নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অল্প- স্বল্প গল্প-- মনে পড়ে কত!

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

অ্যাই কি করিস?

শেভ করছি।

ওকে । শোন, আমি তোর পাশে দাঁড়িয়ে থাকি তারপর তোর শেভ করা হলে আমি তোর গালে আলতো করে শেভিং লোশন দিয়ে ফু দিয়ে দিবো কেমন?

কেন? আমি কি পারি না কি?

আরে বুদ্ধু- তোকে একটু ছুঁয়ে দেবো -- বুঝিস না!





## অ্যাই দেখি দেখি- তোর টিপটা বাঁকা হয়েছে, দেখি ঠিক করে দেই।



চালাকি? তাই না? টিপ ঠিক করে দেয়ার অজুহাতে আমায় ছুঁয়ে দেখা--?

তো কি হয়েছে? না হয় একটু ছুঁয়েই দিলাম... গাধি!





## অ্যাই শোন, দারুন বৃষ্টি হচ্ছে ...আয় না একটু ছাদে ... চল না একটু ভিজি দুজনে?



* ওকে । ভিজবো । তবে?



* তবে কি?



* হাত ধরে ভিজতে হবে কিন্তু?



* হাত দিবো না... এক আঙ্গুল দিবো ...হিহিহি!



* না রে! হাত ধরে ভিজবো ... তারপর?তারপর তোকে আলতো করে কাছে টেনে নিয়ে তোর চোখের মাঝে ডুব দিবো ...



*আহাহহা!



* তারপর আমার জ্বর হলে, কি হবে?



* আমি আদরে আদরে সেবা করবো ।



* শোন, তুই কিন্তু শাড়ি পড়বি ।



* আহ! শখ কত?





## অ্যাই তোর না কি জ্বর ? দেখি?



হু! আমি জানি - জ্বরের অজুহাতে আমার কপাল ছুঁয়ে দিবি? তাই না?

দিলে কি হইছে?

কপালে ছুঁয়ে দিলে- পাও টিপে দিতে হবে কিন্তু?

যাহ হারামি! তোর পায়ে- স্টিম রোলার চালামু কইলাম...

ওকে চালা- তবুও টিপে দিতে হবে। অনেক ব্যথা রে!





##এই পিকটা কেন আমায় দিলি রে?



দিলাম। ইচ্ছে হইছে তাই দিলাম!

জানিস তোর পিকটা দেখে আমার কি ইচ্ছে হয়েছে?

হু, জানি। আদর এন ভালবাসতে তাই না?

উহু! শুধু একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করেছে!

আমি কি করেছি জানিস?

কি?

কম্পিউটার স্ক্রিনে তোর পিকটাকে বড় করে জাস্ট আলতো করে তোর গালে স্পর্শ করে অনুভব করেছি- তুই আমার!





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

এক্সপেরিয়া বলেছেন: বেশি মনে পড়ে বুজি....??

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

২| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

নূর আদনান বলেছেন: হুম......মনে পড়ে কত কিছু...

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.