নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইভটিজিং এন আত্মহত্যা !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

বেশ কয় বছর থেকে লক্ষ করছি - কোমলমতি মেয়েরা ইভটিজিং এর শিকার হলেই আত্মহত্যার পথ বেছে নেয়! কিন্তু আত্মহত্যা যে কোন সমস্যার সমাধান না এটা তারা ভুলে যায়! বেশ কয়েক বছর আগের ঘটনা । তখন পটুয়াখালী ছিলাম। সে সময় আমার নাক লম্বা হওয়ার কারনে আমাকে নিক্স বলে ডাকতে শুরু করলো ক্যাম্পাসের কিছু ছেলেরা! ধীরে ধীরে ব্যপারটা এমন দাঁড়ালো আমি যেখানেই যাই সেখানেই ওরা আমাকে নিক্স বলে ডাকে ! পটুয়াখালী খুব ছোট্ট একটা শহর হওয়ার কারনে ক্যাম্পাস থেকে এই নাম পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে ! এমনকি তারা আমার মা-বাবা- বোন - সহপাঠীদের পর্যন্ত টিজ করতে থাকে! সে সময় মানসিক টানাপড়েনে পড়ে লেখাপড়াই বন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্তু দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে এবং ওদের মুখোমুখি হয়ে অন্যায়টার প্রতিবাদ করার ফলে -এক সময় সফল হয়েছিলাম! কিন্তু আজও ভুলিনি সেই তিক্ত অভিজ্ঞতা!

এখন কথা হল- মেয়েদের মানসিক অবস্থার উন্নতি না হলে, ধৈর্য না থাকলে, নিজেকে রক্ষা করার মত নুন্যতম ক্ষমতা না থাকলে মেয়েরা এভাবে আত্মহত্যার পথ বেছে নিবেই। আর একটা ব্যপার- স্কুল/ কলেজগুলোতে যদি পড়াশুনার পাশাপাশি ছেলে/মেয়েদের- টিজ / যৌতুক / অ্যাসিড নিক্ষেপ/ বাল্যবিবাহ / নারী নির্যাতন- এইসব বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দেয়া বা কাউন্সিলিঙ্গের ব্যাবস্থা করা হয়, এন সচেতন করা হয় কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে, কিভাবে নিজেদের মানসিক শক্তির বিকাশ ঘটাতে হবে তাহলে হয়তবা এইসব মেয়েরা নিজেদের রক্ষা করার ইচ্ছেটা আয়ত্তে আনতে পারবে এন ছেলেদের যদি তাদের সহপাঠীদের প্রতি সহনশীল হতে শেখানো হয় তাহলে হয়ত তারাও মেয়েদের সহযোগিতা করবে এন মেয়েদের প্রতি তাদের ধারনা গুলি পালটাবে ! এ ছাড়াও প্রতিটা শহরের প্রতিটা মহল্লায় যদি অন্তত মাসে একবার - টিজ / যৌতুক / অ্যাসিড নিক্ষেপ/ বাল্যবিবাহ / নারী নির্যাতন- এইসব বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দেয়া বা কাউন্সিলিঙ্গের ব্যাবস্থা করা হয় তাহলে হয়ত অনেক মানুষকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করা যাবে এন অবস্থার কিছুটা পরিবর্তন আশা করাও যেতে পারে। এ ব্যপারে শিক্ষিত সমাজের লোকজনকেই এগিয়ে আসতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

আকরাম বলেছেন: ঠিক বলেছেন।
এ ব্যপারে আমার ব্লগটি দেখুন।
http://ptohelp.blogspot.se/

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! দেখবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.