নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কত্ত ভালবাসি জানিস?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

যখন তোর দুষ্টুমি ভরা পাগলামির কথাগুলি মনে পড়ে

আনমনে একাকি আমি হেসে উঠি - সুখময় ক্ষণগুলোকে ভেবে--!

আবার যখন তুই হুমকি দিয়ে পাগলামি করিস-

ভাবি, মরে যাই- কিন্তু তোর কারনে তাও হয় না রে!

কখনো কখনো একাকি বসে সুখময় ক্ষণগুলোর -

ভালবাসাময় খুনসুটিগুলোর কথা ভেবে নিজেকে হারিয়ে ফেলি-!

আবার যখনই দেখি- তুই আমার পাশে নেই - তখনি-

নীরবে চোখ থেকে নেমে আসা সুনামিতে ভাসি--!

ভালবাসার মরন দিবি বলেছিলি-

আসলেই কখনো তোর ভালোবাসা আমার কাছে মরন যন্ত্রনার মত মনে হয়

আবার কখনো সেই ভালোবাসার কথা ভেবেই বেঁচে থাকতে ইচ্ছে হয়-

যদি তুই ফিরে আসিস এই আশায়--!

পাগলা, এতকিছুর পর ও তোকে ভালোবাসি -- !

কত্ত ভালবাসি জানিস? এই এত্তত্তত্তত্তত্তত্তত্ত!

তাই তো সব কিছুর মাঝে শুধু তোকেই খুঁজি !

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

ডট কম ০০৯ বলেছেন: পাগলাটা কে? বড় সৌভাগ্যবান সে।

লেখনী ভাল হইছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!ধইন্না পাতা ভাই! পাগলাটা একটা ভুত! আর সেই পাগলা ভুতের নাম নিলে আমার ঘাড় মটকে দিবে যে...... !

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলেই কখনো তোর ভালোবাসা আমার কাছে মরন যন্ত্রনার মত মনে হয়
আবার কখনো সেই ভালোবাসার কথা ভেবেই বেঁচে থাকতে ইচ্ছে হয়-
যদি তুই ফিরে আসিস এই আশায়--!

কি বয়াবহ আবেদন,ভরসা ইচ্ছা গুলো জনম দেও কেমনে!দারুন তোমার ভাব। আমি তো ভক্ত হয়ে গেলাম তোমার ।ব্লগ খোললেই তোমার কবিতা খুজি।
ভাল লাগা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসার আবেদন -আকুতি তো এমন-ই হওয়া উচিত ভাই- যা একদম মন থেকে বের হয়ে লেখার মাঝে চলে আসে-- আমি খুব সাধারণ ভাবেই আমার ইচ্ছেগুলির কথা ব্যক্ত করি- ধইন্না পাতা!

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

আধার আলো বলেছেন: প্রিয়তে নিলাম। ভীষণ ভাল লাগলো, প্রিয়তে না নিয়ে আর উপায় কি! ভাল থেকেন। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! আর কি বলবো বুঝতে পারছি না!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

শাহজাহান মুনির বলেছেন: পাগলা, এতকিছুর পর ও তোকে ভালোবাসি -- !
কত্ত ভালবাসিস জানিস? এই এত্তত্তত্তত্তত্তত্তত্ত!
তাই তো সব কিছুর মাঝে শুধু তোকেই খুঁজি !



প্রিয়তে নিলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪১

অপ্রচলিত বলেছেন: এত্তত্তত্তত্তত্তত্তত্ত ভালোবাসা কোথায় রাখেন? :P
আপনার অকৃত্রিম মিষ্টি ভালোবাসার পোস্ট পড়ে নিরন্তর সান্ত্বনা খুঁজে পাই। হয়তো সবাই ভালবাসতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা পায় কয়জন? আপনার পাগলা সত্যিই ভাগ্যবান এমন ভালোবাসা পেয়ে।

আপনার খোলামেলা আবেগী লেখা খুব ভালো লাগে।
ভালো থাকবেন সব সময়।

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভালবাসতে জানলে এভাবেই ভালবাসা যায়...। অনেক অনেক ধন্যবাদ ! অনেক দেরীতে দেখলাম ... আপনার সুন্দর কমেন্ট!

৬| ২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

নকি৬৯ বলেছেন: ভালবাসা..... :) :(( :D :D :D :( :(( :(( :(( |-) |-)

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.