নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

লেখক/লেখিকাদের আক্রমণাত্মক উক্তিতে আমার মতামত

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

অনেক সাহস নিয়েই লিখে ফেললাম, জানিনা ফলাফল কতটুকু মধুর হবে।

বর্তমান প্রজন্মের একজন স্বনামধন্য লেখিকা তার কোন এক ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করেছেন, 'আমার কাছে মনে হয় কুরআন একটি সুন্দর রুপকথা, মহাভারতও'।
কমেন্টটি যার স্ট্যাটাসে করেছেন তিনিও উদীয়মান এবং সম্ভাবনাময়ী একজন লেখক।

একজন লেখক/ লেখিকার কখনই এমন কোন কিছু প্রোমট করা উচিৎ নয় যা বৃহৎ কোন গোষ্ঠীকে আক্রমণ করে। হোক সেটা কোন ধর্ম বা অবিশ্বাসী সম্প্রদায়, কাউকেই আঘাত করে কোন কিছু প্রকাশ করার বাক স্বাধীনতা হয়ত সংবিধান আপনাকে দেয়নি।

সবচেয়ে দৃষ্টিকটু বিষয় লেখকটি এতটাই তরুন যে সত্যমিথ্যার পার্থাক্য অনুধাবনের বয়সটা চলছে এখনো। যদিও তিনি অবশ্যই আমার থেকে অনেক জ্ঞানী বলে আমার ধারণা। সিনিয়র লেখিকা হয়ে এমন একজন উদীয়মান লেখকের সাথে এমন সাবলীল ভাষায় আরো বেশ কিছু কথা পাবলিকলি শেয়ার করার মাধ্যমে তিনি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন নিঃসন্দেহে।

ধর্ম ও বিজ্ঞান। দুটো একেবারেই ভিন্ন জিনিস। আমরা সবাই এটাকে যেন একটু অনুধাবন করি। ধর্ম কখনো বিজ্ঞানের সাথে দ্বন্দ্ব তৈরি করেনা এমনকি বিজ্ঞানও কখনো ধর্মের সাথে দ্বন্দ্ব তৈরি করতে পারেনা যদিনা আমরা তৈরি করি। আমি আবারো বলছি দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। সুতরাং যেসব ব্যাক্তিরা ধর্মের নামে বিজ্ঞানকে ধুচ্ছেন এবং বিজ্ঞানকে ব্যবহার করে ধর্মকে যাচ্ছেতাই বলছেন তখন বুঝতে হবে আপনারা উভয়ই মুর্খ।

একজন আদর্শ লেখকের কলমের খোঁচাতে কখনো কোন সাধারণ মানুষের মনে দাগ কাটেনা, ঘৃণার সৃষ্টি হয়না। একজন আদর্শ লেখকের মনে এটা থাকা উচিৎ তার কলমের খোঁচায় গড়তে পারে হাজারো স্বপ্ন আবার ভাঙতেও পারে। এমন কিছু করবেন না যাতে কোটি মানুষের বিশ্বাসটা আহত হয়। একজন ভাল মনের মানুষ হলে আপনার অবশ্যই বিষয়টি অনুধাবন করার কথা।

যারা ভায়োলেন্স প্রমোট করেন বা যারা ইতিমধ্যে বিতর্কিতদের পথ দেখানো পথ অনুসরন করে বিতর্কিত হতে চাচ্ছেন তাদের দয়াকরে থামতে বলছি। আমি জানি ইতিমধ্যে আমি কথাগুলো বলার জন্যে অনেক সমালোচিত হয়েছি। ভয় ডর রেখেই বলছি, জাতিকে গড়ার বিশাল দায়িত্ব আপনার ঘাড়ে, ঘাড় থেকে ভুতটা নামান প্লিজ।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬

করুণাধারা বলেছেন: সহমত।

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: সাহসই বটে - -

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সাহসতো করে ফেললাম, অপেক্ষায় আছি আক্রমণের।

৩| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

সৈয়দ ইসলাম বলেছেন:
কিছু মানুষ আছে অনর্থক বিষয় নিয়ে বড় বড় কথা বলে যমাজে বড় হতে চায়! কিন্তু তারা জানে না, শিক্ষিত জেনারেশন তাদের মিথ্যাচার ভেঙে দিতে পাদে মুহূর্তেই।

