নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক/ বেত !

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

যেসব শিক্ষকরা বেত দিয়ে পিটিয়ে ছাত্রদের শারীরিক এন মানসিক ভাবে আহত করে কিংবা বিকলাঙ্গ করে দেয় তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থাই না তাদের প্রখর রোদের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে চিকন কঞ্চি দিয়ে পিটানোও দরকার। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কথা বলতে পারলাম না! আমি নিজেও একজন শিক্ষক, বাচ্চাদের শাসন করার প্রয়োজন পড়ে কিন্তু সেটা এভাবে গরুর মত পিটিয়ে নয়। যারা এভাবে বেত দিয়ে স্কুলে ছাত্র পিটায় তাদের শিক্ষকতা করার দরকার কি তাদেরকে মাঠে গরু পিটানোর কাজ দেয়া হোক । এ ব্যাপারে নিশেধাজ্ঞা থাকলেও কিছু শিক্ষক তা মানছে না! এন তাদের কারনেই শিক্ষক জাতি কলঙ্কিত হচ্ছে! এরপর তো আছে ধর্ষণের মত ঘটনা !

( মিরাজুল নামে এক ছাত্রকে কোন এক স্কুলের শিক্ষক এমন পিটিয়েছে যে সে শুধু আহতই হয়নি, মানসিক চাপে সে এখন প্রতিবন্ধির মত আচরন করা শুরু করেছে-খবরটা টিভিতে দেখিয়েছিল কিছুদিন আগে- জায়গার নামটা মনে পড়ছে না। )

এ রকম খবর এখন প্রায়-ই পত্রিকায় আসছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

শূন্য পথিক বলেছেন: সামান্য শাসনের প্রয়োজন আছে তবে এটা নির্যাতনের পর্যায়ে চলে গেলে সেটা ঠিক না। এরা এমন নির্মম হয় কিভাবে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটাই তো প্রশ্ন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.