নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন সম্পর্ক !

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

যেকোনো সম্পর্ক তখন-ই অর্থহীন হয়, যখন সেই সম্পর্কের সাথে জড়িত মানুষগুলো ছল- চাতুরী আর প্রতারণার আশ্রয় নেয়--! সেটা ফেসবুকিও / ফেস টু ফেসিও / কিংবা

মোবাইলিও যেকোনো মাধ্যমে গড়ে উঠা হোক না কেন- ? সম্পর্ককে অর্থহীন করে দেয়ার জন্য- সম্পর্কের সাথে জড়িত মানুষগুলোর , মন- মানসিকতা, রুচিবোধ আর বিশ্বাসঘাতকতা দায়ী ! সম্পর্কটা কোন মাধ্যমে গড়ে উঠেছে তা মুখ্য নয়--। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য -স্বচ্ছ মানসিকতা,রুচিবোধ আর বিশ্বস্ততার প্রয়োজন হয়-। কিন্তু আফসোস -- বর্তমানে যেকোনো সম্পর্ক অর্থযুক্ত হওয়ার থেকে দুইদিন পরে অর্থহীন -ই হয়ে যায়- ! যেন সম্পর্কগুলো গড়ে ওঠে একদিন অর্থহীন হয়ে যাবে এই জন্যই !

একটা সম্পর্কে জড়ানোর পর সেই সম্পর্কটাকে সুন্দরভাবে, বিশ্বস্ততার সাথে টিকিয়ে রাখার মানসিকতা অনেকরই থাকে না! কারন এরা নামের কিংবা শুধুমাত্র সময় কাটানোর জন্য সম্পর্ক গড়তে বিশ্বাসী ! তারপর দুইদিন/ তিন দিন ফুর্তি অবশেষে ছুড়ে ফেলা... এরকম-ই হয়েছে আজকালকার সম্পর্কগুলো !

যেখানে ভালোবাসার ভিত্তি মজবুত থাকে না বললেই চলে আর বিশ্বস্ততা সে তো বহুদূরের --- বিষয় ---!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

নতুন বলেছেন: যে সম্পকে ধোকা দেয় সমস্যাটা আসলে তার....

দৈনতা তার মনে... তাই যারা ধোকা দেয় তাদের প্রতি করুনা হয়....

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাঝে মাঝে করুনার ভাষাও হারিয়ে যায়!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন । +++++++++++++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি কথা ১০০% সত্যি সম্পর্ক্যত তাকেই বলে যেখানে থাকবেনা বিন্দু মাত্র লোভ।
ভাল লাগল আপনার লিখা। ভাল থাকবেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.