ধন্যবাদ, সাহস করে লেখে ফেলার জন্য।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাহস দেয়ার জন্যে। তবে দিনে দিনে এই সংখ্যাটা বেড়ে চলছে ঝড়ের বেগে।

৪| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একজন আদর্শ লেখকের কলমের খোঁচাতে কখনো কোন সাধারণ মানুষের মনে দাগ কাটেনা, ঘৃণার সৃষ্টি হয়না।
দারুন বলেছেন। লেখাটা ভাল লাগল।

মানুষ যত বড় হয় তত সহনশীল হয়, উদার হয়, সংকীর্ণতা মুক্ত হয়। আমরা সবার মতামতকে শ্রদ্ধা করতে শিখি। মত প্রকাশের স্বাধীনতার নামে অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা বা ব্যক্তিগত আক্রমন করা থেকে বিরত থাকি।।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্যে

৫| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: হাভাতে লেখক, স্পটলাইটে থাকার জন্য এসব করে।
এদের ইগনর করলেই হয়। দুইদিন পর আপনাআপনিই মিইয়ে যাবে।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এটা অবশ্য ঠিক, তবে এটা যেন দিনে দিনে বেড়ে চলছে।

৬| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২২

উম্মু আবদুল্লাহ বলেছেন: এইসব কথা বললে বিদেশে তাকে নিয়ে তোলপাড় হবার সমূহ সম্ভাবনা। সেই স্বপ্নেই তিনি মগ্ন....

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তাদের এই জাতীর অনেক বড় একটা দায়িত্ব নেয়ার কথা ছিল অথচ তারা অলীক স্বপ্নে বিভোর

৭| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় এখন যে যত বেশী ইসলামকে অপমান করতে পারে তার লাইমলাইটে আসার। সময় বদলালে তেনারাও বদলাবে...

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: মনে হয় না, তারা আর বদলাবেনা বরং বীজগুলো বেড়ে উঠবে

৮| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮

কানিজ রিনা বলেছেন: এতে ইসলামের কোরআন কখনও ক্ষয়খতি
হবেনা। কত কত মহা রথী সে পারলনা
এক রতি। কত কত ভুলভাল লিখে হাদীস
কোরআনকে ১৪ শত বছর ধরে অপমান
করা হয়েছে সবই আবর্জনার স্তুপে জমা
হয়েছে। কোরআন আল্লাহর, আল্লাহ্ এর
রক্ষাকারী আসমানী কিতাব পৃথিবী যতদিন
আছে ততোদিন থাকবে। অসংখ্য ধন্যবাদ
সুন্দর উপস্থাপনে।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:২২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ আপনাকেও এত সুন্দর মন্তব্যের জন্যে :)

৯| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

সত্যে বিশ্বাসী বলেছেন: সঠিক বলেছেন, আমাদের সকলেরই যথাযথ দায়িত্ববোধ থাকা উচিত

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আফসোস আমদের অধিকাংশরই এই দায়িত্ববোধটা নেই।

১০| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:১০

মাহিরাহি বলেছেন: Paulo Coelho, a world renown bestselling author, has publicly defended Islam by describing the Quran, Islam’s holy book, on his official Facebook page, as the “Book that changed the world”

The Brazilian author posted on August 8 an image of the Quran on his Facebook page with a statement saying, “Exhibition ‘Books that changed the world’”.

The post received major attention on the social network, gaining over 38,614 likes and more than 4313 shares, which show the popularity of the Author among tolerant people. However one Facebook user, under the name Hiba B Dakkak, commented “Really!!! This book is the source of violence and murder.”

coelho

But Coelho replied by refuting her claims, saying “Not true. I am Christian, and for centuries we tried to impose our religion by the force of the sword – check “crusades” in the dictionary… We murdered women – calling them witches, and we tried to stop science – like in the case of Galileu Galilei. So, it is not to blame a religion, but how people manipulate it.”

The reply of Coelho received more than 7200 likes.

