নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কষ্ট কষ্ট সুখ !

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

আমি কত বোকা ! যে স্বপ্নের, সুখের ঠিকানা আমার জন্য নয়, আমি ইচ্ছে করেই সেই ঠিকানায় গিয়ে মুখ বুজে সুখ সুখ ভালোবাসা খুঁজেছি ! দীর্ঘদিন স্বেচ্ছা বনবাসে থেকে যখন লোকালয়ের দিকে উড়াল দিয়েছি- ঠিক সেই মুহূর্তে ভালোবাসা নামক এক গাছে পা আটকে যায়-কিভাবে যেন সেই ভালোবাসা নামক স্বপ্নের রঙে মাতাল হয়ে স্বপ্ন দেখতেও শুরু করি, বারবার নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিতে গিয়েও কি এক টানে সেখানে আটকা পড়ে যাই- আর সুখ- সুখ ভালোবাসায় ভেসে চলি! জানতাম, এখান থেকে একদিন পড়ে যেতে হবে, কষ্টে কষ্টে বেঁচে থাকতে হবে-তারপর ও আঁটকে গেলাম-! গাছের ছায়ায়- মায়া-মমতা আর ভালোবাসায় সেখানেই বাসা বাঁধার মিথ্যে স্বপ্ন দেখলাম! জানতাম- কোন একদিন একটু বাতাস বা একটা ঝড়েই আমাকে পড়ে যেতে হবে -সুখ- স্বপ্নের সেই আশ্রয়টুকু হারাতে হবে, বেঁচে থাকতে হবে কষ্টের সাথে আপোষ করে! দেখাতে হবে ভালো আছি- খুব ভালো আছি!দোষ তো আমারই -ঝড় আসবে জেনেও সেই ঝড়ের মুখোমুখি ইচ্ছে করেই দাঁড়িয়েছিলাম - ইচ্ছে করেই স্বপ্ন দেখেছিলাম, এ যেন- ইচ্ছে করেই ঝড়ের তাণ্ডবে নিজেকে বিধ্বস্ত দেখার আহবান ছিল! অবশেষে এই আমাকে ঠিক ঠিক সেই বিধ্বস্ততায় এসে দাঁড়াতে হলো - সঙ্গে রইলো সুখময় সেই ক্ষণগুলো -যার নাম দিয়েছি কষ্ট কষ্ট সুখ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.