নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

মনের রোগ

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

আমাদের সকলের মধ্যেই একটা রোগ আছে। এক একজনের রোগ আলাদা হলেও যেন একই সুতোয় বাধা।

সেই রোগটা কখনও নিজেকে ছোট হতে দেয়না। সেই রোগটা আমাদের মস্তিষ্ক ব্লক করে রাখে। চিন্তা করার সুযোগ দেয়না কোনটা ঠিক কোনটা ভুল। এই রোগটা কোনক্রমেই নিজের অপরাধবোধ বলে যে কিছু আছে তা বুঝতে দেয়না। সর্বপরি এই রোগ আমাদের মনে প্রানে বাস করে আমাদের নিজেদের উপরেই খবরদারী করে।

কখনও ভুল করে জেনুইনলি সরি ফিল করেছেন কখনও? আপনার সামনে আপনার প্রতিদ্বন্দ্বী, হোক সেটা তর্ক কিংবা মারামারি। আপনি কখনও আপনার ভুলটা দেখবেন না। দেখবেন আপনার প্রতিদ্বন্দ্বীর ভুল।

ঘটনাটা ঠিক রিভার্স করা যাক। অর্থাৎ আপনি আপনার প্রতিদ্বন্দ্বীর মনে প্রবেশ করুন। দেখবেন তিনিও ঠিক তার ভুলগুলো ধামাচাপা দিয়ে আপনার ভুল ত্রুটিকেই প্রায়োরিটি দিচ্ছে।

আমরা সবসময় আমাদের নিজেদের অবস্থান থেকে চিন্তা করি, অন্যদের দৃষ্টিকোণ থেকে নিজেদের অবস্থান দেখিনা। কারন আমরা নিজেকে অনেক বেশি ভালবাসি। কেউ আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণকারী নিশ্চয়ই আমার শত্রু।

আমরা এত ঘনঘন পরিবর্তনের কথা বলি। নৈতিকতা আর মূল্যবোধের কথা বলি। আসলে টার্মগুলো অনেকের কাছে বিরক্ত লাগে আবার অনেকের কাছে খটকা লাগে। সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করলে হয়তবা অনেকেই আগ্রহী হবে নিজেকে পরিবর্তনে।

তবে আসুন, নিজেদের এই রোগটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজেকে পরিশুদ্ধের প্রথম ধাপে পা দেই।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো বলেছেন। আজ থেকেই যুদ্ধ ঘোষণা করা যাক।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, চলুন নেমে পরি যুদ্ধতে

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দারুন বলেছেন।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ :)
আশাকরি আপনিও এই যুদ্ধে অংশ নিবেন :)

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

নীল মনি বলেছেন: লেখকের সাথে সাথে পরিশুদ্ধির প্রথম ধাপে পা দিলাম।

শুভ কামনা রইল।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: পরিশুদ্ধ জগতে স্বাগতম :)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সমস্যাটা আমারও আছে:(
,

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সবারই কম বেশি আছে। আমার আছে অনেক বেশি। চেষ্টা করি নিজেকে পরিশুদ্ধ রাখতে। কিন্তু সমস্যা হল কিছুক্ষণের মধ্যেই আবার সেলফিশ হয়ে যাই।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

নূর-ই-হাফসা বলেছেন: আমরা নিজেদের দিয়ে বিবেচনা করি বলেই অন‍্যের ঠিক কাজ কখনও বেঠিক আর নিজেকে সঠিক মনে হয় ।
আমার তো মনে হয় শত খারাপ এর খারাপ মানুষ টাও দিন শেষে নিজের কেবল ভালো দিকে খুঁজে পায় ।
তবে নিজেকে বড় করে দেখা অনেক কাজের কিন্তু

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, ঠিক বলেছেন :)

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২০

আমিনভাই বলেছেন: যে নিজের সমালোচনা করতে পারে সেই সরব অপেহ্মা বুদ্বিমান। আল-হাদিস

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, তাই নিজের সমালোচনা করাটা খুব বেশি জরুরী :)

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ক্যানসারের চেয়ে মনের রোগ বেশী খারাপ।

১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তাহলে বুঝুন কতটা দংশন করছে এই রোগটা আমাদের।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: সবার আগে নিজের মনকে ফ্রেশ রাখা শিখতে হবে।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: নিজে পরিশুদ্ধ হলেই অন্যকে পরিশুদ্ধ করা সম্ভব। :)

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: আদসুস মনের রোগ সারানোর ঔষধ নেই

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: মনের রোগের ঔষধ আপনি নিজেই। শুধু আপনিই পারেন এই রোগ দূর করতে :)

১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

বিমল চাকমা বলেছেন: স্বভাবতই, মানুষ নিজেকে খারাপ হিসেবে কল্পনা করতে পারে না। যে কোন সিচ্যুয়েশনে মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবতে বা দেখতে চাই। যদি সে অন্যর চোখে খারাপও হয়ে থাকে, সেটার পেছনে তার নিজস্ব একধরনের ব্যাখা থাকে, তার কাছে সেটাই লজিক্যাল। তবে এক্ষেত্রে যাদের জ্ঞানের পরিধি অনেক উচুতে তারা ব্যতিক্রম হতে পারেন। আবার এটাও সত্য যে, কোন মানুষই নিজেকে পরাজিত হতে দেখতে বা ভাবতে পারে না!

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, একদম তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.