে পেপার-পত্রিকায় লেখা-লেখি করে কিছুটা হলেও নিজেকে উপস্থাপন করা উচিত।

ব্যাক্তিগত একটা প্রশ্ন করলাম কিছু মনে করবেন না- আপনি কি পেশায় শিক্ষক?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: জি না জনাব, শিক্ষাকতা মহান পেশা। আমি মহান নই।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১১

তপোবণ বলেছেন: প্রচার চালিয়ে যান, কারো কথায় থেমে যাবার দরকার নেই। থেমে গেলে তাদের কিছু হবেনা, কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। লেখার জন্য যে মানসিকতার দরকার এটা সকলের থাকেনা, আপনার আছে আপনি আমাদের চেয়ে অনেক ভালো। সুতরাং কাজে লাগান।
"আর আপনারা যতদিনে তার প্রতিভা খুঁজে বের করবেন ততদিনে সে কবরে" এই উক্তিটি চমৎকার এবং সত্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সাথে আমি একমত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: বিষয়টি ভাল।

তবে একটি কাজ করার পর সেটা মানুষকে জানানোর দরকার হয় বৈকি!
তবে সস্তা সেন্টিমেন্ট কাম্য নয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: অবশ্যই কাম্য নয়। সস্তা সেন্টিমেন্টের পক্ষপাতিত্ব করছিনা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রচারণার ব্যাপারটা ঠিক আছে। কিন্তু নিজেকে হামবড়াভাবে উপস্থাপন করে যারা প্রচারণা চালায় তাদের ব্যাপারে একটু অনীহা থাকাটা অপরাধ নয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, দ্বিমত নই

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ২০-৩০ হাজার টাকা খরচ করে লেখক হতে হবে কেন?ভালো পাঠক হোন,ভালো পাঠক হওয়াও একটা বিরাট ব্যাপার।সবাই লেখক হলে পড়বে কে?নতুন লেখকদের বই দু'পাতা পড়লেই বোঝা যায়--তার ভাষা কেমন,বাক্য গঠন কেমন,বিষয় কি;বই কেনার প্রয়োজন হয় না।বই কেনার আগে সবাই এসব যাচাই করে নেয়,আন্দাজে কেউ বই কেনে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তাহলে হয়ত আপনি ধারণা করতে পারছেন না বইমেলায় কি চলছে। একবার ঢু মেরে দেখে আসবেন আশা করি। গিয়ে দেখবেন কতজন পাঠক যাচাই-বাচাই করে বই কিনে। চাইলে একটা সার্ভেও করতে পারেন। ম্যাক্সিমামের উত্তর হবে, হ্যা, যাচাই-বাচাই করেই বই কিনেছি, ফেসবুকে অনেক প্রশংসা শুনেছি বইটির।
তার কাছে এটিই এখন যাচাই-বাচাই। আর এই যে লেখক বাড়ছে, এই সংখ্যা আপনি থামাতে পারবেন না। এটা সবসময়েই থাকবে।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

মাআইপা বলেছেন: অবশ্যই প্রচারণার দরকার আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: জি

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।
তবে অনেককে দেখা যায় দুই তিনটা বই বের করে নিজেকে কথাসাহিত্যিক বলে দাবী করে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সেইসব লোকদের কথা বলার ইচ্ছে নেই। তারা যদি এটা ভেবে শান্তি পায়, পাক।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: যথেষ্ট পরিচত হয়ে বই করলেই হয়। স্টকার ৪৩ বছর বয়সে তার প্রথম নভেল বের করেন। চিনতে পারেন নাই। উনিই ৫০ বছর বয়সে ড্রাকুলা লিখছেন। এইবার অনেকে চিনবে। একটা পুরো সেঞ্চুরির বেশি টাইম ধরে এই বই প্রিন্ট করতে হইছে। অর্থাৎ বই এখন বিক্রি হচ্ছে না তার মানে কখন হবে না তা নয়। আর এখন পাঠকের কাছে পৌঁছানোর যথেষ্ট সুযোগ আছে। লিটল ম্যাগ, দৈনিকে লিখে হাত পাকানো যায়।

তবে আপনার কথার সাথে একমত। এবং প্রত্যেক লেখকের উচিৎ নিজের সহ অন্যদের বইয়ের প্রচার করা।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার সম্পাদনার কী বই বের হইছে? কোন প্রলাশনা থেকে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এবং গল্প
নবসাহিত্য প্রকাশনী
স্টলঃ ৬২৪

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি সম্পাদনা করছেন? লেখক কে বা কারা?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা আমি সম্পাদনা করেছি। সিনিয়র লেখকদের মধ্যে মনিরুল মিরাজ, কাজী ফারজানা, আকাশ চন্দ্র দাসসহ আরো কয়েকজন রয়েছেন। আর বাকি সবারই হাতেখড়ি। মোট ২৬টি গল্প, ১৭৬ পৃষ্ঠার বই। গায়ের মূল্য ২০০টাকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.