১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ ভাল একটি তথ্য দেয়ার জন্যে।

১১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:১২

মাহিরাহি বলেছেন: https://bn.wikipedia.org/wiki/পাওলো_কোয়েলহো
পাওলো কোয়েলহো (আ-ধ্ব-ব: [ˈpau̯lu ˈko̯eʎu]) একজন ব্রাজিলীয় ঔপন্যাসিক। তিনি ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যত উপন্যাসের নাম দ্যা আলকেমিস্ট যা ৮০ টি ভাষায় অনূদিত হয়েছে।[১] তার লেখায় ভালোবাসা, আধ্যাত্মিকতা এবং দর্শনের প্রভাব মুখ্য। আলকেমিস্ট বইটিতে গল্পের নায়কের সাথে আফ্রিকায় এক আলকেমিস্টের সাক্ষাৎ হয়। সেখান থেকেই কাহিনীর শুরু। কোয়েলু জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তার এই বইটি একটি পাবলিশিং ফেনোমেনা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

পরিচ্ছেদসমূহ

১২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

মাহিরাহি বলেছেন: https://bn.wikipedia.org/wiki/পাওলো_কোয়েলহো

১৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৫

মাহিরাহি বলেছেন: https://en.wikipedia.org/wiki/Paulo_Coelho

১৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের মধ্যে অনেকেই আছেন সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। স্পর্শকাতর বিষয়ে অবশ্যই ভেবেচিন্তে মতামত দেওয়া উচিত।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, আমিও এটাই বুঝাতে চেয়েছি। এখানে তার রোল লেখক হিসেবে। অন্য পাঁচ দশটা এভারেজ মানুষের মত হতে পারেন না তিনি।

১৫| ১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা বিতর্কিত হতে গিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের কথাতে শক্ত কোনো যুক্তি থাকেনা এবং তারা কারো যুক্তি মানতেও চায় না।

এরা শিক্ষিত আগাছা, স্বার্থপর...।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এভাবে বলবেন না, দেখবেন এরা আপনাকে কলম দিয়ে পিষতেও দ্বিধাবোধ করবে না

১৬| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১২

ওসেল মাহমুদ বলেছেন: সাবাস সাহসী শুভ ! জুনায়েদের সাথে আমিও একমত : এরা শিক্ষিত আগাছা, স্বার্থপর..., কিন্তু নিশ্চিত কোরান পড়ে দেখেনি !

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ

১৭| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০০

তপোবণ বলেছেন: দারুণ লিখেছেন। আপনি সাহস না করলে এই লেখাটি পেতাম না। ইসলাম যেদিন প্রথম ইনভাইট করে মানুষকে তখন ক'টা মানুষ ছিল? আর আজ কতো? আমরা সবাইকি তাহলে আফিম খেয়েছি? শুরু থেকেই ইসলামের শত্রু ছিল আজও আছে। ওসব আছে বলেই ইসলামের এত বিস্তার। ফসল থেকে আমরা আগাছা ফেলে দেই তাইনা।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা আসলেই তাই, ধন্যবাদ ভাই পাশে থাকার জন্যে।

১৮| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

নীল আকাশ বলেছেন: ইসলামের বিরুদ্ধে লেখা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা পপুলার হবার। এরকম হাজার হাজার বস্তা পঁচা লেখক / লেখিকা পৃথিবীর বুকে এসে গেছে বা ভবিষ্যতে আসবে। ইসলামের ব্যান্গ করবে। পশ্চিমা সমাজ তাদের প্রোমোট করবে। এতে অবাক হবার কিছু নেই।
এই প্রজেক্টে পশ্চিমা সমাজ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা ভাই, তাই হয়ত।

১৯| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

তারেক ফাহিম বলেছেন: অাপনার লিখার সমর্থন করছি।

সাহসিই বটে++

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ

২০| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯

মোঃ মনোয়ার হোসাইন বলেছেন: সহমত।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ

২১| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নিরাপদ দেশ চাই বলেছেন: আসিফ মহিউদ্দিন এইসব করে জার্মানি গেছে, সুন্দরী বিদেশিনিকে সাথে নিয়ে ঘুরছে, ছবি পোস্ট করছে। হাভাতে, নিস্কর্মা, মেধাহীনদেরও ইচ্ছা হয় বিদেশে যেতে। এরচেয়ে সহজ আর কোন রাস্তা আছে কি?

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তাদের সম্পর্কে কোন মন্তব্য করতে চাইনা

২২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

ওমেরা বলেছেন: আপনার লিখাটা বেশ ভাল লাগল।

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ :)

২৩| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ঠিক বলেছেন।

হয় ওরা পরিবর্তন হবে না হয় নস্ট হবে।

ভাল থাকুন।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.