নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জানিস কি ?

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

দম বন্ধ করা কষ্ট কাকে বলে তুই কি সেটা জানিস?



জানিস কি কতটা অভিমান বুকে জমা হলে- নিজেকে নিষ্প্রাণ মনে হয়?



কতটা ভালবাসলে কষ্টের সুনামিতে ভেসে ভেসে পথ চলা যায় ?



জানিস কি? কতোটা ভালোবাসাহীনতায় আর স্বার্থপরতায়



হৃদয়ে রক্তক্ষরণ হয়--?



জানিস কি? কতোটা অবহেলায় আর উদাসীনতায়



সব কিছু শুন্য মনে হয় -বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় -?



কতটুকু ভালবাসলে ভালোবাসা পাওয়া যায় -বলতে পারিস?



জানি তোকে - কারোও অভিমান, ভালোবাসা , মায়া-মমতা, কষ্ট



কোন কিছুই স্পর্শ করে না-



এমনকি তোর নিজের ভেতর ও দম বন্ধ করা কোন কষ্ট স্থায়ী হয় না-



হয়ত তুই কোন মহাপুরুষ না কি মহাদানব কিংবা তোর কথা মতই একটা রোবট!



অথচ মাঝে মাঝে এই রোবটটাই ভালোলাগা আর ভালোবাসার আবেশে



দূর থেকে খুব কাছে এসে যায় --



আর আমি বোকার মত সেখানে ভালোবাসা খুঁজে যাই -



হয়ত ক্ষণিকের কাছে পাওয়া সব কিছু ভুলিয়ে দেয়- কিন্তু পরক্ষনেই তুই হারিয়ে যাস- অচেনা হয়ে যাস কেমন করে-- !



কিন্তু কিন্তু কিন্তু -- আমি তো সেই তোর মাঝেই ভালোবাসা খুঁজে ফিরি প্রতিক্ষণ --



তুই কি সেটা কখনো জানতে চাস? না কি বুঝতে চাস?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=c7Pm_5xyNWc

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! অনেকদিন আগে কেউ একজন এই গানটা শুনতে বলেছিল!

২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

মাক্স বলেছেন: :| :| :|

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ???????????

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

বটের ফল বলেছেন: মন খারাপের লেখায় মন খারাপের সুর দিলাম।

শুভকামনা আপনার জন্য।

View this link

ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন এখান থেকে


ভালো থাকবেন।

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! আপনিও ভালো থাকবেন। হু!সময় করে ঢুঁ মারবো লিঙ্ক-এ !

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




ঈপ্সিতা ,আজ অনেক দিন পর ব্লগ এ মন্তব্য করছি!



শব্দগুলো যেনও আমারই, এমন মনে হলো !
অনেক অনেক ভালোলাগা আর শুভেচ্ছা নেবেন ... :)


২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! যাপিত জীবনের কথাই লিখেছি... ! আপনার লিখা প্রথম লাইনটা অবাক করেছে! বুঝে উঠতে পারছি না কি লিখবো ?

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

শাহজাহান মুনির বলেছেন: শব্দগুলো যেনও আমারই, এমন মনে হলো !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.